ETV Bharat / bharat

লকডাউন আপডেট : ছাড় মিলতেই দিল্লির কালিন্দী কুঞ্জে বিশাল ট্র্যাফিক - corona

ছবি
ছবি
author img

By

Published : May 20, 2020, 9:30 AM IST

Updated : May 20, 2020, 2:50 PM IST

14:37 May 20

দিল্লি, 19 মে : লকডাউনের আজ 57 তম দিন । দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও। দেশজুড়ে কেমন আজকের ছবি ? দেখে নেওয়া যাক...

  • পঞ্জাবের লুধিয়ানায় খুলল বেশ কিছু দোকান । শুধুমাত্র মিলবে হোম ডেলিভারির সুবিধে
  • আগামীকাল থেকে আন্তঃরাজ্য বাস পরিষেবা চালু করতে চলেছে অন্ধ্রপ্রদেশ । 1683 টি বাস চলবে মোট 44 টি রুটে
  • দিল্লিতে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে 11 হাজার 88

13:30 May 20

  • গত 24 ঘণ্টায় অন্ধ্রপ্রদেশে নতুন করে আক্রান্ত 68 জন
  • 145 জনকে নিয়ে ইংল্যান্ড থেকে অন্ধ্রপ্রদেশে ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান
  • সীমান্ত পেরোতে না দেওয়ায় দিল্লি- গুরুগ্রাম সীমান্তে পুলিশকে লক্ষ্য করে ইট স্থানীয়দের
  • হিমাচলপ্রদেশে নতুন করে কোরোনায় আক্রান্ত 6 জন । তাঁরা প্রত্যেকেই মহারাষ্ট্র থেকে ফিরেছেন
  • কর্নাটকে গত 24 ঘণ্টায় নতুন করে কোরোনায় আক্রান্ত 63 জন
  • দু'মাস পর খুলল চণ্ডীগড়ের গল্ফ ক্লাব

10:09 May 20

  • দিল্লি- উত্তরপ্রদেশ সীমান্তের কালিন্দী কুঞ্জ এলাকায় সকাল থেকেই ট্র্যাফিক জ্যাম
  • গত 24 ঘণ্টায় বিহারে নতুন করে 54 জনের শরীরে মিলল কোরোনার সংক্রমণ । বর্তমানে এখানে মোট আক্রান্তের সংখ্যা 1573 ।
  • দিল্লিতে শুরু অটো পরিষেবা । শুধুমাত্র 1 জন করে যাত্রী নিয়ে চালানো যাবে অটোগুলি ।

08:41 May 20

  • কেরালার কয়েকটি জায়গায় চালু হল বাস পরিষেবা
  • তামিলনাড়ু থেকে উত্তরপ্রদেশ ও বিহারের উদ্দেশে আজ রওনা দেবে শ্রমিক স্পেশাল ট্রেন । সুন্দারাপুরামে ট্রেন ধরতে ভিড় পরিযায়ী শ্রমিকরদের
  • পঞ্জাবের কয়েকটি এলাকায় চালু হল বাস পরিষেবা । 50 শতাংশ যাত্রী নিয়ে বাস চালানো যাবে বলে জানিয়েছে প্রশাসন
  • সিমলায় খুলল ইন্ডিয়ান কফি হাউজ়ের শাখা
  • শ্রমিক স্পেশাল ট্রেনে প্রসব যুবতির । যাচ্ছিলেন বিহার থেকে সুরাতে
  • ঝাড়খণ্ডে খুলল মদের দোকান
  • পুলিশকর্মীদের ধন্যবাদ জানিয়ে মুম্বইয়ের রাস্তায় ছবি আঁকলেন এক শিল্পী

14:37 May 20

দিল্লি, 19 মে : লকডাউনের আজ 57 তম দিন । দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও। দেশজুড়ে কেমন আজকের ছবি ? দেখে নেওয়া যাক...

  • পঞ্জাবের লুধিয়ানায় খুলল বেশ কিছু দোকান । শুধুমাত্র মিলবে হোম ডেলিভারির সুবিধে
  • আগামীকাল থেকে আন্তঃরাজ্য বাস পরিষেবা চালু করতে চলেছে অন্ধ্রপ্রদেশ । 1683 টি বাস চলবে মোট 44 টি রুটে
  • দিল্লিতে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে 11 হাজার 88

13:30 May 20

  • গত 24 ঘণ্টায় অন্ধ্রপ্রদেশে নতুন করে আক্রান্ত 68 জন
  • 145 জনকে নিয়ে ইংল্যান্ড থেকে অন্ধ্রপ্রদেশে ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান
  • সীমান্ত পেরোতে না দেওয়ায় দিল্লি- গুরুগ্রাম সীমান্তে পুলিশকে লক্ষ্য করে ইট স্থানীয়দের
  • হিমাচলপ্রদেশে নতুন করে কোরোনায় আক্রান্ত 6 জন । তাঁরা প্রত্যেকেই মহারাষ্ট্র থেকে ফিরেছেন
  • কর্নাটকে গত 24 ঘণ্টায় নতুন করে কোরোনায় আক্রান্ত 63 জন
  • দু'মাস পর খুলল চণ্ডীগড়ের গল্ফ ক্লাব

10:09 May 20

  • দিল্লি- উত্তরপ্রদেশ সীমান্তের কালিন্দী কুঞ্জ এলাকায় সকাল থেকেই ট্র্যাফিক জ্যাম
  • গত 24 ঘণ্টায় বিহারে নতুন করে 54 জনের শরীরে মিলল কোরোনার সংক্রমণ । বর্তমানে এখানে মোট আক্রান্তের সংখ্যা 1573 ।
  • দিল্লিতে শুরু অটো পরিষেবা । শুধুমাত্র 1 জন করে যাত্রী নিয়ে চালানো যাবে অটোগুলি ।

08:41 May 20

  • কেরালার কয়েকটি জায়গায় চালু হল বাস পরিষেবা
  • তামিলনাড়ু থেকে উত্তরপ্রদেশ ও বিহারের উদ্দেশে আজ রওনা দেবে শ্রমিক স্পেশাল ট্রেন । সুন্দারাপুরামে ট্রেন ধরতে ভিড় পরিযায়ী শ্রমিকরদের
  • পঞ্জাবের কয়েকটি এলাকায় চালু হল বাস পরিষেবা । 50 শতাংশ যাত্রী নিয়ে বাস চালানো যাবে বলে জানিয়েছে প্রশাসন
  • সিমলায় খুলল ইন্ডিয়ান কফি হাউজ়ের শাখা
  • শ্রমিক স্পেশাল ট্রেনে প্রসব যুবতির । যাচ্ছিলেন বিহার থেকে সুরাতে
  • ঝাড়খণ্ডে খুলল মদের দোকান
  • পুলিশকর্মীদের ধন্যবাদ জানিয়ে মুম্বইয়ের রাস্তায় ছবি আঁকলেন এক শিল্পী
Last Updated : May 20, 2020, 2:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.