দিল্লি, 14 জুন : ফের দাম বাড়ল পেট্রল ও ডিজ়েলের । পেট্রলের দাম লিটার প্রতি 62 পয়সা ও ডিজ়েলের দাম লিটার প্রতি বাড়ল 64 পয়সা । আগামীদিনে দাম আরও বাড়ার আশঙ্কা করেছে বিশেষজ্ঞরা ।
1 জুন থেকে দেশে শিথিল হয়েছে লকডাউন । এরপর 6 জুন থেকে প্রতিদিনই পেট্রল-ডিজ়েলের দাম বেড়েছে । গতকালই পেট্রলের দাম প্রতি লিটারে 59 পয়সা বেড়েছিল ৷ ডিজ়েলের দাম বেড়েছিল প্রতি লিটারে 58 পয়সা ৷ তার 24 ঘণ্টা পার হতে না হতেই ফের 62 পয়সা ও 64 পয়সা বাড়ল পেট্রল- ডিজ়েলের দাম ।
আজ দিল্লিতে পেট্রলের দাম বেড়ে দাঁড়িয়েছে 75.78 টাকা প্রতি লিটার । ডিজ়েলের দাম 74.03 টাকা প্রতি লিটার । মুম্বইয়ে পেট্রলের দাম 82.70 টাকা প্রতি লিটার ও ডিজ়েল 72.64 টাকা প্রতি লিটার । আজ কলকাতায় পেট্রলের দাম বেড়ে দাঁড়িয়েছে 77.64 টাকা । ডিজ়েল 69.80 টাকা । চেন্নাইয়ে পেট্রল 79.53 টাকা ও ডিজ়েল 72.18 টাকা প্রতি লিটার । দাম বেড়েছে নয়ডা, বেঙ্গালুরু, গুরুগ্রামেও ।
জ্বালানি তেলের দাম বাড়লেও অপরিশোধিত তেলের দাম পড়েছে । শুক্রবার দাম পড়েছে 0.26 শতাংশ । আন্তর্জাতিক বাজারে চাহিদা কম থাকায় অপরিশোধিত তেলের দাম পড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ।