ETV Bharat / bharat

দীপাবলির আগেই দিল্লি ঢাকল দূষণের চাদরে - দিপাবলীর আগেই খারাপ হতে শুরু করেছে দিল্লির বাতাস

দূষণসূচকের বেধে দেওয়া মাত্রা দীপাবলির আগেই অতিক্রম হয়ে গেছে । বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেঁধে দেওয়া পরিমাপের 20 শতাংশ বেশি দূষিত দিল্লির বাতাস । দীপাবলির আগেই আরও খারাপ হতে শুরু করেছে দিল্লির বাতাস ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Oct 26, 2019, 3:30 PM IST

দিল্লি, 26 অক্টোবর : বাতাসে বিষ দিল্লির । দীপাবলির আগেই পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করেছে । অক্টোবর মাসে এই নিয়ে দ্বিতীয়বারের জন্য "খুব খারাপ" পরিস্থিতির দোরগোড়ায় রাজধানী । ভোরবেলা থেকেই কুয়াশা আর দূষণ মিলে এক ঘোলাটে দিন দেখল রাজধানী । আগামী দু'দিন পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করছেন পরিবেশবিদরা ।

দূষণসূচকের বেঁধে দেওয়া মাত্রা দীপাবলির আগেই অতিক্রম হয়ে গেছে । বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেধে দেওয়া পরিমাপের 20 শতাংশ বেশি দূষিত দিল্লির বাতাস । পরিস্থিতি এমন যে বায়ুর গুণমান "বিষাক্ত" সূচক ছুঁই ছুঁই । আর দূষণের দিক থেকে দেশের রাজধানী বররাবরই প্রথম, তাই চিন্তায় দিল্লিবাসী । প্রশাসনের তরফ থেকে আতশবাজির বদলে লেজ়ার লাইট প্রদর্শনীর আয়োজন করা হয়েছে ।

পরিবেশবিদরা জানিয়েছেন, দিল্লির পরিস্থিতি এমন যে আগামীকাল ও পরশু যদি আতশবাজি পোড়ানোয় রাশ না টানতে পারে প্রশাসন তাহলে দূষণের চাদরে ঢেকে যাবে রাজধানী ও পার্শ্ববর্তী শহর ।

প্রসঙ্গত, গত বছর দূষণ এড়াতে নির্দিষ্ট পার্ক বা এলাকায় "সেফ অ্যান্ড গ্রিন" আতশবাজি পোড়ানোর অনুমতি দেওয়া হয়েছিল । তবে, সেক্ষেত্রেও বেঁধে দেওয়া হয়েছিল সময়সীমা । কিন্তু তাতেও নিয়ন্ত্রণ করা যায়নি দূষণ ।

এবছরও যেসকল পদক্ষেপ নিয়েছে প্রশাসন, তাতে দূষণ নিয়ন্ত্রণ হয় কি না সেটাই দেখার ।

দিল্লি, 26 অক্টোবর : বাতাসে বিষ দিল্লির । দীপাবলির আগেই পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করেছে । অক্টোবর মাসে এই নিয়ে দ্বিতীয়বারের জন্য "খুব খারাপ" পরিস্থিতির দোরগোড়ায় রাজধানী । ভোরবেলা থেকেই কুয়াশা আর দূষণ মিলে এক ঘোলাটে দিন দেখল রাজধানী । আগামী দু'দিন পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করছেন পরিবেশবিদরা ।

দূষণসূচকের বেঁধে দেওয়া মাত্রা দীপাবলির আগেই অতিক্রম হয়ে গেছে । বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেধে দেওয়া পরিমাপের 20 শতাংশ বেশি দূষিত দিল্লির বাতাস । পরিস্থিতি এমন যে বায়ুর গুণমান "বিষাক্ত" সূচক ছুঁই ছুঁই । আর দূষণের দিক থেকে দেশের রাজধানী বররাবরই প্রথম, তাই চিন্তায় দিল্লিবাসী । প্রশাসনের তরফ থেকে আতশবাজির বদলে লেজ়ার লাইট প্রদর্শনীর আয়োজন করা হয়েছে ।

পরিবেশবিদরা জানিয়েছেন, দিল্লির পরিস্থিতি এমন যে আগামীকাল ও পরশু যদি আতশবাজি পোড়ানোয় রাশ না টানতে পারে প্রশাসন তাহলে দূষণের চাদরে ঢেকে যাবে রাজধানী ও পার্শ্ববর্তী শহর ।

প্রসঙ্গত, গত বছর দূষণ এড়াতে নির্দিষ্ট পার্ক বা এলাকায় "সেফ অ্যান্ড গ্রিন" আতশবাজি পোড়ানোর অনুমতি দেওয়া হয়েছিল । তবে, সেক্ষেত্রেও বেঁধে দেওয়া হয়েছিল সময়সীমা । কিন্তু তাতেও নিয়ন্ত্রণ করা যায়নি দূষণ ।

এবছরও যেসকল পদক্ষেপ নিয়েছে প্রশাসন, তাতে দূষণ নিয়ন্ত্রণ হয় কি না সেটাই দেখার ।

Mumbai, Oct 25 (ANI): Bollywood celebrities were spotted in and around Mumbai. Malaika Arora along with her sister Amrita Arora were spotted in Mumbai. They were seen outside Diva Yoga studio located in Bandra. Maliaka Arora also paused and posed with her fans. Meanwhile 'Sonu Ke Titu Ki Sweety' actress, Nushrat Bharucha was also spotted in Mumbai. She was noticed outside Manish Malhotra store. Dressed in casual attire, the actress looked stunning.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.