ETV Bharat / bharat

কোনও মেয়ে ওঁকে বিয়ে করতে চায় না, রাহুলকে কটাক্ষ প্রজ্ঞার - প্রধানমন্ত্রী

রাহুল গান্ধি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন৷ অথচ কোনও মেয়ে তাঁকে বিয়েও করতে চায় না৷ শিশুরা তাঁকে নিয়ে হাসাহাসি করে৷ কংগ্রেস সাংসদকে ঠিক এই ভাষাতেই আক্রমণ করলেন ভোপালের বিজেপি সাংসদ৷

No girl wants to marry Rahul, but he dreams of becoming PM: Pragya
প্রজ্ঞা ঠাকুরের নিশানায় রাহুল গান্ধি
author img

By

Published : Jan 27, 2021, 6:35 PM IST

ভোপাল, 27 জানুয়ারি: রাহুল গান্ধিকে নিশানা করতে গিয়ে ফের ব্য়ক্তিগত আক্রমণ করে বসলেন মধ্য়প্রদেশের বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুর৷ l তিনি বলেন, রাহুল গান্ধি দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন৷ অথচ কোনও মেয়ে তাঁকে বিয়েও করতে চায় না৷

সম্প্রতি রাহুল গান্ধি দেশের অর্থনীতি ও কৃষকদের নিয়ে মন্তব্য করেছিলেন৷ তারই প্রেক্ষিতে প্রজ্ঞার এই আক্রমণ৷ রাহুল বলেছিলেন, ভারতের অর্থনীতি আর কৃষকরা যদি শক্তিশালী থাকে, তাহলে চিনের কোনও দিন ভারতের মাটিতে ঢোকার সাহসই হবে না৷

রাহুল গান্ধির নাম না নিলেও প্রজ্ঞা বলেন, ‘‘সবাই প্রধানমন্ত্রী হতে চাইছেন৷ কিন্তু তাঁদের সেই যোগ্যতাও তো থাকতে হবে৷ কৃষক ও সেনাবাহিনীর নিজস্ব ভূমিকা রয়েছে৷ কিন্তু কিছু দু’মুখো মানুষ বলছেন, সেনাবাহিনীর কোনও প্রয়োজনই নেই৷ যাঁর কোনও জ্ঞান নেই, সংস্কৃতি নেই, এমন একজন বিধর্মী এখন এইসব কথা বলছেন৷’’

আরও পড়ুন: প্রেমিক না থাকলে ছাত্রীদের প্রবেশ নিষেধ, আগ্রার কলেজে ভাইরাল ভুয়ো নোটিস

প্রজ্ঞার দাবি, দেশের সব শিশুই রাহুলকে নিয়ে হাসাহাসি করে৷ কোনও মেয়ে ওঁকে বিয়েই করতে চায় না৷ এই প্রসঙ্গে প্রজ্ঞা ঠাকুর বলেন, ‘‘আমি একটা অনুষ্ঠান দেখছিলাম৷ কলেজ ছাত্রীদের সেখানে প্রশ্ন করা হয়, তাঁরা কি এমন কাউকে বিয়ে করবেন ? এটা শুনে মেয়েরা ওঁকে নিয়ে হাসাহাসি শুরু করে দিলেন ৷ তারপরও তিনি এবং তাঁর মা সুদূর ইট্য়ালিতে বসে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন৷

ভোপাল, 27 জানুয়ারি: রাহুল গান্ধিকে নিশানা করতে গিয়ে ফের ব্য়ক্তিগত আক্রমণ করে বসলেন মধ্য়প্রদেশের বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুর৷ l তিনি বলেন, রাহুল গান্ধি দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন৷ অথচ কোনও মেয়ে তাঁকে বিয়েও করতে চায় না৷

সম্প্রতি রাহুল গান্ধি দেশের অর্থনীতি ও কৃষকদের নিয়ে মন্তব্য করেছিলেন৷ তারই প্রেক্ষিতে প্রজ্ঞার এই আক্রমণ৷ রাহুল বলেছিলেন, ভারতের অর্থনীতি আর কৃষকরা যদি শক্তিশালী থাকে, তাহলে চিনের কোনও দিন ভারতের মাটিতে ঢোকার সাহসই হবে না৷

রাহুল গান্ধির নাম না নিলেও প্রজ্ঞা বলেন, ‘‘সবাই প্রধানমন্ত্রী হতে চাইছেন৷ কিন্তু তাঁদের সেই যোগ্যতাও তো থাকতে হবে৷ কৃষক ও সেনাবাহিনীর নিজস্ব ভূমিকা রয়েছে৷ কিন্তু কিছু দু’মুখো মানুষ বলছেন, সেনাবাহিনীর কোনও প্রয়োজনই নেই৷ যাঁর কোনও জ্ঞান নেই, সংস্কৃতি নেই, এমন একজন বিধর্মী এখন এইসব কথা বলছেন৷’’

আরও পড়ুন: প্রেমিক না থাকলে ছাত্রীদের প্রবেশ নিষেধ, আগ্রার কলেজে ভাইরাল ভুয়ো নোটিস

প্রজ্ঞার দাবি, দেশের সব শিশুই রাহুলকে নিয়ে হাসাহাসি করে৷ কোনও মেয়ে ওঁকে বিয়েই করতে চায় না৷ এই প্রসঙ্গে প্রজ্ঞা ঠাকুর বলেন, ‘‘আমি একটা অনুষ্ঠান দেখছিলাম৷ কলেজ ছাত্রীদের সেখানে প্রশ্ন করা হয়, তাঁরা কি এমন কাউকে বিয়ে করবেন ? এটা শুনে মেয়েরা ওঁকে নিয়ে হাসাহাসি শুরু করে দিলেন ৷ তারপরও তিনি এবং তাঁর মা সুদূর ইট্য়ালিতে বসে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.