ETV Bharat / bharat

বার সাহিব গুরদ্বারে মোদি, উদ্বোধন করবেন কারতারপুর করিডরের

আজ কারতারপুর করিডরের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । ইতিমধ্যেই তিনি সুলতানপুর লোধির বার সাহিব গুরুদ্বারে পৌঁছে গেছেন । সেখানে মাথা ঠেকিয়ে প্রার্থনাও করেন মোদি ।

নরেন্দ্র মোদি
author img

By

Published : Nov 9, 2019, 10:41 AM IST

গুরুদাসপুর (পঞ্জাব), 9 নভেম্বর : গুরু নানক দেবের 550তম জন্মবার্ষিকীর তিন দিন আগে আজ কারতারপুর করিডরের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । ইতিমধ্যেই তিনি সুলতানপুর লোধির বার সাহিব গুরুদ্বারে পৌঁছে গেছেন । সেখানে মাথা ঠেকিয়ে প্রার্থনাও করেন মোদি । অন্যদিকে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে সীমান্তের ওপারে পাকিস্তান কারতারপুর করিডরের উদ্বোধন করবেন ।

উদ্বোধনের পর পাকিস্তানের গুরুদ্বার দরবার সাহিবে 550 জনের তীর্থযাত্রীর প্রথম দল যাবে । এই দলে থাকবেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং, অভিনেতা-রাজনীতিবিদ সানি দেওল এবং কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরী ও হরসিমরত কউর বাদল । তীর্থযাত্রীদের এই দলে থাকছেন কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধুও । অনেক বিতর্কের পর বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের তরফে তাঁকে করতরপুর করিডরের উদ্বোধনে যাওয়ার অনুমতি দেওয়া হয় ।

প্রধানমন্ত্রী একটি প্যাসেঞ্জার টার্মিনাল বিল্ডিংয়ের উদ্বোধন করবেন । এখান থেকে ছাড়পত্র পাওয়ার পরই কারতারপুর করিডরে প্রবেশ করতে পারবেন তীর্থযাত্রীরা । 4.5 কিমি দীর্ঘ এই করিডরটির পঞ্জাবের গুরুদাসপুরের ডেরা বাবা নানক মন্দিরের সঙ্গে করতরপুরের দরবার সাহিবকে যুক্ত করে । কারতারপুর আন্তর্জাতিক সীমান্ত থেকে চার কিমি দূরত্বে পাকিস্তান অধিকৃত পঞ্জাবের নরওয়াল জেলায় অবস্থিত । এখানেই গুরু নানক দেব তাঁর জীবনের 18 বছর অতিবাহিত করেছেন বলে বিশ্বাস ভক্তদের ।

গুরুদাসপুর (পঞ্জাব), 9 নভেম্বর : গুরু নানক দেবের 550তম জন্মবার্ষিকীর তিন দিন আগে আজ কারতারপুর করিডরের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । ইতিমধ্যেই তিনি সুলতানপুর লোধির বার সাহিব গুরুদ্বারে পৌঁছে গেছেন । সেখানে মাথা ঠেকিয়ে প্রার্থনাও করেন মোদি । অন্যদিকে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে সীমান্তের ওপারে পাকিস্তান কারতারপুর করিডরের উদ্বোধন করবেন ।

উদ্বোধনের পর পাকিস্তানের গুরুদ্বার দরবার সাহিবে 550 জনের তীর্থযাত্রীর প্রথম দল যাবে । এই দলে থাকবেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং, অভিনেতা-রাজনীতিবিদ সানি দেওল এবং কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরী ও হরসিমরত কউর বাদল । তীর্থযাত্রীদের এই দলে থাকছেন কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধুও । অনেক বিতর্কের পর বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের তরফে তাঁকে করতরপুর করিডরের উদ্বোধনে যাওয়ার অনুমতি দেওয়া হয় ।

প্রধানমন্ত্রী একটি প্যাসেঞ্জার টার্মিনাল বিল্ডিংয়ের উদ্বোধন করবেন । এখান থেকে ছাড়পত্র পাওয়ার পরই কারতারপুর করিডরে প্রবেশ করতে পারবেন তীর্থযাত্রীরা । 4.5 কিমি দীর্ঘ এই করিডরটির পঞ্জাবের গুরুদাসপুরের ডেরা বাবা নানক মন্দিরের সঙ্গে করতরপুরের দরবার সাহিবকে যুক্ত করে । কারতারপুর আন্তর্জাতিক সীমান্ত থেকে চার কিমি দূরত্বে পাকিস্তান অধিকৃত পঞ্জাবের নরওয়াল জেলায় অবস্থিত । এখানেই গুরু নানক দেব তাঁর জীবনের 18 বছর অতিবাহিত করেছেন বলে বিশ্বাস ভক্তদের ।

Mumbai, Nov 08 (ANI): After a big day in Maharashtra politics, posters of Shiv Sena chief Uddhav Thackeray's son Aditya Thackeray were put up outside the residence of Matoshree (residence of Thackeray's) in Mumbai. Devendra Fadnavis on November 08 resigned from the post of chief minister after which he accused the Shiv Sena of derailing alliance talks to form the next government in Maharashtra. The Shiv Sena chief also responded to Fadnavis by terming the BJP leader's claims as "lies".
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.