ETV Bharat / bharat

ইনস্টাগ্রামে 3 কোটি ফলোয়ার, বিশ্ব নেতাদের মধ্যে শীর্ষে মোদি

আজ BJP-র কার্যকরী সভাপতি জে পি নাড্ডা টুইট করে একথা জানান ৷ তিনি লেখেন, 'এটি নরেন্দ্র মোদির জনপ্রিয়তা ও যুব সমাজের সঙ্গে সংযোগ স্থাপনের আরও একটি উদাহরণ ৷' ইনস্টা্গ্রামে এগিয়ে থাকলেও টুইটারে ওবামা ও ট্রাম্পের থেকে ফলোয়ার সংখ্যার নিরিখে পিছিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

ইনস্টাগ্রামে 3 কোটি ফলোয়ার, বিশ্ব নেতাদের মধ্যে শীর্ষে মোদি
author img

By

Published : Oct 13, 2019, 9:26 PM IST

দিল্লি, 13 অক্টোবর : টুইটারে তাঁর ফলোয়ার সংখ্যা 5 কোটি ৷ আর ইনস্টাগ্রামে 3 কোটি মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফলো করেন ৷ এই সংখ্যা বিশ্ব নেতাদের মধ্যে সর্বাধিক ৷ ছাপিয়ে গেলেন ডোনাল্ড ট্রাম্প, বারাক ওবামাদের মতো রাষ্ট্রনেতাকে ৷ টুইট করে একথা জানান BJP-র কার্যকরী সভাপতি জে পি নাড্ডা ৷

নরেন্দ্র মোদির পর দ্বিতীয় স্থানে রয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক হুসেন ওবামা ৷ ইনস্টাগ্রামে তাঁকে অনুসরণ করেন প্রায় আড়াই কোটি মানুষ ৷ তৃতীয় স্থানে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প ৷ প্রায় দেড় কোটি মানুষ তাঁকে ইনস্টাগ্রামে ফলো করেন ৷

আজ BJP-র কার্যকরী সভাপতি জে পি নাড্ডা টুইট করে একথা জানান ৷ তিনি লেখেন, 'এটি নরেন্দ্র মোদির জনপ্রিয়তা ও যুব সমাজের সঙ্গে সংযোগ স্থাপনের আরও একটি উদাহরণ ৷'

ইনস্টাগ্রামে এগিয়ে থাকলেও টুইটারে কিন্তু বাজিমাত করেছেন ওবামা ও ট্রাম্প ৷ ফলোয়ার-সংখ্যার নিরিখে তাঁদের পরে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী৷ মোদিকে টুইটারে 5 কোটি মানুষ অনুসরণ করেন ৷ অপরদিকে বারাক ওবামার ফলোয়ার সংখ্যা প্রায় 11 কোটি ও ডোনাল্ড ট্রাম্পের ফলোয়ার-সংখ্যা প্রায় 6.5 কোটি ৷

দিল্লি, 13 অক্টোবর : টুইটারে তাঁর ফলোয়ার সংখ্যা 5 কোটি ৷ আর ইনস্টাগ্রামে 3 কোটি মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফলো করেন ৷ এই সংখ্যা বিশ্ব নেতাদের মধ্যে সর্বাধিক ৷ ছাপিয়ে গেলেন ডোনাল্ড ট্রাম্প, বারাক ওবামাদের মতো রাষ্ট্রনেতাকে ৷ টুইট করে একথা জানান BJP-র কার্যকরী সভাপতি জে পি নাড্ডা ৷

নরেন্দ্র মোদির পর দ্বিতীয় স্থানে রয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক হুসেন ওবামা ৷ ইনস্টাগ্রামে তাঁকে অনুসরণ করেন প্রায় আড়াই কোটি মানুষ ৷ তৃতীয় স্থানে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প ৷ প্রায় দেড় কোটি মানুষ তাঁকে ইনস্টাগ্রামে ফলো করেন ৷

আজ BJP-র কার্যকরী সভাপতি জে পি নাড্ডা টুইট করে একথা জানান ৷ তিনি লেখেন, 'এটি নরেন্দ্র মোদির জনপ্রিয়তা ও যুব সমাজের সঙ্গে সংযোগ স্থাপনের আরও একটি উদাহরণ ৷'

ইনস্টাগ্রামে এগিয়ে থাকলেও টুইটারে কিন্তু বাজিমাত করেছেন ওবামা ও ট্রাম্প ৷ ফলোয়ার-সংখ্যার নিরিখে তাঁদের পরে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী৷ মোদিকে টুইটারে 5 কোটি মানুষ অনুসরণ করেন ৷ অপরদিকে বারাক ওবামার ফলোয়ার সংখ্যা প্রায় 11 কোটি ও ডোনাল্ড ট্রাম্পের ফলোয়ার-সংখ্যা প্রায় 6.5 কোটি ৷

Jalgaon (Maharashtra), Oct 13 (ANI): Prime Minister Narendra Modi on October 13 addressed a public rally in Maharashtra's Jalgaon. While addressing the gathering, he urged women to take part in assembly elections more than men. He also challenged men and women both that who will take part in voting more. The assembly elections in Maharashtra and Haryana will take place on October 21, while counting of votes will take place on October 24.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.