ETV Bharat / bharat

কর্নাটকে ফের লকডাউনের দাবি বিরোধীদের

কোরোনা সংক্রমণ এবং এর জেরে মৃত্যুর ঘটনা শুধু বেঙ্গালুরুতেই নয়, রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলিতেও বৃদ্ধি পাচ্ছে । তাই গোটা রাজ্যেই লকডাউন কার্যকর করার দাবি জানাল কর্নাটকের বিরোধী দলগুলি ।

lock down
lock down
author img

By

Published : Jul 13, 2020, 8:39 PM IST

Updated : Jul 13, 2020, 8:50 PM IST

বেঙ্গালুরু, 13 জুলাই : কোরোনা সংক্রমণ ক্রমে বেড়ে চলায় আগামীকাল থেকে সাতদিন লকডাউন জারি থাকছে বেঙ্গালুরুতে । এই পরিস্থিতিতে গোটা রাজ্যেই লকডাউন কার্যকরের দাবি জানিয়েছে কর্নাটকের বিরোধী দলগুলি । JD(S) নেতা এইচ ডি দেবেগৌড়া এবং রাজ্য কংগ্রেসের কার্যকরী সভাপতি ঈশ্বর খান্দ্রে রাজ্যজুড়ে ফের লকডাউনের দাবি জানিয়েছেন ।

বেঙ্গালুরু শহর ও শহরতলিতে আগামী সাতদিন ফের লকডাউন কার্যকর করা নিয়ে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দেবেগৌড়া বলেন, "আমি মিডিয়ার মাধ্যমে সরকারকে পুরো রাজ্যে লকডাউন বাস্তবায়নের জন্য অনুরোধ করছি ।" তাঁর কথায়, বর্তমান পরিস্থিতিতে বিরোধী দলগুলি অবশ্যই রাজনীতি করবে না এবং জনগণের স্বাস্থ্য সুরক্ষায় নজর দিতে হবে ।

এইচ ডি দেবেগৌড়া বলেন, "যে কোনও রাজনৈতিক দলেরই এই মুহূর্তে দুর্নীতি নিয়ে সরকারকে আক্রমণ করা উচিত নয় । বিধানসভার আসন্ন অধিবেশনে আমরা দুর্নীতি নিয়ে আলোচনা করতে পারি । আমাদের মূল দৃষ্টি এখন জনস্বাস্থ্যের উপরই থাকা উচিত ।"

কর্নাটক সরকার 14 থেকে 22 জুলাই বেঙ্গালুরু শহর ও আশপাশের সংলগ্ন এলাকাগুলিতে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছে শনিবার । আগামীকাল রাত 8টা থেকে 22 জুলাই সকাল 5টা পর্যন্ত কার্যকর থাকবে লকডাউন । কংগ্রেস নেতা খান্দ্রে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পার উদ্দেশে বলেন, কোরোনা সংক্রমণ এবং এর জেরে মৃত্যুর ঘটনা শুধু বেঙ্গালুরুতেই নয় রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলিতেও বৃদ্ধি পাচ্ছে । বিদার, কালাবুর্গি, ইয়াদগির, রায়চুর, কোপ্পাল, বল্লারি জেলাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি ।

বেঙ্গালুরু, 13 জুলাই : কোরোনা সংক্রমণ ক্রমে বেড়ে চলায় আগামীকাল থেকে সাতদিন লকডাউন জারি থাকছে বেঙ্গালুরুতে । এই পরিস্থিতিতে গোটা রাজ্যেই লকডাউন কার্যকরের দাবি জানিয়েছে কর্নাটকের বিরোধী দলগুলি । JD(S) নেতা এইচ ডি দেবেগৌড়া এবং রাজ্য কংগ্রেসের কার্যকরী সভাপতি ঈশ্বর খান্দ্রে রাজ্যজুড়ে ফের লকডাউনের দাবি জানিয়েছেন ।

বেঙ্গালুরু শহর ও শহরতলিতে আগামী সাতদিন ফের লকডাউন কার্যকর করা নিয়ে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দেবেগৌড়া বলেন, "আমি মিডিয়ার মাধ্যমে সরকারকে পুরো রাজ্যে লকডাউন বাস্তবায়নের জন্য অনুরোধ করছি ।" তাঁর কথায়, বর্তমান পরিস্থিতিতে বিরোধী দলগুলি অবশ্যই রাজনীতি করবে না এবং জনগণের স্বাস্থ্য সুরক্ষায় নজর দিতে হবে ।

এইচ ডি দেবেগৌড়া বলেন, "যে কোনও রাজনৈতিক দলেরই এই মুহূর্তে দুর্নীতি নিয়ে সরকারকে আক্রমণ করা উচিত নয় । বিধানসভার আসন্ন অধিবেশনে আমরা দুর্নীতি নিয়ে আলোচনা করতে পারি । আমাদের মূল দৃষ্টি এখন জনস্বাস্থ্যের উপরই থাকা উচিত ।"

কর্নাটক সরকার 14 থেকে 22 জুলাই বেঙ্গালুরু শহর ও আশপাশের সংলগ্ন এলাকাগুলিতে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছে শনিবার । আগামীকাল রাত 8টা থেকে 22 জুলাই সকাল 5টা পর্যন্ত কার্যকর থাকবে লকডাউন । কংগ্রেস নেতা খান্দ্রে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পার উদ্দেশে বলেন, কোরোনা সংক্রমণ এবং এর জেরে মৃত্যুর ঘটনা শুধু বেঙ্গালুরুতেই নয় রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলিতেও বৃদ্ধি পাচ্ছে । বিদার, কালাবুর্গি, ইয়াদগির, রায়চুর, কোপ্পাল, বল্লারি জেলাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি ।

Last Updated : Jul 13, 2020, 8:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.