ETV Bharat / bharat

কানপুরে পুলিশকর্মীর মৃত্যুতে যোগীর 'ঠোক দেঙ্গে' নীতিকে আক্রমণ ওয়াইসির

কানপুরে পুলিশকর্মীর মৃত্যুতে যোগী সরকারকে আক্রমণ করলেন AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়াইসি । তিনি বলেন, কানপুরে যা হয়েছে, তার জন্য সম্পূর্ণভাবে দায়ী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । তিনিই 'ঠোক দেঙ্গে' নীতির নাম করে হত্যা শুরু করেছিলেন ।

owaisi
owaisi
author img

By

Published : Jul 5, 2020, 6:23 PM IST

হায়দরাবাদ, 5জুলাই : কানপুরে দুষ্কৃতীর গুলিতে পুলিশের মৃত্যুর ঘটনার কড়া সমালোচনা করলেন AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়াইসি । যোগী সরকারকে আক্রমণ করে ওয়াইসি বলেন, বন্দুকের শাসনে দেশ চলে না । দেশ চলে আইন-সংবিধান মেনে । যোগী আদিত্যনাথের 'ঠোক দেঙ্গে' নীতিকেই কার্যত দায়ী করেন ওয়াইসি ।

3জুলাই বিকাশ দুবে নামে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করতে গিয়ে এনকাউন্টারে মৃত্যু হয় আট পুলিশকর্মীর । বিকাশের বাড়ির কাছে পৌঁছাতেই অন্যান্য দুষ্কৃতীরা পুলিশকর্মীদের উদ্দেশে গুলি চালাতে থাকে । সেই গুলিতেই মৃত্যু হয় ওই আট পুলিশকর্মীর ।

সেই এনকাউন্টার প্রসঙ্গে কথা বলতে গিয়ে সরাসরি যোগী সরকারের কড়া ভাষায় সমালোচনা করেন ওয়াইসি । তিনি বলেন, কানপুরে যা হয়েছে, তার জন্য সম্পূর্ণভাবে দায়ী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । তিনিই 'ঠোক দেঙ্গে' নীতির নাম করে হত্যা শুরু করেছিলেন । এনকাউন্টারের নামে মানুষ খুন ।

যোগীর 'ঠোক দেঙ্গে' নীতি পরিবর্তনের এটাই গুরুত্বপূর্ণ সময় । দেশে বন্দুকের শাসন চলতে পারে না । সংবিধান এবং আইন মেনেই দেশ চালাতে হবে বলে যোগীকে আক্রমণ করেন ওয়াইসি । তিনি বলেন, "একটা অপরাধী যার বিরুদ্ধে ইতিমধ্যেই 60টা মামলা রুজু করা হয়েছে । কিন্তু তার জামিনও খারিজ হয়নি । এই 'ঠোক দেঙ্গে' নীতির জন্যই আজ পুলিশকর্মীদের মৃত্যু হয়েছে । উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এই বিষয়টিও নিশ্চিত করুক, বিকাশ দুবেকে যেন গ্রেপ্তার করা হয় । এবং এনকাউন্টারের নামে তাকে যেন খুন করা হয় ।"

যদি রাজ্য সরকার বিকাশ দুবেকে গ্রেপ্তার না করে মেরে ফেলে । তবে পুলিশকর্মীদের যে ব্যক্তিরা খুন করেছে তাদের সঙ্গে সরকারের কোনও পার্থক্য থাকবে না বলেও কটাক্ষ করেন ওয়াইসি ।

দিল্লি বিধানসভা নির্বাচনের আগে বিতর্কিত মন্তব্যের জন্য সমালোচনার মুখে পড়েছিলেন যোগী । নির্বাচন প্রচারে গিয়ে শাহিনবাগে আন্দোলনকারীদের উদ্দেশে বলেছিলেন, আমরা সন্ত্রাসবাদীদের গুলি খাওয়াই । বিরায়ানি না । শাহিনবাগে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে আন্দোলরত মানুষের জন্য বিরিয়ানি পাঠিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী । সন্দেহ নেই সেইবার যোগীর নিশানায় ছিল কেজরিই । বারবারই তাঁর বিতর্কিত মন্তব্যের জন্য সমালোচনা হয়েছে । আজ ওয়াইসিও যোগীর 'ঠোক দেঙ্গে' নীতির সমালোচনা করলেন ।

হায়দরাবাদ, 5জুলাই : কানপুরে দুষ্কৃতীর গুলিতে পুলিশের মৃত্যুর ঘটনার কড়া সমালোচনা করলেন AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়াইসি । যোগী সরকারকে আক্রমণ করে ওয়াইসি বলেন, বন্দুকের শাসনে দেশ চলে না । দেশ চলে আইন-সংবিধান মেনে । যোগী আদিত্যনাথের 'ঠোক দেঙ্গে' নীতিকেই কার্যত দায়ী করেন ওয়াইসি ।

3জুলাই বিকাশ দুবে নামে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করতে গিয়ে এনকাউন্টারে মৃত্যু হয় আট পুলিশকর্মীর । বিকাশের বাড়ির কাছে পৌঁছাতেই অন্যান্য দুষ্কৃতীরা পুলিশকর্মীদের উদ্দেশে গুলি চালাতে থাকে । সেই গুলিতেই মৃত্যু হয় ওই আট পুলিশকর্মীর ।

সেই এনকাউন্টার প্রসঙ্গে কথা বলতে গিয়ে সরাসরি যোগী সরকারের কড়া ভাষায় সমালোচনা করেন ওয়াইসি । তিনি বলেন, কানপুরে যা হয়েছে, তার জন্য সম্পূর্ণভাবে দায়ী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । তিনিই 'ঠোক দেঙ্গে' নীতির নাম করে হত্যা শুরু করেছিলেন । এনকাউন্টারের নামে মানুষ খুন ।

যোগীর 'ঠোক দেঙ্গে' নীতি পরিবর্তনের এটাই গুরুত্বপূর্ণ সময় । দেশে বন্দুকের শাসন চলতে পারে না । সংবিধান এবং আইন মেনেই দেশ চালাতে হবে বলে যোগীকে আক্রমণ করেন ওয়াইসি । তিনি বলেন, "একটা অপরাধী যার বিরুদ্ধে ইতিমধ্যেই 60টা মামলা রুজু করা হয়েছে । কিন্তু তার জামিনও খারিজ হয়নি । এই 'ঠোক দেঙ্গে' নীতির জন্যই আজ পুলিশকর্মীদের মৃত্যু হয়েছে । উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এই বিষয়টিও নিশ্চিত করুক, বিকাশ দুবেকে যেন গ্রেপ্তার করা হয় । এবং এনকাউন্টারের নামে তাকে যেন খুন করা হয় ।"

যদি রাজ্য সরকার বিকাশ দুবেকে গ্রেপ্তার না করে মেরে ফেলে । তবে পুলিশকর্মীদের যে ব্যক্তিরা খুন করেছে তাদের সঙ্গে সরকারের কোনও পার্থক্য থাকবে না বলেও কটাক্ষ করেন ওয়াইসি ।

দিল্লি বিধানসভা নির্বাচনের আগে বিতর্কিত মন্তব্যের জন্য সমালোচনার মুখে পড়েছিলেন যোগী । নির্বাচন প্রচারে গিয়ে শাহিনবাগে আন্দোলনকারীদের উদ্দেশে বলেছিলেন, আমরা সন্ত্রাসবাদীদের গুলি খাওয়াই । বিরায়ানি না । শাহিনবাগে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে আন্দোলরত মানুষের জন্য বিরিয়ানি পাঠিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী । সন্দেহ নেই সেইবার যোগীর নিশানায় ছিল কেজরিই । বারবারই তাঁর বিতর্কিত মন্তব্যের জন্য সমালোচনা হয়েছে । আজ ওয়াইসিও যোগীর 'ঠোক দেঙ্গে' নীতির সমালোচনা করলেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.