ETV Bharat / bharat

রাষ্ট্রপতিকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান সরকার ৷

author img

By

Published : Sep 7, 2019, 8:45 PM IST

Updated : Sep 7, 2019, 9:09 PM IST

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

দিল্লি, 7 সেপ্টেম্বর : রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বিমানকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিল না ইমরান খান সরকার ৷ ফলে, আগামী সপ্তাহে রাষ্ট্রপতিকে ঘুরপথে ত্রিদেশীয় সফরে যেতে হবে ৷

পুলওয়ামায় জঙ্গি হামলার পর পাকিস্তানে জইশ-ই-মহম্মদের ঘাঁটিতে অভিযান চালায় ভারতীয় বায়ুসেনা ৷ এরপরই উত্তপ্ত হয়ে ওঠে দু'দেশের সম্পর্ক ৷ ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয় পাকিস্তান ৷ 16 জুলাই অবশ্য ফের ভারতীয় বিমানগুলিকে নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়েছিল ইসলামাবাদ ৷

এই সংক্রান্ত আরও খবর : জম্মু ও কাশ্মীর থেকে প্রত্যাহার 370 ধারা

কিন্তু, 5 অগাস্ট জম্মু ও কাশ্মীর থেকে 370 ও 35-এ ধারা প্রত্যাহারের পর দু'দেশের মধ্যে সম্পর্ক তলানিতে নামে । ফের ভারতীয় বিমানের জন্য আংশিকভাবে নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয় পাকিস্তান ৷ দু'দেশের তিক্ততার মধ্যেই রাষ্ট্রপতির বিমানের জন্য সেদেশের আকাশসীমা ব্যবহারের অনুমতি চেয়েছিল দিল্লি ৷ কিন্তু, তাও খারিজ করে দিয়েছে পাকিস্তান ৷

এই সংক্রান্ত আরও খবর : আন্তর্জাতিক সমর্থন ছাড়াই কাশ্মীর ইশুতে যে কোনও পর্যায়ে যেতে পারি: ইমরান

পাকিস্তানের সরকারি সংবাদমাধ্যমকে বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি জানান, কাশ্মীরের সাম্প্রতিক পরিস্থিতির কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ তাতে ছাড়পত্র দিয়েছেন ইমরান খানও ৷ ফলে 17 সেপ্টেম্বর আইসল্যান্ড, সুইজ়ারল্যান্ড ও স্লোভেনিয়া সফরের জন্য রাষ্ট্রপতির বিমানকে ঘুরপথে যেতে হবে ৷ সেজন্য প্রায় 50 মিনিট বেশি সময় লাগবে ৷ এপ্রসঙ্গে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার বলেন, "পাকিস্তান সরকারের সিদ্ধান্তে আমরা হতাশ ৷ যে কোনও স্বাভাবিক দেশ VVIP উড়ানের ছাড়পত্র দেয় ৷ "

এই সংক্রান্ত আরও খবর : শ্রীনগর ভুলে মুজ়ফ্ফরাবাদ রক্ষায় নজর দিক পাকিস্তান, ইমরানের সমালোচনায় বিলাওয়াল

এর আগে চলতি বছরের জুনে অবশ্য সৌজন্যতার খাতিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিমানকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়েছিল ইসলামাবাদ ৷ যদিও পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করেনি মোদির বিমান ৷ ঘুরপথে প্রায় দ্বিগুণ রাস্তা অতিক্রম করে সাংহাই কো-অপারেশনের শীর্ষ বৈঠকে যোগ দিতে বিশকেকে গিয়েছিলেন প্রধানমন্ত্রী ৷

এই সংক্রান্ত আরও খবর : আরও কোণঠাসা পাকিস্তান, 370 ইশুতে এবার ভারতের পাশে বাংলাদেশও !

দিল্লি, 7 সেপ্টেম্বর : রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বিমানকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিল না ইমরান খান সরকার ৷ ফলে, আগামী সপ্তাহে রাষ্ট্রপতিকে ঘুরপথে ত্রিদেশীয় সফরে যেতে হবে ৷

পুলওয়ামায় জঙ্গি হামলার পর পাকিস্তানে জইশ-ই-মহম্মদের ঘাঁটিতে অভিযান চালায় ভারতীয় বায়ুসেনা ৷ এরপরই উত্তপ্ত হয়ে ওঠে দু'দেশের সম্পর্ক ৷ ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয় পাকিস্তান ৷ 16 জুলাই অবশ্য ফের ভারতীয় বিমানগুলিকে নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়েছিল ইসলামাবাদ ৷

এই সংক্রান্ত আরও খবর : জম্মু ও কাশ্মীর থেকে প্রত্যাহার 370 ধারা

কিন্তু, 5 অগাস্ট জম্মু ও কাশ্মীর থেকে 370 ও 35-এ ধারা প্রত্যাহারের পর দু'দেশের মধ্যে সম্পর্ক তলানিতে নামে । ফের ভারতীয় বিমানের জন্য আংশিকভাবে নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয় পাকিস্তান ৷ দু'দেশের তিক্ততার মধ্যেই রাষ্ট্রপতির বিমানের জন্য সেদেশের আকাশসীমা ব্যবহারের অনুমতি চেয়েছিল দিল্লি ৷ কিন্তু, তাও খারিজ করে দিয়েছে পাকিস্তান ৷

এই সংক্রান্ত আরও খবর : আন্তর্জাতিক সমর্থন ছাড়াই কাশ্মীর ইশুতে যে কোনও পর্যায়ে যেতে পারি: ইমরান

পাকিস্তানের সরকারি সংবাদমাধ্যমকে বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি জানান, কাশ্মীরের সাম্প্রতিক পরিস্থিতির কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ তাতে ছাড়পত্র দিয়েছেন ইমরান খানও ৷ ফলে 17 সেপ্টেম্বর আইসল্যান্ড, সুইজ়ারল্যান্ড ও স্লোভেনিয়া সফরের জন্য রাষ্ট্রপতির বিমানকে ঘুরপথে যেতে হবে ৷ সেজন্য প্রায় 50 মিনিট বেশি সময় লাগবে ৷ এপ্রসঙ্গে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার বলেন, "পাকিস্তান সরকারের সিদ্ধান্তে আমরা হতাশ ৷ যে কোনও স্বাভাবিক দেশ VVIP উড়ানের ছাড়পত্র দেয় ৷ "

এই সংক্রান্ত আরও খবর : শ্রীনগর ভুলে মুজ়ফ্ফরাবাদ রক্ষায় নজর দিক পাকিস্তান, ইমরানের সমালোচনায় বিলাওয়াল

এর আগে চলতি বছরের জুনে অবশ্য সৌজন্যতার খাতিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিমানকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়েছিল ইসলামাবাদ ৷ যদিও পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করেনি মোদির বিমান ৷ ঘুরপথে প্রায় দ্বিগুণ রাস্তা অতিক্রম করে সাংহাই কো-অপারেশনের শীর্ষ বৈঠকে যোগ দিতে বিশকেকে গিয়েছিলেন প্রধানমন্ত্রী ৷

এই সংক্রান্ত আরও খবর : আরও কোণঠাসা পাকিস্তান, 370 ইশুতে এবার ভারতের পাশে বাংলাদেশও !

AP Video Delivery Log - 1100 GMT News
Saturday, 7 September, 2019
Here is a roundup of Associated Press video content which has been sent to customers in the last hour. These items are available to access now on Media Port and Video Hub. Please note, customers will receive stories only if subscribed to the relevant product.
AP-APTN-1052: Belgium Prince Andrew AP Clients Only 4228742
Prince Andrew in Belgium for Bruges anniversary
AP-APTN-1041: Iran Nuclear 2 No use by BBC Persian, VOA Persian, Manoto TV, Iran International 4228743
Iran: little time left to save nuclear deal
AP-APTN-1027: Bahamas Aftermath No use by BBC, ITN (Including Channel 4 And 5), Al Jazeera, Bloomberg 4228741
Grand Bahama residents survey Dorian destruction
AP-APTN-1025: France US Iran AP Clients Only 4228740
US Def Sec comments on Iran move during Paris trip
AP-APTN-1008: Russia Ukraine Prisoner Swap 2 No access Russia; No use by Eurovision 4228739
Buses leave Moscow jail as prisoner swap underway
AP-APTN-1007: Ukraine Russia Prisoner Swap AP Clients Only 4228734
Plane said to carry Russian prisoners leaves Kiev
AP-APTN-0923: Madagascar Pope AP Clients Only; No resale 4228733
Pope denounces Madagascar resource exploitation
AP-APTN-0904: Singapore Mugabe AP Clients Only 4228731
Mugabe's relatives visit Singapore funeral home
To opt-in to receive AP’s video updates (content alerts, outlooks, etc) via email, please register via http://discover.ap.org/Signup-for-APvideoalert
If you have a video coverage enquiry, please contact the Customer Desk (available 24/7) – customerdesk@ap.org
Last Updated : Sep 7, 2019, 9:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.