ETV Bharat / bharat

অধিকারের পাশাপাশি দায়িত্বের কথাও মাথায় রাখা উচিত : নরেন্দ্র মোদি - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

CAA-র বিরুদ্ধে বিক্ষোভের নামে সরকারি সম্পত্তি নষ্ট করার তীব্র নিন্দা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । বললেন, বিক্ষোভকারীরা ভবিষ্যত প্রজন্মের সম্পত্তি নষ্ট করছে। তাদের ভাবা উচিত তারা ঠিক করছেন না ভুল করছেন ।

modi
ছবি
author img

By

Published : Dec 25, 2019, 8:27 PM IST

Updated : Dec 25, 2019, 10:42 PM IST

লখনউ, 25 ডিসেম্বর : NRC ও CAA-র বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভের নামে সরকারি সম্পত্তি নষ্ট করার তীব্র নিন্দা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তিনি বলেন, "বিক্ষোভকারীদের মূল্যায়ন করা উচিত তারা যেটা করছে সেটা ঠিক, না ভুল ।"

অটলবিহারী বাজপেয়ির 95 তম জন্মবার্ষিকীতে আজ লখনউর অটলবিহারী বাজপেয়ি মেডিকেল ইউনিভার্সিটিতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন নরেন্দ্র মোদি । সেখানে তিনি বলেন, "আমি উত্তরপ্রদেশের মানুষজনকে বলতে চাই, তাঁরা একবার বাড়িতে বসে নিজেদের জিজ্ঞাসা করুন, যা তাঁরা করেছেন সেটা ঠিক না ভুল । তাঁরা জনগণের সম্পত্তি নষ্ট করছেন, বাস জ্বালাচ্ছেন । একটু ভাবলে বুঝতে পারবেন আসলে বিক্ষোভকারীরা ভবিষ্যত প্রজন্মের সম্পত্তিই নষ্ট করছে ।"

প্রধানমন্ত্রী বলেন, "বিক্ষোভকারীদের মাথায় রাখা উচিত একটি সুরক্ষিত পরিবেশে বাঁচা আমাদের অধিকার । পাশাপাশি এটা আমাদের কর্তব্য যে, দেশের আইন-শৃঙ্খলাকে শ্রদ্ধা করা । আমি উত্তরপ্রদেশের প্রতিটি মানুষকে বলতে চাই, স্বাধীনতার পরে আমরা শুধু আমাদের অধিকারের প্রতি জোর দিয়েছিলাম । কিন্তু এখন আমাদের কর্তব্যগুলির উপর জোর দেওয়ারও সময় এসেছে । "

দিল্লি, পশ্চিমবঙ্গের পাশাপাশি CAA-র বিরোধিতায় সরব উত্তরপ্রদেশও । এখনও পর্যন্ত সেখানে 11 জনের মৃত্যু হয়েছে । একাধিক জায়গায় বিক্ষোভে সরব হয়েছে কলেজ, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা । এ প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে রামজন্মভূমি ও 370 ধারার প্রসঙ্গ তোলেন নরেন্দ্র মোদি । তিনি বলেন, "শান্তিপূর্ণভাবে রামজন্মভূমির সমস্যা মিটিয়ে দেওয়া হয়েছে । 370 ধারাও দেশের একটি পুরোনো অসুখ, এটা সমাধান করা আমাদের দায়িত্ব ছিল ।"

জামিয়া মিলিয়া থেকে আলিগড়, যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ একাধিক জায়গায় CAA-র বিরুদ্ধে সরব হয়েছে ছাত্র-ছাত্রীরা । এপ্রসঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানগুলির প্রতি মোদির বার্তা, সবসময় নাগরিকদের অধিকার ও দায়িত্বর কথা মাথায় রাখা উচিত । সঠিক শিক্ষাগ্রহণ সবার অধিকার, কিন্তু শিক্ষকদের শ্রদ্ধা করাও কর্তব্যর মধ্যে পড়ে । পাশাপাশি দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে রক্ষা করাও নাগরিকদের কর্তব্য ।

লখনউ, 25 ডিসেম্বর : NRC ও CAA-র বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভের নামে সরকারি সম্পত্তি নষ্ট করার তীব্র নিন্দা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তিনি বলেন, "বিক্ষোভকারীদের মূল্যায়ন করা উচিত তারা যেটা করছে সেটা ঠিক, না ভুল ।"

অটলবিহারী বাজপেয়ির 95 তম জন্মবার্ষিকীতে আজ লখনউর অটলবিহারী বাজপেয়ি মেডিকেল ইউনিভার্সিটিতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন নরেন্দ্র মোদি । সেখানে তিনি বলেন, "আমি উত্তরপ্রদেশের মানুষজনকে বলতে চাই, তাঁরা একবার বাড়িতে বসে নিজেদের জিজ্ঞাসা করুন, যা তাঁরা করেছেন সেটা ঠিক না ভুল । তাঁরা জনগণের সম্পত্তি নষ্ট করছেন, বাস জ্বালাচ্ছেন । একটু ভাবলে বুঝতে পারবেন আসলে বিক্ষোভকারীরা ভবিষ্যত প্রজন্মের সম্পত্তিই নষ্ট করছে ।"

প্রধানমন্ত্রী বলেন, "বিক্ষোভকারীদের মাথায় রাখা উচিত একটি সুরক্ষিত পরিবেশে বাঁচা আমাদের অধিকার । পাশাপাশি এটা আমাদের কর্তব্য যে, দেশের আইন-শৃঙ্খলাকে শ্রদ্ধা করা । আমি উত্তরপ্রদেশের প্রতিটি মানুষকে বলতে চাই, স্বাধীনতার পরে আমরা শুধু আমাদের অধিকারের প্রতি জোর দিয়েছিলাম । কিন্তু এখন আমাদের কর্তব্যগুলির উপর জোর দেওয়ারও সময় এসেছে । "

দিল্লি, পশ্চিমবঙ্গের পাশাপাশি CAA-র বিরোধিতায় সরব উত্তরপ্রদেশও । এখনও পর্যন্ত সেখানে 11 জনের মৃত্যু হয়েছে । একাধিক জায়গায় বিক্ষোভে সরব হয়েছে কলেজ, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা । এ প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে রামজন্মভূমি ও 370 ধারার প্রসঙ্গ তোলেন নরেন্দ্র মোদি । তিনি বলেন, "শান্তিপূর্ণভাবে রামজন্মভূমির সমস্যা মিটিয়ে দেওয়া হয়েছে । 370 ধারাও দেশের একটি পুরোনো অসুখ, এটা সমাধান করা আমাদের দায়িত্ব ছিল ।"

জামিয়া মিলিয়া থেকে আলিগড়, যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ একাধিক জায়গায় CAA-র বিরুদ্ধে সরব হয়েছে ছাত্র-ছাত্রীরা । এপ্রসঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানগুলির প্রতি মোদির বার্তা, সবসময় নাগরিকদের অধিকার ও দায়িত্বর কথা মাথায় রাখা উচিত । সঠিক শিক্ষাগ্রহণ সবার অধিকার, কিন্তু শিক্ষকদের শ্রদ্ধা করাও কর্তব্যর মধ্যে পড়ে । পাশাপাশি দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে রক্ষা করাও নাগরিকদের কর্তব্য ।

Bengaluru, Dec 25 (ANI): Maharashtra Cabinet Minister Nitin Raut has requested Chief Minister Uddhav Thackeray to address the grievance of women sugarcane labourers in Beed and Osmanabad opting for uterus removal surgery to avoid loss of wage during the time of menstruation. He said, "Thousands of women sugarcane labourers from Beed and Osmanabad have undergone uterus removal surgery. It's saddening as they did so to avoid few days' wage loss. I've requested CM to address their grievances. Govt will certainly find solution to it."
Last Updated : Dec 25, 2019, 10:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.