ETV Bharat / bharat

পশ্চিমবঙ্গের পর রসগোল্লা এবার ওড়িশারও - bengal

GI (জিওগ্র্যাফিকাল ইন্ডিকেটর) ট্যাগ পেল ওড়িশার "রসগোলা"।

পশ্চিমবঙ্গের পর রসগোল্লা এবার ওড়িশারও
author img

By

Published : Jul 30, 2019, 9:20 AM IST

চেন্নাই, 30 জুলাই : রসগোল্লা কার ? দীর্ঘদিনের বিতর্কের পর ওড়িশাকে হারিয়ে দু'বছর আগেই GI (জিওগ্র্যাফিকাল ইন্ডিকেটর) ট্যাগ পেয়েছিল পশ্চিমবঙ্গের রসগোল্লা । দেরিতে হলেও এবার সেই ট্যাগ পেল ওড়িশার "রসগোলা"-ও ।

2015 সালে কেন্দ্রীয় সরকারের কাছে রসগোল্লার পেটেন্ট দাবি করে ওড়িশা সরকার । GI ট্যাগ পেতে গতবছর ওড়িশার হাইকোর্টে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা । শেষ পর্যন্ত গতকাল GI ট্যাগ পেল ওড়িশার রসগোলা ।

GI ডিপার্টমেন্টের তরফে জানানো হয়, ওড়িশার রসগোলা খুব নরম, রসালো । মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যায় । অন্য যেসব জায়গায় রসগোল্লা তৈরি হয় সেগুলি আকারে গোল, সাদা ও স্পঞ্জ । তাই "ওড়িশার রসগোলা"-কে আলাদা করে GI তকমা দেওয়া হল ।

ওড়িশার তরফে যে রসগোল্লার পেটেন্ট চাওয়া হয়েছিল, তার সঙ্গে পশ্চিমবঙ্গের বিস্তর অমিল রয়েছে । ওড়িশা যাকে রসগোল্লা বলে দাবি করে, তার স্থানীয় নাম ক্ষীরমোহন । এটি মূলত সুজি, ক্ষীর ও গুড় দিয়ে তৈরি করা হয় । অন্যদিকে, বাংলার রসগোল্লার মূল উপাদান ছানা ও চিনির রস ।

প্রচলিত আছে, তুলসীদাসী রামায়ণের আগে 15 শতকে ওড়িয়া কবি বলরাম দাসের রচনায় রসগোল্লার উল্লেখ পাওয়া যায় । ওড়িশা সরকার আগেই দাবি করেছিল, জগন্নাথ দেবের মাসির বাড়ি থেকে নিজের বাড়িতে আসার সময় রসগোল্লা বিতরণের প্রথা প্রচলিত আছে । অন্যদিকে পশ্চিমবঙ্গের বক্তব্য ছিল, নবীনচন্দ্র দাসের হাতে জন্ম নেয় সাদা তুলতুলে মিষ্টি রসগোল্লা ।

চেন্নাই, 30 জুলাই : রসগোল্লা কার ? দীর্ঘদিনের বিতর্কের পর ওড়িশাকে হারিয়ে দু'বছর আগেই GI (জিওগ্র্যাফিকাল ইন্ডিকেটর) ট্যাগ পেয়েছিল পশ্চিমবঙ্গের রসগোল্লা । দেরিতে হলেও এবার সেই ট্যাগ পেল ওড়িশার "রসগোলা"-ও ।

2015 সালে কেন্দ্রীয় সরকারের কাছে রসগোল্লার পেটেন্ট দাবি করে ওড়িশা সরকার । GI ট্যাগ পেতে গতবছর ওড়িশার হাইকোর্টে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা । শেষ পর্যন্ত গতকাল GI ট্যাগ পেল ওড়িশার রসগোলা ।

GI ডিপার্টমেন্টের তরফে জানানো হয়, ওড়িশার রসগোলা খুব নরম, রসালো । মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যায় । অন্য যেসব জায়গায় রসগোল্লা তৈরি হয় সেগুলি আকারে গোল, সাদা ও স্পঞ্জ । তাই "ওড়িশার রসগোলা"-কে আলাদা করে GI তকমা দেওয়া হল ।

ওড়িশার তরফে যে রসগোল্লার পেটেন্ট চাওয়া হয়েছিল, তার সঙ্গে পশ্চিমবঙ্গের বিস্তর অমিল রয়েছে । ওড়িশা যাকে রসগোল্লা বলে দাবি করে, তার স্থানীয় নাম ক্ষীরমোহন । এটি মূলত সুজি, ক্ষীর ও গুড় দিয়ে তৈরি করা হয় । অন্যদিকে, বাংলার রসগোল্লার মূল উপাদান ছানা ও চিনির রস ।

প্রচলিত আছে, তুলসীদাসী রামায়ণের আগে 15 শতকে ওড়িয়া কবি বলরাম দাসের রচনায় রসগোল্লার উল্লেখ পাওয়া যায় । ওড়িশা সরকার আগেই দাবি করেছিল, জগন্নাথ দেবের মাসির বাড়ি থেকে নিজের বাড়িতে আসার সময় রসগোল্লা বিতরণের প্রথা প্রচলিত আছে । অন্যদিকে পশ্চিমবঙ্গের বক্তব্য ছিল, নবীনচন্দ্র দাসের হাতে জন্ম নেয় সাদা তুলতুলে মিষ্টি রসগোল্লা ।

Sambalpur (Odisha), Jul 30 (ANI): The water level of Hirakud Dam Reservoir in Odisha's Sambalpur which had declined due to inadequate rainfall, is now gaining momentum after receiving inflow, and the reservoir, which is currently 30-feet below its maximum storage capacity of 630-feet, would build up once it receives proper rainfall, said Sunil Kumar Nayak, Chief Engineer and Basin Manager of Upper Mahanadi Basin.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.