দিল্লি, 22 সেপ্টেম্বর: কৃষি বিল নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে চলেছে বিরোধিরা । এবার কৃষি বিল নিয়ে কেন্দ্রীয় সরকারের দেওয়া বিজ্ঞাপনের সমালোচনা করলেন পি চিদম্বরম । তাঁর মতে, শুধু একটি বাজার নয়, কৃষকদের প্রয়োজন হাজারটা বাজারের ।
সংবাদপত্রে কেন্দ্রীয় সরকারের দেওয়া বিজ্ঞাপনটিতে লেখা রয়েছে, "এক দেশ, এক বাজার কৃষকদের স্বাধীনতা দেবে ।" আর এই বিজ্ঞাপনটি নিয়েই কটাক্ষ করেছেন পি চিদম্বরম । টুইটারে তিনি লেখেন, "সরকার কৃষি বিলগুলির সমর্থনে একটি বিজ্ঞাপন দিয়েছে । সেখানে "এক দেশ, এক বাজার কৃষকদের স্বাধীনতা দেবে" এই লাইনটি লেখা রয়েছে । এদিকে দেশের 85% চাষির খুব বেশি পরিমাণ ফসল উৎপাদন করার ক্ষমতা নেই । অল্প পরিমাণ ফসল বিক্রি করতেই তাঁরা সমর্থ । তাঁরা যদি কয়েক বস্তা ধান, গম বিক্রি করতে চান তবে একটা নয়, দেশজুড়ে হাজারটা বাজারের দরকার । এই বিলের মাধ্যমে কতটা উপকৃত হবেন বড় গ্রাম ও ছোটো শহরের কৃষকরা ? হাজারটা বাজারই কৃষকদের প্রকৃত স্বাধীনতা দেবে ।"
-
Government has released advertisements defending the Farm Bills. One line in the advertisement says that ‘One Nation One Market’ will give freedom to the farmers
— P. Chidambaram (@PChidambaram_IN) September 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Government has released advertisements defending the Farm Bills. One line in the advertisement says that ‘One Nation One Market’ will give freedom to the farmers
— P. Chidambaram (@PChidambaram_IN) September 22, 2020Government has released advertisements defending the Farm Bills. One line in the advertisement says that ‘One Nation One Market’ will give freedom to the farmers
— P. Chidambaram (@PChidambaram_IN) September 22, 2020
এই বিলের সাহায্যে ন্যূনতম সহায়ক মূল্য দেওয়ার বিষয়ে সরকার নিশ্চয়তা প্রদান করবে কি ? সেই বিষয়েও প্রশ্ন তোলেন তিনি । বলেন, “ন্যূনতম সহায়ক মূল্যের (MSP) থেকে উৎপাদিত পণ্যের বাজার মূল্য কম হওয়া উচিত না কোনও ক্ষেত্রেই । আর সরকারের উচিত সেই বিষয়টি নিশ্চিত করা । কেন এই বিলে সেই বিষয় কিছু উল্লেখ নেই?”
-
85 per cent of farmers are small farmers with little surplus to sell. If they have to sell the few bags of paddy or wheat, they need ‘Many Thousand Markets’ all over the country, not One Market
— P. Chidambaram (@PChidambaram_IN) September 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">85 per cent of farmers are small farmers with little surplus to sell. If they have to sell the few bags of paddy or wheat, they need ‘Many Thousand Markets’ all over the country, not One Market
— P. Chidambaram (@PChidambaram_IN) September 22, 202085 per cent of farmers are small farmers with little surplus to sell. If they have to sell the few bags of paddy or wheat, they need ‘Many Thousand Markets’ all over the country, not One Market
— P. Chidambaram (@PChidambaram_IN) September 22, 2020
লোকসভার পর রাজ্যসভাতেও রবিবার বিরোধীদের বিক্ষোভের মাঝে পাশ হয় কৃষি বিল । ধ্বনি ভোটে পাশ হয় বিলটি । বিল পেশ করতেই উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যসভা । বিলের তীব্র বিরোধিতা করে বিরোধীরা । ওয়েলে নেমে বিক্ষোভ দেখায় তারা ।