ETV Bharat / bharat

দিল্লির হিংসার ঘটনায় নির্দিষ্ট কাউকে নিশানা করা হচ্ছে না : পুলিশ

কেবলমাত্র একটি সম্প্রদায়কে নিশানা করছে না দিল্লি পুলিশ। ফেব্রুয়ারি মাসের হিংসায় দিল্লি পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বর অভিযোগ তোলে বেশ কিছু রাজনৈতিক দল।

 is targeted for Delhi riots: Delhi Police
is targeted for Delhi riots: Delhi Police
author img

By

Published : Jun 7, 2020, 2:49 AM IST

দিল্লি, 6 জুন: পক্ষপাতিত্বর অভিযোগ খারিজ করল দিল্লি পুলিশ। ফেব্রুয়ারি মাসের হিংসায় কেবল মাত্র একটি সম্প্রদায়কে নিশানা করছে দিল্লি পুলিশ। এমনি অভিযোগ তোলে কিছু রাজনৈতিক দল ও সমাজসেবী দল। তাঁদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খণ্ডন করেআজ দিল্লি পুলিশের তরফে জানানো হয় যে, এই মামলায় তাঁরা কোনো পক্ষপাতিত্ব করছে না।

উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসে CAA, NRC বিরোধী আন্দোলনে উত্তপ্ত হয়ে ওঠে রাজধানী। ঘটনায় কমপক্ষে 53 জনের মৃত্যু হয়। আহত হন 200এর ওপরে।

 is targeted for Delhi riots: Delhi Police
অভিযোগ খণ্ডন দিল্লি পুলিশের

সূত্রের খবর, ঘটনায় 164 জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয় পুলিশের তরফে। ক্রাইম ব্রাঞ্চের তরফে, 41জন হিন্দুর বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়। স্থানীয় পুলিশের তরফে 142 জন মুসলিমের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়।

এরপরেই দিল্লি পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্ব করার অভিযোগ তোলেন বেশ কিছু রাজনৈতিক দল। কিন্তু সেই অভিযোগ খণ্ডন করে দিল্লি পুলিশ।

দিল্লি, 6 জুন: পক্ষপাতিত্বর অভিযোগ খারিজ করল দিল্লি পুলিশ। ফেব্রুয়ারি মাসের হিংসায় কেবল মাত্র একটি সম্প্রদায়কে নিশানা করছে দিল্লি পুলিশ। এমনি অভিযোগ তোলে কিছু রাজনৈতিক দল ও সমাজসেবী দল। তাঁদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খণ্ডন করেআজ দিল্লি পুলিশের তরফে জানানো হয় যে, এই মামলায় তাঁরা কোনো পক্ষপাতিত্ব করছে না।

উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসে CAA, NRC বিরোধী আন্দোলনে উত্তপ্ত হয়ে ওঠে রাজধানী। ঘটনায় কমপক্ষে 53 জনের মৃত্যু হয়। আহত হন 200এর ওপরে।

 is targeted for Delhi riots: Delhi Police
অভিযোগ খণ্ডন দিল্লি পুলিশের

সূত্রের খবর, ঘটনায় 164 জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয় পুলিশের তরফে। ক্রাইম ব্রাঞ্চের তরফে, 41জন হিন্দুর বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়। স্থানীয় পুলিশের তরফে 142 জন মুসলিমের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়।

এরপরেই দিল্লি পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্ব করার অভিযোগ তোলেন বেশ কিছু রাজনৈতিক দল। কিন্তু সেই অভিযোগ খণ্ডন করে দিল্লি পুলিশ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.