ETV Bharat / bharat

দিল্লি-ডিব্রুগড় রাজধানীতে বোমাতঙ্ক - ডিব্রুগড়

ডিব্রুগড়গামী 12424 রাজধানী এক্সপ্রেসে বোমাতঙ্ক ৷ পাঁচটি বোমা আছে বলে দাবি করছে এক যাত্রী ৷ ঘটনার জেরে দাদরিতে থামানো হল ট্রেন ৷

Rajdhani Express
ছবি
author img

By

Published : Feb 28, 2020, 8:06 PM IST

দিল্লি, 28 ফেব্রুয়ারি : দিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেসে বোমাতঙ্ক ৷ রেলের আধিকারিক সূত্রে জানানো হয়েছে, ট্রেনে পাঁচটি বোমা রাখা আছে বলে দাবি করে এক যাত্রী ৷ বোমাতঙ্কের জেরে দাদরি স্টেশন থামানো হয় রাজধানীকে ৷ পরে জানা যায়, সেটি ভুয়ো তথ্য ৷

সঞ্জীব কুমার গুরজার নামের ওই যাত্রী টুইট করে জানান, দিল্লি থেকে কানপুর সেন্ট্রালগামী 12424 রাজধানী এক্সপ্রেসে পাঁচটি বোমা রাখা আছে ৷ এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আবেদনও জানান তিনি ৷ টুইটটি রেলমন্ত্রক পীযূষ গোয়েল, দিল্লি পুলিশ, ও IRCTC-কে ট্যাগও করেন তিনি ৷ এই টুইট নজরে আসার পরেই দ্রুত ব্যবস্থা নেয় প্রশাসন ৷

আগ্রায় রেল পুলিশের সুপারিনটেন্ডেন্ট দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেন ৷ দাদরি GRP থানার পুলিশকে ট্রেন থামিয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দিতে বলেন তিনি ৷ RPF ও GRP -কে যৌথভাবে পুরো ট্রেনটিকে পরীক্ষা করে দেখতে বলা হয়েছে ৷ পরে যদিও জানা যায়, তথ্যটি ভুয়ো ছিল ৷

দিল্লি, 28 ফেব্রুয়ারি : দিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেসে বোমাতঙ্ক ৷ রেলের আধিকারিক সূত্রে জানানো হয়েছে, ট্রেনে পাঁচটি বোমা রাখা আছে বলে দাবি করে এক যাত্রী ৷ বোমাতঙ্কের জেরে দাদরি স্টেশন থামানো হয় রাজধানীকে ৷ পরে জানা যায়, সেটি ভুয়ো তথ্য ৷

সঞ্জীব কুমার গুরজার নামের ওই যাত্রী টুইট করে জানান, দিল্লি থেকে কানপুর সেন্ট্রালগামী 12424 রাজধানী এক্সপ্রেসে পাঁচটি বোমা রাখা আছে ৷ এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আবেদনও জানান তিনি ৷ টুইটটি রেলমন্ত্রক পীযূষ গোয়েল, দিল্লি পুলিশ, ও IRCTC-কে ট্যাগও করেন তিনি ৷ এই টুইট নজরে আসার পরেই দ্রুত ব্যবস্থা নেয় প্রশাসন ৷

আগ্রায় রেল পুলিশের সুপারিনটেন্ডেন্ট দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেন ৷ দাদরি GRP থানার পুলিশকে ট্রেন থামিয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দিতে বলেন তিনি ৷ RPF ও GRP -কে যৌথভাবে পুরো ট্রেনটিকে পরীক্ষা করে দেখতে বলা হয়েছে ৷ পরে যদিও জানা যায়, তথ্যটি ভুয়ো ছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.