ETV Bharat / bharat

জননেতা বালাসাহেব ভিখে পাতিলের আত্মজীবনী প্রকাশ করলেন প্রধানমন্ত্রী - বালাসাহেব ভিখে পাতিল

আত্মজীবনীর শিরোনাম "দেহ বেচবা করনী"। যার অর্থ- ভালো কাজের জন্য জীবন উৎসর্গ করা । প্রধানমন্ত্রী বলেন, "বালাসাহেব ভিখে পাতিলের জীবনের গল্প মহারাষ্ট্রের প্রতিটি কোণায় খুঁজে পাওয়া যায় ।"

PM Narendra Modi
PM Narendra Modi
author img

By

Published : Oct 13, 2020, 4:00 PM IST

দিল্লি, 13 অক্টোবর : আজ একটি ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে জননেতা তথা মহারাষ্ট্রের প্রাক্তন সাংসদ ডক্টর বালাসাহেব ভিখে পাতিলের আত্মজীবনী প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । পাশাপাশি প্রভারা রুরাল এডুকেশন সোসাইটির নাম বদলে রাখা হল "লোকনেতে ডক্টর বালাসাহেব ভিখে প্রভারা রুরাল এডুকেশন সোসাইটি" ।

প্রধানমন্ত্রী বলেন, "বালাসাহেব ভিখে পাতিলের আত্মজীবনী আজ প্রকাশ করা হল ঠিকই, কিন্তু তাঁর জীবনের গল্প মহারাষ্ট্রের প্রতিটি কোণায় খুঁজে পাওয়া যায় । আমি নিজে দেখেছি মহারাষ্ট্রের উন্নয়নের জন্য তিনি কীভাবে সারাজীবন কাজ করে গেছেন । আমি কৃতজ্ঞ রাধাকৃষ্ণ ভিখে পাতিল ও তাঁর পরিবার এবং আহমেদনগরে আমার সহকর্মীরা এই বিশেষ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন । "

তিনি আরও বলেন, "কীভাবে রাজনীতিকে মাধ্যম করে সমাজে পরিবর্তন আনা যায়, কীভাবে গ্রামের গরিব মানুষদের সমস্যার সমাধান করা যায়, এর উপর সব সময় বিশেষ জোর দিতেন পাতিল সাহেব । আর এই কারণেই তিনি অন্যদের থেকে আলাদা ছিলেন । "

বালাসাহেব ভিখে পাতিল একাধিকবার মহারাষ্ট্র থেকে লোকসভার সাংসদ নির্বাচিত হয়েছেন । তাঁর আত্মজীবনীর শিরোনাম "দেহ বেচবা করনী" যার অর্থ- ভালো কাজের জন্য জীবন উৎসর্গ করা । 1964 সালে আহমেদনগরের লোনি গ্রামে প্রভারা রুরাল এডুকেশন সোসাইটি তৈরি হয়েছিল । লক্ষ্য ছিল, গ্রামের মানুষদের মধ্যে শিক্ষার আলো পৌঁছে দেওয়া, মেয়েদের স্বনির্ভর করে তোলা ।

দিল্লি, 13 অক্টোবর : আজ একটি ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে জননেতা তথা মহারাষ্ট্রের প্রাক্তন সাংসদ ডক্টর বালাসাহেব ভিখে পাতিলের আত্মজীবনী প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । পাশাপাশি প্রভারা রুরাল এডুকেশন সোসাইটির নাম বদলে রাখা হল "লোকনেতে ডক্টর বালাসাহেব ভিখে প্রভারা রুরাল এডুকেশন সোসাইটি" ।

প্রধানমন্ত্রী বলেন, "বালাসাহেব ভিখে পাতিলের আত্মজীবনী আজ প্রকাশ করা হল ঠিকই, কিন্তু তাঁর জীবনের গল্প মহারাষ্ট্রের প্রতিটি কোণায় খুঁজে পাওয়া যায় । আমি নিজে দেখেছি মহারাষ্ট্রের উন্নয়নের জন্য তিনি কীভাবে সারাজীবন কাজ করে গেছেন । আমি কৃতজ্ঞ রাধাকৃষ্ণ ভিখে পাতিল ও তাঁর পরিবার এবং আহমেদনগরে আমার সহকর্মীরা এই বিশেষ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন । "

তিনি আরও বলেন, "কীভাবে রাজনীতিকে মাধ্যম করে সমাজে পরিবর্তন আনা যায়, কীভাবে গ্রামের গরিব মানুষদের সমস্যার সমাধান করা যায়, এর উপর সব সময় বিশেষ জোর দিতেন পাতিল সাহেব । আর এই কারণেই তিনি অন্যদের থেকে আলাদা ছিলেন । "

বালাসাহেব ভিখে পাতিল একাধিকবার মহারাষ্ট্র থেকে লোকসভার সাংসদ নির্বাচিত হয়েছেন । তাঁর আত্মজীবনীর শিরোনাম "দেহ বেচবা করনী" যার অর্থ- ভালো কাজের জন্য জীবন উৎসর্গ করা । 1964 সালে আহমেদনগরের লোনি গ্রামে প্রভারা রুরাল এডুকেশন সোসাইটি তৈরি হয়েছিল । লক্ষ্য ছিল, গ্রামের মানুষদের মধ্যে শিক্ষার আলো পৌঁছে দেওয়া, মেয়েদের স্বনির্ভর করে তোলা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.