ETV Bharat / bharat

"পাকিস্তানের DNA-তেই সন্ত্রাসবাদ" ; UNESCO-র মঞ্চে কড়া জবাব ভারতের - indo pak updated news

ধুঁকতে থাকা অর্থনীতি, গোঁড়ামিতে ঘেরা সমাজ আর গভীরে ঢুকে যাওয়া সন্ত্রাসবাদের DNA ৷ এটাই পাকিস্তান ৷ পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফ ওসামা বিন লাদেন ও হক্কানিকে পাকিস্তানের নায়ক হিসেবে ব্যাখ্যা করেন ৷ দেশভাগের সময়ে পাকিস্তানে সংখ্যালঘু মানুষের হার ছিল 23 শতাংশ ৷ সেখান থেকে কমতে কমতে এখন মাত্র 3 শতাংশে এসে দাঁড়িয়েছে ৷ এভাবেই UNECSO মঞ্চ থেকে ইসলামাবাদকে কড়া বার্তা দিলেন ভারতের প্রতিনিধি দলের প্রধান অনন্যা আগরওয়াল ৷

পাকিস্তান 'সন্ত্রাসবাদের DNA' ; UNESCO মঞ্চে বার্তা দিল্লির
author img

By

Published : Nov 15, 2019, 10:30 AM IST

Updated : Nov 15, 2019, 12:55 PM IST

প্যারিস, 15 নভেম্বর : পাকিস্তানের DNA-র মধ্যেই রয়েছে সন্ত্রাসবাদ ৷ প্যারিসে UNESCO-র সাধারণ সম্মেলন থেকে ইসলামাবাদকে আক্রমণ করে কড়া বার্তা দিল ভারত ৷ আন্তর্জাতিক মঞ্চ থেকে কাশ্মীর প্রসঙ্গে ভুল বার্তা পাঠানোর জন্য গতকাল প্রতিবেশী পাকিস্তানকে এভাবেই পালটা জবাব দিল দিল্লি ৷ পাশাপাশি ইসলামাবাদের ধুঁকতে থাকা আর্থিক পরিস্থিতি নিয়েও কটাক্ষ করা হয় ৷

UNESCO-র সাধারণ সম্মেলনে ভারতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন অনন্যা আগরওয়াল ৷ তিনি বলেন, "পাকিস্তানের এই আচরণের জন্যই তাদের দেশীয় পরিকাঠামো নষ্ট হয়ে যাচ্ছে ৷ এর কারণ, ধুঁকতে থাকা অর্থনীতি, গোঁড়ামিতে ঘেরা সমাজ আর গভীরে ঢুকে যাওয়া সন্ত্রাসবাদের DNA ৷ " পাশাপাশি ভারত সম্পর্কে UNESCO-তে ভুল বার্তা দেওয়ার প্রসঙ্গেও প্রতিবেশী দেশকে আক্রমণ করেন অনন্যা আগরওয়াল ৷

তিনি আরও জানান, 2018 সালের বিশ্বের সবথেকে পিছিয়ে পড়া দেশগুলির তালিকায় পাকিস্তান ছিল 14 নম্বরে ৷ প্রসঙ্গত, সেপ্টেম্বরে পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান রাষ্ট্রসংঘের মঞ্চ থেকে ভারতকে হুমকি দিয়েছিলেন ৷ কথা তুলছিলেন পারমানবিক অস্ত্র ব্যবহারেরও ৷ অনন্যা আগরওয়াল গতকালের মঞ্চ থেকে পাকিস্তানের প্রধানমন্ত্রীকেও নিশানা করেন ৷ বলেন, "পাকিস্তান অন্ধকার আর চরমপন্থার তলানিতে ডুবে থাকা একটি দেশ ৷ এটি সন্ত্রাসবাদের আঁতুড়ঘর ৷ পাকিস্তান অন্য দেশের উপর পারমাণবিক অস্ত্র নিয়ে হানারও হুমকি দেয় রাষ্ট্রসংঘের মঞ্চ থেকে ৷"

"পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফ সম্প্রতি ওসামা বিন লাদেন ও হক্কানিকে পাকিস্তানের নায়ক হিসেবে ব্যাখ্যা করেন ৷ " এভাবেই ইসলামাবাদের নিন্দায় সরব হন ভারতীয় প্রতিনিধি দলের প্রধান অনন্যা আগরওয়াল ৷ পাশাপাশি প্রতিবেশী দেশের সংখ্যালঘু মানুষের সংখ্যা কমতে থাকার বিষয়টিও তুলে ধরেন তিনি ৷ পূর্বে 1947 সালে দেশভাগের সময়ে পাকিস্তানে সংখ্যালঘু মানুষের হার ছিল 23 শতাংশ ৷ সেখান থেকে কমতে কমতে এখন মাত্র 3 শতাংশে এসে দাঁড়িয়েছে ৷

UNESCO-র মঞ্চ থেকে অনন্যা আগরওয়াল সমস্ত সদস্য দেশগুলিকে ইসলামাবাদ থেকে প্রচারিত এই ধরণের ভুল ভিত্তিহীন বার্তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আবেদন জানান ৷

প্যারিস, 15 নভেম্বর : পাকিস্তানের DNA-র মধ্যেই রয়েছে সন্ত্রাসবাদ ৷ প্যারিসে UNESCO-র সাধারণ সম্মেলন থেকে ইসলামাবাদকে আক্রমণ করে কড়া বার্তা দিল ভারত ৷ আন্তর্জাতিক মঞ্চ থেকে কাশ্মীর প্রসঙ্গে ভুল বার্তা পাঠানোর জন্য গতকাল প্রতিবেশী পাকিস্তানকে এভাবেই পালটা জবাব দিল দিল্লি ৷ পাশাপাশি ইসলামাবাদের ধুঁকতে থাকা আর্থিক পরিস্থিতি নিয়েও কটাক্ষ করা হয় ৷

UNESCO-র সাধারণ সম্মেলনে ভারতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন অনন্যা আগরওয়াল ৷ তিনি বলেন, "পাকিস্তানের এই আচরণের জন্যই তাদের দেশীয় পরিকাঠামো নষ্ট হয়ে যাচ্ছে ৷ এর কারণ, ধুঁকতে থাকা অর্থনীতি, গোঁড়ামিতে ঘেরা সমাজ আর গভীরে ঢুকে যাওয়া সন্ত্রাসবাদের DNA ৷ " পাশাপাশি ভারত সম্পর্কে UNESCO-তে ভুল বার্তা দেওয়ার প্রসঙ্গেও প্রতিবেশী দেশকে আক্রমণ করেন অনন্যা আগরওয়াল ৷

তিনি আরও জানান, 2018 সালের বিশ্বের সবথেকে পিছিয়ে পড়া দেশগুলির তালিকায় পাকিস্তান ছিল 14 নম্বরে ৷ প্রসঙ্গত, সেপ্টেম্বরে পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান রাষ্ট্রসংঘের মঞ্চ থেকে ভারতকে হুমকি দিয়েছিলেন ৷ কথা তুলছিলেন পারমানবিক অস্ত্র ব্যবহারেরও ৷ অনন্যা আগরওয়াল গতকালের মঞ্চ থেকে পাকিস্তানের প্রধানমন্ত্রীকেও নিশানা করেন ৷ বলেন, "পাকিস্তান অন্ধকার আর চরমপন্থার তলানিতে ডুবে থাকা একটি দেশ ৷ এটি সন্ত্রাসবাদের আঁতুড়ঘর ৷ পাকিস্তান অন্য দেশের উপর পারমাণবিক অস্ত্র নিয়ে হানারও হুমকি দেয় রাষ্ট্রসংঘের মঞ্চ থেকে ৷"

"পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফ সম্প্রতি ওসামা বিন লাদেন ও হক্কানিকে পাকিস্তানের নায়ক হিসেবে ব্যাখ্যা করেন ৷ " এভাবেই ইসলামাবাদের নিন্দায় সরব হন ভারতীয় প্রতিনিধি দলের প্রধান অনন্যা আগরওয়াল ৷ পাশাপাশি প্রতিবেশী দেশের সংখ্যালঘু মানুষের সংখ্যা কমতে থাকার বিষয়টিও তুলে ধরেন তিনি ৷ পূর্বে 1947 সালে দেশভাগের সময়ে পাকিস্তানে সংখ্যালঘু মানুষের হার ছিল 23 শতাংশ ৷ সেখান থেকে কমতে কমতে এখন মাত্র 3 শতাংশে এসে দাঁড়িয়েছে ৷

UNESCO-র মঞ্চ থেকে অনন্যা আগরওয়াল সমস্ত সদস্য দেশগুলিকে ইসলামাবাদ থেকে প্রচারিত এই ধরণের ভুল ভিত্তিহীন বার্তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আবেদন জানান ৷

New Delhi, Nov 15 (ANI): In a recent study it has been found that statins that is an effective medication for treating patients with heart disease is consumed by only six per cent. The study was discussed in the meeting, '2019 American Heart Association Scientific Sessions.'

Last Updated : Nov 15, 2019, 12:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.