লখনউ, 10 জুলাই : ছেলের মৃতদেহ দেখতে চাইলেন না বিকাশ দুবের মা । স্পষ্ট জানালেন, ছেলের সঙ্গে কোনও সম্পর্ক নেই । কানপুরে যেতে চান না । আজ সকালে ASP দীপক কুমার কৃষ্ণানগরে বিকাশের বাড়ি যান । বিকাশের পরিবার তার মৃতদেহ চায় কি না সেই বিষয়ে জানতে চান ।
তিনি ছেলের মৃতদেহ দেখতে এবং শেষকৃত্যে অংশ নিতে চান কি না তা বিকাশের মা সরলা দুবের কাছে জানতে চায় পুলিশ । সরলা দুবে কানপুর যেতে চাননি । শেষ দেখা দেখতে চাননি বিকাশকেও ।
গতকালই ছেলের এনকাউন্টার নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন সরলা দুবে । বলেছিলেন, "ভগবানের কৃপায় বিকাশ বেঁচে গেছে । অপরাধের জন্য পুলিশ ওকে লাগাতার খুঁজছিল ৷ সবাই জানত যে ওর এনকাউন্টার করা হবে ৷ তবে ভগবান হয়তো তা চাইছিলেন না তাই বিকাশ বেঁচে গেল ৷"
কিন্তু শেষরক্ষা হয়নি । আজ সকালে এনকাউন্টারে মৃত্যু হয় বিকাশ দুবের । পুলিশের বয়ান অনুযায়ী, রাস্তায় উলটে যায় স্পেশাল টাস্ক ফোর্সের গাড়ি । সেই সুযোগে পুলিশের থেকে বন্দুক কেড়ে নেয় বিকাশ । পালানোর চেষ্টা করে । পুলিশ বাধা দিলে তাদের লক্ষ্য করে গুলি চালায় সে । গুলি করে পুলিশও । এরপর হাসপাতালে নিয়ে গেলে বিকাশকে মৃত বলে ঘোষণা করা হয় ।
3 জুলাই বিক্রু গ্রামে পালিয়েছিল বিকাশ দুবে । তারপর থেকে দফায় দফায় সেখানে অভিযান চালিয়েছে পুলিশ । আজ সংশ্লিষ্ট গ্রামের পঞ্চায়েত ভবনে পাওয়া যায় সাতটি বোমা । 3 জুলাইয়ের পর থেকে ওই গ্রামে প্রায় প্রতিদিনই তল্লাশি চালিয়েছে পুলিশ । বিকাশ দুবের গাড়িচালক দয়াশংকর অগ্নিহোত্রীর বাড়ি থেকেও বোমা উদ্ধার হয়েছে । আপাতত পুলিশ হেপাজতে রয়েছে সে ।