ETV Bharat / bharat

লকডাউন দেশ: কোরোনা আক্রান্ত 6 ED আধিকারিক, সিল হল সদর দপ্তর

author img

By

Published : Jun 6, 2020, 9:25 AM IST

Updated : Jun 6, 2020, 1:18 PM IST

লকডাউন দেশ
লকডাউন দেশ

13:16 June 06

লকডাউনের আজ 72 তম দিন ৷ একইসঙ্গে শুরু হয়েছে লকডাউন তোলার প্রক্রিয়াও ৷ পাশাপাশি দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । দেশজুড়ে কেমন আজকের ছবি? দেখে নেওয়া যাক...

  • এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-র ছয় আধিকারিকের শরীরে মিলল কোরোনা ভাইরাসের হদিস ৷ এই খবর ছড়ানোর পরই দু'দিনের জন্য বন্ধ করা হল ED-র হেডকোয়ার্টার ৷ তাঁদের সংস্পর্শে আসায় 10জনেরও বেশি আধিকারিকদের কোয়ারানটিনে পাঠানো হয়েছে ৷

13:16 June 06

  • রোগীর মৃত্যুতে কাঠগড়ায় দিল্লির গুরু তেগ বাহাদুর হাসপাতাল । রবি আগরওয়াল নামে এক ব্যক্তি গতকাল ওই হাসপাতালে মারা যান । তিনি COVID-19 আক্রান্ত ছিলেন । মৃতের পরিবারের অভিযোগ, হাসপাতালের গাফিলতির কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে ।

13:15 June 06

  • ফের নতুন রেকর্ড । একদিনে কোরোনা আক্রান্ত হলেন 9,887 । মৃত্যু হয়েছে 294 জনের । আক্রান্তের নিরিখে ইতালিকে টপকে ষষ্ঠ স্থানে ভারত ।

08:44 June 06

  • কোরোনার থাবা এবারে দিল্লি মেট্রোতে ৷ দিল্লি মেট্রোর 20 জন কর্মী কোরোনায় আক্রান্ত বলে জানা গিয়েছে ৷ তাঁদের প্রত্যেককেই হাসপাতালে ভরতি করা হয়েছে ৷
  • 8 জুন থেকে খুলে যাবে হোটেল, রেস্তরাঁগুলি ৷ তার আগে তামিলনাড়ুর রেস্তরাঁগুলিতে থার্মাল স্ক্রিনিং, আসন সংখ্যা কমানো ও ডিসপোজেবল থালায় খাবার দেওয়ার মতো ব্যবস্থা রাখা হবে ৷
  • 8 জুন থেকে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকবে উত্তরপ্রদেশের শপিং মলগুলি ৷

13:16 June 06

লকডাউনের আজ 72 তম দিন ৷ একইসঙ্গে শুরু হয়েছে লকডাউন তোলার প্রক্রিয়াও ৷ পাশাপাশি দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । দেশজুড়ে কেমন আজকের ছবি? দেখে নেওয়া যাক...

  • এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-র ছয় আধিকারিকের শরীরে মিলল কোরোনা ভাইরাসের হদিস ৷ এই খবর ছড়ানোর পরই দু'দিনের জন্য বন্ধ করা হল ED-র হেডকোয়ার্টার ৷ তাঁদের সংস্পর্শে আসায় 10জনেরও বেশি আধিকারিকদের কোয়ারানটিনে পাঠানো হয়েছে ৷

13:16 June 06

  • রোগীর মৃত্যুতে কাঠগড়ায় দিল্লির গুরু তেগ বাহাদুর হাসপাতাল । রবি আগরওয়াল নামে এক ব্যক্তি গতকাল ওই হাসপাতালে মারা যান । তিনি COVID-19 আক্রান্ত ছিলেন । মৃতের পরিবারের অভিযোগ, হাসপাতালের গাফিলতির কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে ।

13:15 June 06

  • ফের নতুন রেকর্ড । একদিনে কোরোনা আক্রান্ত হলেন 9,887 । মৃত্যু হয়েছে 294 জনের । আক্রান্তের নিরিখে ইতালিকে টপকে ষষ্ঠ স্থানে ভারত ।

08:44 June 06

  • কোরোনার থাবা এবারে দিল্লি মেট্রোতে ৷ দিল্লি মেট্রোর 20 জন কর্মী কোরোনায় আক্রান্ত বলে জানা গিয়েছে ৷ তাঁদের প্রত্যেককেই হাসপাতালে ভরতি করা হয়েছে ৷
  • 8 জুন থেকে খুলে যাবে হোটেল, রেস্তরাঁগুলি ৷ তার আগে তামিলনাড়ুর রেস্তরাঁগুলিতে থার্মাল স্ক্রিনিং, আসন সংখ্যা কমানো ও ডিসপোজেবল থালায় খাবার দেওয়ার মতো ব্যবস্থা রাখা হবে ৷
  • 8 জুন থেকে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকবে উত্তরপ্রদেশের শপিং মলগুলি ৷
Last Updated : Jun 6, 2020, 1:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.