ETV Bharat / bharat

সাহিত্যে নোবেল পেলেন অ্যামেরিকার কবি লুইস গ্লুক - 2020 সালে সাহিত্যে নোবেল পেলেন অ্যামেরিকার কবি

পুরো নাম লুইস এলিজাবেথ গ্লুক ৷ জন্ম নিউইয়র্ক সিটিতে । বেড়ে ওঠা নিউইয়র্কের লং আইল্যান্ডে ৷ সাহিত্যে অবদানের জন্য আগে পেয়েছেন একাধিক পুরস্কার ।

সাহিত্যে নোবেল পেলেন অ্যামেরিকার মহিলা কবি
সাহিত্যে নোবেল পেলেন অ্যামেরিকার মহিলা কবি
author img

By

Published : Oct 8, 2020, 6:04 PM IST

স্টকহোম, 8 অক্টোবর : এবছর সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন অ্যামেরিকার কবি লুইস গ্লুক ৷ আজ সুইডেনের স্টকহোমের স্থানীয় সময় দুপুর একটায় সাহিত্যে নোবেলের জন্য তাঁর নাম ঘোষণা করা হয় । নোবেল কমিটি তাদের ঘোষণায় জানিয়েছে, গ্লুকের সন্দেহাতীত কাব্যিক কণ্ঠ সৌন্দর্যের পাশাপাশি ব্যক্তি সত্ত্বাকে সর্বজনীন করে তোলে ৷ এর জন্যই তাঁকে এবারের সাহিত্য নোবেল পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়েছে ৷

পুরো নাম লুইস এলিজাবেথ গ্লুক ৷ জন্ম নিউ ইয়র্ক সিটিতে । বেড়ে ওঠা নিউইয়র্কেরই লং আইল্যান্ডে ৷ অ্যামেরিকার 77 বছরের এই মহিলা কবি একজন প্রাবন্ধিকও । ন্যাশনাল হিউম্যানিটিজ় মেডেল, পুলিৎজার পুরস্কার, ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড সহ একাধিক সাহিত্য পুরস্কার জিতেছেন তিনি । অবশেষে নোবেলও এল তাঁর ঝুলিতে ৷ গ্লুককে আত্মজীবনীমূলক কবি হিসেবে বর্ণনা করা হয় ৷ বর্তমানে তিনি ইয়েল ইউনিভার্সিটির অধ্যাপক হিসেবে কর্মরত ৷ 1968 সালে তাঁর প্রথম কবিতা "ফার্স্টবর্ন" প্রকাশিত হয় ৷ 1992 সালে "দা ওয়াইল্ড আইরিস"-এর জন্য পুলিৎজ়ার পুরস্কার পান ৷

প্রসঙ্গত, সুইডিশ অ্যাকাডেমি যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ায় 2018 সালে সাহিত্যে নোবেল পুরস্কার স্থগিত করে দেওয়া হয় ৷ এবার ফের দেওয়া হল সাহিত্যে নোবেল । একসঙ্গে 2018 ও 2019 সালের সাহিত্যে নোবেল পুরস্কার জয়ীর নামও ঘোষণা করা হয় ৷ 2018 সালে পোল্যান্ডের ওলগা তোকারজুক ও 2019 সালে অস্ট্রিয়ার পিটার হ্যান্ডকে নোবেল পান ৷

স্টকহোম, 8 অক্টোবর : এবছর সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন অ্যামেরিকার কবি লুইস গ্লুক ৷ আজ সুইডেনের স্টকহোমের স্থানীয় সময় দুপুর একটায় সাহিত্যে নোবেলের জন্য তাঁর নাম ঘোষণা করা হয় । নোবেল কমিটি তাদের ঘোষণায় জানিয়েছে, গ্লুকের সন্দেহাতীত কাব্যিক কণ্ঠ সৌন্দর্যের পাশাপাশি ব্যক্তি সত্ত্বাকে সর্বজনীন করে তোলে ৷ এর জন্যই তাঁকে এবারের সাহিত্য নোবেল পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়েছে ৷

পুরো নাম লুইস এলিজাবেথ গ্লুক ৷ জন্ম নিউ ইয়র্ক সিটিতে । বেড়ে ওঠা নিউইয়র্কেরই লং আইল্যান্ডে ৷ অ্যামেরিকার 77 বছরের এই মহিলা কবি একজন প্রাবন্ধিকও । ন্যাশনাল হিউম্যানিটিজ় মেডেল, পুলিৎজার পুরস্কার, ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড সহ একাধিক সাহিত্য পুরস্কার জিতেছেন তিনি । অবশেষে নোবেলও এল তাঁর ঝুলিতে ৷ গ্লুককে আত্মজীবনীমূলক কবি হিসেবে বর্ণনা করা হয় ৷ বর্তমানে তিনি ইয়েল ইউনিভার্সিটির অধ্যাপক হিসেবে কর্মরত ৷ 1968 সালে তাঁর প্রথম কবিতা "ফার্স্টবর্ন" প্রকাশিত হয় ৷ 1992 সালে "দা ওয়াইল্ড আইরিস"-এর জন্য পুলিৎজ়ার পুরস্কার পান ৷

প্রসঙ্গত, সুইডিশ অ্যাকাডেমি যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ায় 2018 সালে সাহিত্যে নোবেল পুরস্কার স্থগিত করে দেওয়া হয় ৷ এবার ফের দেওয়া হল সাহিত্যে নোবেল । একসঙ্গে 2018 ও 2019 সালের সাহিত্যে নোবেল পুরস্কার জয়ীর নামও ঘোষণা করা হয় ৷ 2018 সালে পোল্যান্ডের ওলগা তোকারজুক ও 2019 সালে অস্ট্রিয়ার পিটার হ্যান্ডকে নোবেল পান ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.