ETV Bharat / bharat

CAA-র বিরুদ্ধে প্রতিবাদ : উত্তরপ্রদেশে মৃত 6

নাগরিকত্ব সংশোধনী আইন, 2019-র প্রতিবাদে আজ রাস্তায় নামে বিক্ষোভকারীরা । উত্তরপ্রদেশে আজ মোট 6 জনের মৃত্যু হয়েছে ৷

kanpur
কানপুর
author img

By

Published : Dec 20, 2019, 7:44 PM IST

Updated : Dec 21, 2019, 12:03 AM IST


লখনউ, 20 ডিসেম্বর : নাগরিকত্ব আইনের প্রতিবাদে সারাদিন উত্তপ্ত উত্তরপ্রদেশ । বিক্ষোভের জেরে প্রাণ হারাল ছয়জন । অভিযোগ, পুলিশের গুলিতেই মৃত্যু ওই ছয়জনের । যদিও পুলিশের দাবি তারা গুলি চালায়নি ।

উত্তরপ্রদেশ পুলিশের ডিরেক্টর জেনেরাল (DG) দাবি করেন, পুলিশের তরফে একটা গুলিও চলেনি । তিনি বলেন ,"আমরা একটাও গুলি চালাইনি । যদি কোনও গুলি চলে থাকে তবে তা বিক্ষোভকারীদের থেকেই চলেছে ।"

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী , বিঞ্জোর, সম্বল, ফিরোজ়াদাবাদ , মেরঠ ও কানপুরে মোট ছয়জন প্রাণ হারিয়েছেন । বিক্ষোভকারী ও পুলিশের সংঘর্ষে জখম প্রায় 50 জন পুলিশকর্মী । যদিও উত্তরপ্রদেশের অতিরিক্ত মুখ্যসচিব অবনীশ কুমার অবস্তী বলেন, "রাজ্যে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদের সময় আজ পাঁচজনের মৃত্যু হয়েছে ৷"

আজ উত্তরপ্রদেশের 13টি জেলাজুড়ে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ হয় । রাস্তায় নামে সাধারণ মানুষ । দফায় দফায় চলে বিক্ষোভ । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে । ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল । পাল্টা আক্রমণ আসে বিক্ষোভকারীদের থেকেও । পুলিশের গাড়িকে লক্ষ্য করে পাথর ছোড়ে তারা । গোরখপুরে পুলিশকে লক্ষ্য করে পাথর-ইট ছুড়তে থাকে । প্রথমে পুলিশ সেইভাবে সাড়া না দিলেও এরপর রাস্তায় পড়ে থাকা পাথর বিক্ষোভকারীদের দিকে ছুড়ে দেয় তারা । কানপুরে পুলিশের গুলিতে জখম একাধিক বিক্ষোভকারী ।

বুলন্দশহরে গাড়িতে আগুন লাগায় বিক্ষোভকারীরা । পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে । মুজ়াফ্ফরনগরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ইতিমধ্যেই জারি করা হয়েছে 144 ধারা । বৃহস্পতিবার লখনউয়ে পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষে মৃত্যু হয় এক ব্যক্তির । জখম অবস্থায় বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে ভরতি করা হয়েছিল তাঁকে । সেখানেই মৃত্যু হয় তাঁর । পুলিশের গুলিতে তাঁর মৃত্যু হয়েছে বলে দাবি করা হলেও অভিযোগ স্বীকার করেনি পুলিশ ।

এদিকে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ যে বিক্ষোভ উত্তরপ্রদেশে চলছে তার বিরোধিতা করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । তিনি আজ বলেন , "প্রতিবাদের নামে যারা ভাঙচুর করেছে, সরকারি সম্পত্তি নষ্ট করেছে, তাদের ছেড়ে কথা বলা হবে না ৷ গণতন্ত্রে হিংসার কোনও স্থান নেই ৷ CAA-র প্রতিবাদের নামে কংগ্রেস, সমাজবাদী পার্টি ও বামেরা হিংসা ছড়িয়েছে, সরকারি সম্পত্তি নষ্ট করেছে ৷ তারা গোটা দেশে আগুন লাগাচ্ছে ৷ লখনউ ও সম্ভলপুরে হিংসাত্মক ঘটনা ঘটেছে ৷ যারা সরকারি সম্পত্তি নষ্ট করেছে তাদের চিহ্নিত করা হবে ও তাদের সম্পত্তি নিলাম করে ক্ষতিপূরণের চেষ্টা করবে সরকার ৷" তবে মৃত্যু নিয়ে তিনি এখনও কোনও মন্তব্য করেননি ।


লখনউ, 20 ডিসেম্বর : নাগরিকত্ব আইনের প্রতিবাদে সারাদিন উত্তপ্ত উত্তরপ্রদেশ । বিক্ষোভের জেরে প্রাণ হারাল ছয়জন । অভিযোগ, পুলিশের গুলিতেই মৃত্যু ওই ছয়জনের । যদিও পুলিশের দাবি তারা গুলি চালায়নি ।

উত্তরপ্রদেশ পুলিশের ডিরেক্টর জেনেরাল (DG) দাবি করেন, পুলিশের তরফে একটা গুলিও চলেনি । তিনি বলেন ,"আমরা একটাও গুলি চালাইনি । যদি কোনও গুলি চলে থাকে তবে তা বিক্ষোভকারীদের থেকেই চলেছে ।"

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী , বিঞ্জোর, সম্বল, ফিরোজ়াদাবাদ , মেরঠ ও কানপুরে মোট ছয়জন প্রাণ হারিয়েছেন । বিক্ষোভকারী ও পুলিশের সংঘর্ষে জখম প্রায় 50 জন পুলিশকর্মী । যদিও উত্তরপ্রদেশের অতিরিক্ত মুখ্যসচিব অবনীশ কুমার অবস্তী বলেন, "রাজ্যে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদের সময় আজ পাঁচজনের মৃত্যু হয়েছে ৷"

আজ উত্তরপ্রদেশের 13টি জেলাজুড়ে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ হয় । রাস্তায় নামে সাধারণ মানুষ । দফায় দফায় চলে বিক্ষোভ । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে । ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল । পাল্টা আক্রমণ আসে বিক্ষোভকারীদের থেকেও । পুলিশের গাড়িকে লক্ষ্য করে পাথর ছোড়ে তারা । গোরখপুরে পুলিশকে লক্ষ্য করে পাথর-ইট ছুড়তে থাকে । প্রথমে পুলিশ সেইভাবে সাড়া না দিলেও এরপর রাস্তায় পড়ে থাকা পাথর বিক্ষোভকারীদের দিকে ছুড়ে দেয় তারা । কানপুরে পুলিশের গুলিতে জখম একাধিক বিক্ষোভকারী ।

বুলন্দশহরে গাড়িতে আগুন লাগায় বিক্ষোভকারীরা । পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে । মুজ়াফ্ফরনগরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ইতিমধ্যেই জারি করা হয়েছে 144 ধারা । বৃহস্পতিবার লখনউয়ে পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষে মৃত্যু হয় এক ব্যক্তির । জখম অবস্থায় বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে ভরতি করা হয়েছিল তাঁকে । সেখানেই মৃত্যু হয় তাঁর । পুলিশের গুলিতে তাঁর মৃত্যু হয়েছে বলে দাবি করা হলেও অভিযোগ স্বীকার করেনি পুলিশ ।

এদিকে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ যে বিক্ষোভ উত্তরপ্রদেশে চলছে তার বিরোধিতা করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । তিনি আজ বলেন , "প্রতিবাদের নামে যারা ভাঙচুর করেছে, সরকারি সম্পত্তি নষ্ট করেছে, তাদের ছেড়ে কথা বলা হবে না ৷ গণতন্ত্রে হিংসার কোনও স্থান নেই ৷ CAA-র প্রতিবাদের নামে কংগ্রেস, সমাজবাদী পার্টি ও বামেরা হিংসা ছড়িয়েছে, সরকারি সম্পত্তি নষ্ট করেছে ৷ তারা গোটা দেশে আগুন লাগাচ্ছে ৷ লখনউ ও সম্ভলপুরে হিংসাত্মক ঘটনা ঘটেছে ৷ যারা সরকারি সম্পত্তি নষ্ট করেছে তাদের চিহ্নিত করা হবে ও তাদের সম্পত্তি নিলাম করে ক্ষতিপূরণের চেষ্টা করবে সরকার ৷" তবে মৃত্যু নিয়ে তিনি এখনও কোনও মন্তব্য করেননি ।

Intro:मुजफ्फरनगर: CAA के विरोध में प्रदर्शनकारियों ने की तोड़फोड़ पथराव

मुजफ्फरनगर: नागरिक संशोधन बिल पर शुक्रवार को जुम्मे की नमाज के बाद प्रदर्शनकारियों जगह जगह बवाल मचाया। उजनपद मुजफ्फरनगर में नमाज के बाद प्रदर्शनकारी मदीना मस्जिद के पास एकत्र हुए। यहां उन्होंने प्रदर्शन के दौरान पुलिस पर पथराव कर दिया। बवालियों ने पुलिस के कई वाहनों में तोड़फोड़ कर आगजनी की। जमकर हुए पथराव के बाद पुलिस ने बल प्रयोग करते हुए लाठीचार्ज किया और बवालियों खदेड़ा। हालात बिगड़ते देख एडीजी मेरठ प्रशांत कुमार ने खुद यहाँ पहुँचकर कमान संभाली। अभी भी मौके पर तनाव बना हुआ है। इस दौरान पुलिस ने दर्जनों बवालियों को हिरासत में भी लिया है।


बाइट— प्रशांत कुमार (एडीजी मेरठ)

अजय चौहान
9897799794Body: यहां उन्होंने प्रदर्शन के दौरान पुलिस पर पथराव कर दिया। बवालियों ने पुलिस के कई वाहनों में तोड़फोड़ कर आगजनी की। जमकर हुए पथराव के बाद पुलिस ने बल प्रयोग करते हुए लाठीचार्ज किया और बवालियों खदेड़ा। हालात बिगड़ते देख एडीजी मेरठ प्रशांत कुमार ने खुद यहाँ पहुँचकर कमान संभाली। अभी भी मौके पर तनाव बना हुआ है। इस दौरान पुलिस ने दर्जनों बवालियों को हिरासत में भी लिया है।
Conclusion:अभी भी मौके पर तनाव बना हुआ है। इस दौरान पुलिस ने दर्जनों बवालियों को हिरासत में भी लिया है।


बाइट— प्रशांत कुमार (एडीजी मेरठ)

अजय चौहान
9897799794
Last Updated : Dec 21, 2019, 12:03 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.