ETV Bharat / bharat

"আইন প্রত্যাহার হলেই ঘরে ফিরব", অনড় আন্দোলনকারী কৃষকরা

15 জানুয়ারি আবার আন্দোলনকারী কৃষকদের সঙ্গে আলোচনায় বসবে কেন্দ্র।

Our Ghar Wapsi Only If You Do Law Wapsi: Farmers At 8th Round Of Talks
'আইন ফেরালে তবেই ঘরে ফিরব', অনড় আন্দোলনকারী কৃষকরা
author img

By

Published : Jan 8, 2021, 6:50 PM IST

দিল্লি, 8 জানুয়ারি : নতুন কৃষি আইন নিয়ে কেন্দ্র ও আন্দোলনকারী কৃষকদের মধ্যে জটিলতা অব্যাহত রইল। শুক্রবার দুই পক্ষের মধ্যে বৈঠক হয়। সেখানে আন্দোলনকারী কৃষকরা নতুন কৃষি আইন বাতিলের দাবিতে অনড় থাকার কথা জানিয়ে দিয়েছেন। তাঁদের বক্তব্য, যদি কৃষি আইন ফিরিয়ে নেওয়া হয়, তবেই তাঁরা বাড়ি ফিরবেন।

অন্যদিকে কেন্দ্রীয় সরকারের তরফে আগে ওই আইনে কিছু সংশোধন করার কথা বলা হয়েছিল। এদিনও সেই বিষয়টির উপর সরকারি তরফে জোর দেওয়া হয় বলে খবর। একটি সূত্র থেকে জানা গিয়েছে, বৈঠকে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, নতুন তিনটি কৃষি আইন সারা দেশের জন্য তৈরি করা হয়েছে। শুধুমাত্র পঞ্জাব ও হরিয়ানার জন্য তৈরি করা হয়নি।

এর প্রেক্ষিতে কৃষকরা জানিয়েছেন, তাহলে এই আইন প্রতিটি রাজ্যের বিধানসভায় পাস করানো হোক। আর এই অবস্থাতেই এদিনের আলোচনা শেষ হয়ে যায়। আগামী 15 জানুয়ারি আবার আন্দোলনকারী কৃষকদের সঙ্গে আলোচনায় বসবে কেন্দ্র।

সূত্রের খবর, এদিন আলোচনায় কয়েকজন কৃষক প্ল্যাকার্ড নিয়ে গিয়েছিলেন। তাতে কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ সূচক কথা লেখা ছিল। বৈঠকের পর আন্দোলনকারী কৃষকদের একজন প্রতিনিধি জানান, কেন্দ্রীয় সরকার এই সমস্যার সমাধান করতে ইচ্ছুক নয়।

আরও পড়ুন: নেতাজির ভাইঝির প্রয়াণে শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

এই কৃষি আইন কেন্দ্রীয় সরকার গত সেপ্টেম্বরে সংসদে পাস করায়। তার পর থেকে বিভিন্ন মহলে ক্ষোভ ছড়াচ্ছিল। নভেম্বরের শেষে কৃষক সংগঠনগুলি আন্দোলন শুরু করে। দিল্লি সীমানায় তারা অবস্থান চালিয়ে যাচ্ছে।

দিল্লি, 8 জানুয়ারি : নতুন কৃষি আইন নিয়ে কেন্দ্র ও আন্দোলনকারী কৃষকদের মধ্যে জটিলতা অব্যাহত রইল। শুক্রবার দুই পক্ষের মধ্যে বৈঠক হয়। সেখানে আন্দোলনকারী কৃষকরা নতুন কৃষি আইন বাতিলের দাবিতে অনড় থাকার কথা জানিয়ে দিয়েছেন। তাঁদের বক্তব্য, যদি কৃষি আইন ফিরিয়ে নেওয়া হয়, তবেই তাঁরা বাড়ি ফিরবেন।

অন্যদিকে কেন্দ্রীয় সরকারের তরফে আগে ওই আইনে কিছু সংশোধন করার কথা বলা হয়েছিল। এদিনও সেই বিষয়টির উপর সরকারি তরফে জোর দেওয়া হয় বলে খবর। একটি সূত্র থেকে জানা গিয়েছে, বৈঠকে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, নতুন তিনটি কৃষি আইন সারা দেশের জন্য তৈরি করা হয়েছে। শুধুমাত্র পঞ্জাব ও হরিয়ানার জন্য তৈরি করা হয়নি।

এর প্রেক্ষিতে কৃষকরা জানিয়েছেন, তাহলে এই আইন প্রতিটি রাজ্যের বিধানসভায় পাস করানো হোক। আর এই অবস্থাতেই এদিনের আলোচনা শেষ হয়ে যায়। আগামী 15 জানুয়ারি আবার আন্দোলনকারী কৃষকদের সঙ্গে আলোচনায় বসবে কেন্দ্র।

সূত্রের খবর, এদিন আলোচনায় কয়েকজন কৃষক প্ল্যাকার্ড নিয়ে গিয়েছিলেন। তাতে কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ সূচক কথা লেখা ছিল। বৈঠকের পর আন্দোলনকারী কৃষকদের একজন প্রতিনিধি জানান, কেন্দ্রীয় সরকার এই সমস্যার সমাধান করতে ইচ্ছুক নয়।

আরও পড়ুন: নেতাজির ভাইঝির প্রয়াণে শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

এই কৃষি আইন কেন্দ্রীয় সরকার গত সেপ্টেম্বরে সংসদে পাস করায়। তার পর থেকে বিভিন্ন মহলে ক্ষোভ ছড়াচ্ছিল। নভেম্বরের শেষে কৃষক সংগঠনগুলি আন্দোলন শুরু করে। দিল্লি সীমানায় তারা অবস্থান চালিয়ে যাচ্ছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.