ETV Bharat / bharat

JNU-তে হামলার পর পূজা ভাটের "হাম্বল পাই" টুইট - jnu students attacked

রবিবার রাতে বিশ্ববিদ্যালয়ে হামলার কিছুক্ষণ পরেই চলচ্চিত্র পরিচালক মহেশ ভাটের মেয়ে পূজা একটি টুইট করেন । সেখানে তিনি লেখেন, "এই টুইট চলচ্চিত্র জগতে আমার সেই সব সতীর্থদের উদ্দেশ্যে, যাঁরা আজ শাসক দলের সঙ্গে নৈশভোজন করবেন ।

puja bhatt humble pie
পুজা ভাট
author img

By

Published : Jan 6, 2020, 6:51 AM IST

Updated : Jan 6, 2020, 11:43 AM IST

মুম্বই, 6 জানুয়ারি : জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে দুষ্কৃতীদের হামলার পর বলিউডে তাঁর সতীর্থদের একাংশকে কটাক্ষ করে টুইট করলেন অভিনেত্রী ও প্রযোজক পূজা ভাট ।

রবিবার রাতে JNU-তে হামলার কিছুক্ষণ পরই পরিচালক মহেশ ভাটের মেয়ে পূজা একটি টুইট করেন । সেখানে তিনি লেখেন, "এই টুইট চলচ্চিত্র জগতে আমার সেই সব সতীর্থদের উদ্দেশ্যে, যাঁরা আজ শাসক দলের সঙ্গে নৈশভোজন করবেন । সেই সতীর্থদের প্রতি আবেদন, দেশজুড়ে ক্রমাগত বেড়ে চলা হিংসার ঘটনা কমাতে তাঁরা যেন শাসকদলকে অনুরোধ করেন । আর তা যদি না করতে পারেন, তাহলে নিদেনপক্ষে নৈশভোজে সুস্বাদু খাবারের স্বাদ নেওয়ার পাশাপাশি নিজেদের ভুলটা যেন স্বীকার (...help yourselves to some humble pie...) করেন । "

  • To members of my supposed ‘fraternity’who were meant to opine & dine with the ruling party this evening-trust you implored them to curtail the violence unfolding across the nation.Or at the very least,as part of the ‘scrumptious’ meal on offer,help yourselves to some humble pie.

    — Pooja Bhatt (@PoojaB1972) January 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উল্লেখ্য, রবিবার রাতে মুম্বইয়ের এক পাঁচ তারা হোটেলে নাগরিকত্ব সংশোধনী আইন, 2019 (CAA) নিয়ে আলোচনার জন্য সভা ও নৈশভোজের আয়োজন করে BJP । CAA নিয়ে 'ভ্রান্ত ধারণা' দূর করতেই সভা ডাকা হয় । বলিউডের একঝাঁক অভিনেতা, অভিনেত্রী, গায়ক ও পরিচালককে দেখা গিয়েছিল সেই সভায় । আমন্ত্রিতদের মধ্যে ছিলেন, জ্যাকি শ্রফ, রিচা চাড্ডা, সুনীল শেট্টি, রবিনা ট্যান্ডন, রাজকুমার হিরানি, মধুর ভান্ডারকর, বনি কাপুর, প্রহ্লাদ কক্কর প্রমুখ । তবে ওই সভায় দেখা যায়নি অনুরাগ কাশ্যপ, স্বরা ভাস্বর, সুশান্ত সিংয়ের মতো অভিনেতাদের ।

মুম্বই, 6 জানুয়ারি : জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে দুষ্কৃতীদের হামলার পর বলিউডে তাঁর সতীর্থদের একাংশকে কটাক্ষ করে টুইট করলেন অভিনেত্রী ও প্রযোজক পূজা ভাট ।

রবিবার রাতে JNU-তে হামলার কিছুক্ষণ পরই পরিচালক মহেশ ভাটের মেয়ে পূজা একটি টুইট করেন । সেখানে তিনি লেখেন, "এই টুইট চলচ্চিত্র জগতে আমার সেই সব সতীর্থদের উদ্দেশ্যে, যাঁরা আজ শাসক দলের সঙ্গে নৈশভোজন করবেন । সেই সতীর্থদের প্রতি আবেদন, দেশজুড়ে ক্রমাগত বেড়ে চলা হিংসার ঘটনা কমাতে তাঁরা যেন শাসকদলকে অনুরোধ করেন । আর তা যদি না করতে পারেন, তাহলে নিদেনপক্ষে নৈশভোজে সুস্বাদু খাবারের স্বাদ নেওয়ার পাশাপাশি নিজেদের ভুলটা যেন স্বীকার (...help yourselves to some humble pie...) করেন । "

  • To members of my supposed ‘fraternity’who were meant to opine & dine with the ruling party this evening-trust you implored them to curtail the violence unfolding across the nation.Or at the very least,as part of the ‘scrumptious’ meal on offer,help yourselves to some humble pie.

    — Pooja Bhatt (@PoojaB1972) January 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উল্লেখ্য, রবিবার রাতে মুম্বইয়ের এক পাঁচ তারা হোটেলে নাগরিকত্ব সংশোধনী আইন, 2019 (CAA) নিয়ে আলোচনার জন্য সভা ও নৈশভোজের আয়োজন করে BJP । CAA নিয়ে 'ভ্রান্ত ধারণা' দূর করতেই সভা ডাকা হয় । বলিউডের একঝাঁক অভিনেতা, অভিনেত্রী, গায়ক ও পরিচালককে দেখা গিয়েছিল সেই সভায় । আমন্ত্রিতদের মধ্যে ছিলেন, জ্যাকি শ্রফ, রিচা চাড্ডা, সুনীল শেট্টি, রবিনা ট্যান্ডন, রাজকুমার হিরানি, মধুর ভান্ডারকর, বনি কাপুর, প্রহ্লাদ কক্কর প্রমুখ । তবে ওই সভায় দেখা যায়নি অনুরাগ কাশ্যপ, স্বরা ভাস্বর, সুশান্ত সিংয়ের মতো অভিনেতাদের ।

Lucknow (UP), Jan 06 (ANI): Acid attack survivor Laxmi Agarwal said that she is looking very positively about movie 'Chhapaak.' "Because of Deepika Padukone and Meghna Gulzar there will be an impact in the society so I am looking very positively to it." Deepika's latest outing 'Chhapaak' is based on the life of Laxmi Agarwal.



Last Updated : Jan 6, 2020, 11:43 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.