মেরঠ, ২৮ মার্চ : মেরঠের সভা থেকে নরেন্দ্র মোদির বক্তব্য ঘিরে বিতর্ক তৈরি হল। তিনি তিনটি পার্টির আদ্যক্ষর যোগ করে "সারাব" শব্দের প্রয়োগ করেন। পরে কংগ্রেস বিবৃতি দিয়ে জানায়, এই বক্তব্য লজ্জাজনক। মোদির ক্ষমা চাওয়া উচিত।
সভা থেকে মোদি বলেন, "সমাজবাদী পার্টির 'সা', রাষ্ট্রীয় লোক দল-এর 'রা' ও বহুজন সমাজ পার্টির 'বা', মানে "সারাব"। উত্তরপ্রদেশের উন্নতি ও দেশের ভবিষ্যতের স্বার্থে সারাবের থেকে দূরে থাকবেন না ? এই 'সারাব' আপনাদের বরবাদ করে দিচ্ছে।"
মোদির জনসভার পরই সাংবাদিক বৈঠক করে কংগ্রেস নেতৃত্ব। রণদীপ সূরজেওয়ালা বলেন, "এই ধরনের বক্তব্যে কী লাভ হচ্ছে ? আপনি তিনটি রাজনৈতিক দলকে সারাব বলছেন। একজন প্রধানমন্ত্রী কি এই ভাষায় কথা বলেন ? আপনি নিজের বক্তব্য ফিরিয়ে নিন। ১৩০ কোটি দেশবাসীর কাছে ক্ষমতা চান। দেশ ও উত্তরপ্রদেশ আপনাকে মাফ করবে না।"
এদিকে, সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব টুইট করে বলেন, "টেলিপ্রম্পটারে পড়ার জন্য প্রধানমন্ত্রী সারাব (মরীচিকা) আর শারাব (মদ)-কে গুলিয়ে ফেলেছেন। গত পাঁচ বছর ধরে BJP-ও একইভাবে মানুষকে মরীচিকা দেখাচ্ছে।"