ETV Bharat / bharat

ভারি বৃষ্টির জেরে জলমগ্ন মুম্বই, জারি লাল সতর্কতা - মুম্বইয়ের বৃষ্টির খবর

মুম্বইয়ে টানা ভারি বৃষ্টিপাতের জেরে আজ জলমগ্ন একাধিক এলাকা । বৃহন্মুম্বই পৌরনিগমের তরফে সতর্কতা জারি করা হয়েছে । নাগরিকদের সমুদ্র সৈকতে না যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে ।

mumbai
mumbai
author img

By

Published : Aug 4, 2020, 3:37 PM IST

মুম্বই, 4 অগাস্ট : মুম্বইয়ে টানা ভারি বৃষ্টিপাতের জেরে আজ জলমগ্ন একাধিক এলাকা । আবহাওয়া দপ্তরের তরফে আজ এবং আগামীকালের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে । দুপুর 12টা 47 মিনিটে বাড়তে পারে জলোচ্ছাস । ভারি বৃষ্টির জেরে অন্তত 4.51 মিটার উঁচু ঢেউ হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর ।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বৃহন্মুম্বই পৌরনিগমের তরফে সতর্কতা জারি করা হয়েছে । এবং নাগরিকদের সমুদ্র সৈকতে না যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে । তুলনামূলক নিচু স্থানগুলিতে না যাওয়ার আবেদনও করা হয়েছে ।

বৃহন্মুম্বই পৌরনিগমের তথ্য অনুযায়ী, গতকাল সকাল আটটা থেকে রাত তিনটে পর্যন্ত মুম্বই শহরে 140.5 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে । পূর্ব এবং পশ্চিমের শহরতলিতে যথাক্রমে 84.77 মিলিমিটার ও 79.27 মিলিমিটার বৃষ্টি হয়েছে ।

mumbai
জলমগ্ন মুম্বইয়ের একাধিক এলাকা

নিরাপত্তা সংস্থা, বিপর্যয় মোকাবিলা দপ্তর এবং বৃহন্মুম্বই ইলেকট্রিক সাপলাই এবং ট্রান্সপোর্টকেও (BEST) সতর্ক করেছে পৌরনিগম । পরিস্থিতি মোকাবিলার জন্য প্রয়োজনীয় নির্দেশও দেওয়া হয়েছে । দমকল, পাম্পিং স্টেশনকে সতর্ক করা হয়েছে । সাময়িকভাবে 299টি পাম্পিং স্টেশন ইন্সটল করা হয়েছে । বৃহন্মুম্বই এলাকার স্কুলগুলিকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে । শিক্ষা দপ্তরের আধিকারিকদের জানানো হয়েছে, জরুরিকালীন সময়ের জন্য স্কুলগুলিকে প্রস্তুত রাখতে হবে । কোনওক্ষেত্রে মানুষের যদি আশ্রয় প্রয়োজন হয়, সেক্ষেত্রে আশ্রয়ের ব্যবস্থা করা যাবে ।

mumbai
বন্ধ হয়েছে যান চলাচল

আজ এবং আগামীকাল মুম্বইয়ের একাধিক এলাকায়, থানে এবং রাইগড় জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । রত্নাগিরি জেলায় আজ প্রচণ্ড ভারি বৃষ্টি হতে পারে । পালধর জেলায় আগামীকাল ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মৌসম ভবন ।

মুম্বই, 4 অগাস্ট : মুম্বইয়ে টানা ভারি বৃষ্টিপাতের জেরে আজ জলমগ্ন একাধিক এলাকা । আবহাওয়া দপ্তরের তরফে আজ এবং আগামীকালের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে । দুপুর 12টা 47 মিনিটে বাড়তে পারে জলোচ্ছাস । ভারি বৃষ্টির জেরে অন্তত 4.51 মিটার উঁচু ঢেউ হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর ।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বৃহন্মুম্বই পৌরনিগমের তরফে সতর্কতা জারি করা হয়েছে । এবং নাগরিকদের সমুদ্র সৈকতে না যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে । তুলনামূলক নিচু স্থানগুলিতে না যাওয়ার আবেদনও করা হয়েছে ।

বৃহন্মুম্বই পৌরনিগমের তথ্য অনুযায়ী, গতকাল সকাল আটটা থেকে রাত তিনটে পর্যন্ত মুম্বই শহরে 140.5 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে । পূর্ব এবং পশ্চিমের শহরতলিতে যথাক্রমে 84.77 মিলিমিটার ও 79.27 মিলিমিটার বৃষ্টি হয়েছে ।

mumbai
জলমগ্ন মুম্বইয়ের একাধিক এলাকা

নিরাপত্তা সংস্থা, বিপর্যয় মোকাবিলা দপ্তর এবং বৃহন্মুম্বই ইলেকট্রিক সাপলাই এবং ট্রান্সপোর্টকেও (BEST) সতর্ক করেছে পৌরনিগম । পরিস্থিতি মোকাবিলার জন্য প্রয়োজনীয় নির্দেশও দেওয়া হয়েছে । দমকল, পাম্পিং স্টেশনকে সতর্ক করা হয়েছে । সাময়িকভাবে 299টি পাম্পিং স্টেশন ইন্সটল করা হয়েছে । বৃহন্মুম্বই এলাকার স্কুলগুলিকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে । শিক্ষা দপ্তরের আধিকারিকদের জানানো হয়েছে, জরুরিকালীন সময়ের জন্য স্কুলগুলিকে প্রস্তুত রাখতে হবে । কোনওক্ষেত্রে মানুষের যদি আশ্রয় প্রয়োজন হয়, সেক্ষেত্রে আশ্রয়ের ব্যবস্থা করা যাবে ।

mumbai
বন্ধ হয়েছে যান চলাচল

আজ এবং আগামীকাল মুম্বইয়ের একাধিক এলাকায়, থানে এবং রাইগড় জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । রত্নাগিরি জেলায় আজ প্রচণ্ড ভারি বৃষ্টি হতে পারে । পালধর জেলায় আগামীকাল ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মৌসম ভবন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.