ETV Bharat / bharat

UAE-র সর্বোচ্চ নাগরিক সম্মান পেলেন মোদি - আবুধাবি থেকে বাহরিনে যাবেন প্রধানমন্ত্রী ৷

ত্রিদেশীয় সফরে ফ্রান্স হয়ে গতকাল আবুধাবিতে পৌঁছান মোদি ৷ সফরকালে আবুধাবির প্রিন্স শেখ মহম্মদ বিন জ়ায়েদ আল নাহিয়ানের সঙ্গে উভয় দেশের দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করেন তিনি ৷ সেখানেই সংযুক্ত আরব আমিরশাহী (UAE) সরকারের সর্বোচ্চ নাগরিক সম্মান "অর্ডার অফ জ়ায়েদ"-এ সম্মানিত হলেন প্রধানমন্ত্রী ৷

"অর্ডার অফ জ়ায়েদ"-এ সম্মানিত হলেন প্রধানমন্ত্রী
author img

By

Published : Aug 24, 2019, 11:25 AM IST

Updated : Aug 24, 2019, 4:12 PM IST

দুবাই, 24 অগাস্ট : সংযুক্ত আরব আমিরশাহী (UAE) সরকারের সর্বোচ্চ নাগরিক সম্মান "অর্ডার অফ জ়ায়েদ"-এ সম্মানিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ গতকাল সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছেছেন তিনি ৷ আজ সেখানে শীর্ষ নেতৃত্বের সঙ্গে দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করেন ৷

ত্রিদেশীয় সফরে ফ্রান্স হয়ে গতকাল আবুধাবিতে পৌঁছান মোদি ৷ সফরকালে আবুধাবির প্রিন্স শেখ মহম্মদ বিন জ়ায়েদ আল নাহিয়ানের সঙ্গে উভয় দেশের দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করেন তিনি ।

আবুধাবি থেকে বাহরিনে যাবেন প্রধানমন্ত্রী ৷ সেখানে রাজা শেখ হামাদ বিন ইসা আল খলিফার সঙ্গে আলোচনায় বসবেন৷ পরে শ্রীনাথজির মন্দির পুনর্নির্মাণের আনুষ্ঠানিক সূচনাতেও অংশ নেবেন ৷ রবিবার G7 সামিটে যোগ দেবেন মোদি ৷ উল্লেখ্য, প্রথমবার বাহরিনে যাচ্ছেন প্রধানমন্ত্রী ৷ এই সফরে তিনি প্রবাসী ভারতীয়দের সঙ্গেও সাক্ষাৎ করবেন ৷

দুবাই, 24 অগাস্ট : সংযুক্ত আরব আমিরশাহী (UAE) সরকারের সর্বোচ্চ নাগরিক সম্মান "অর্ডার অফ জ়ায়েদ"-এ সম্মানিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ গতকাল সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছেছেন তিনি ৷ আজ সেখানে শীর্ষ নেতৃত্বের সঙ্গে দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করেন ৷

ত্রিদেশীয় সফরে ফ্রান্স হয়ে গতকাল আবুধাবিতে পৌঁছান মোদি ৷ সফরকালে আবুধাবির প্রিন্স শেখ মহম্মদ বিন জ়ায়েদ আল নাহিয়ানের সঙ্গে উভয় দেশের দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করেন তিনি ।

আবুধাবি থেকে বাহরিনে যাবেন প্রধানমন্ত্রী ৷ সেখানে রাজা শেখ হামাদ বিন ইসা আল খলিফার সঙ্গে আলোচনায় বসবেন৷ পরে শ্রীনাথজির মন্দির পুনর্নির্মাণের আনুষ্ঠানিক সূচনাতেও অংশ নেবেন ৷ রবিবার G7 সামিটে যোগ দেবেন মোদি ৷ উল্লেখ্য, প্রথমবার বাহরিনে যাচ্ছেন প্রধানমন্ত্রী ৷ এই সফরে তিনি প্রবাসী ভারতীয়দের সঙ্গেও সাক্ষাৎ করবেন ৷

Chateau de Chantilly (France), Aug 23 (ANI): Prime Minister Narendra Modi is on his first leg of the three-nation tour to France, United Arab Emirates (UAE) and Bahrain. PM Modi reached in France on August 22 and met French President Emmanuel Macron. While addressing the joint statement along with PM Modi, French President Emmanuel Macron said, "If we talk about civil nuclear, there will be discussion on Jaitapur (Nuclear Power Project) by the end of this year, so that we can take Jaitapur project forward."
Last Updated : Aug 24, 2019, 4:12 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.