ETV Bharat / bharat

নির্ভয়ার দোষীদের একসঙ্গে ফাঁসির রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে কেন্দ্র - Nirbhaya case

আজ নির্ভয়া কাণ্ডে দোষীদের সাতদিন সময় বেঁধে দেয় দিল্লি হাইকোর্ট ৷ পাশাপাশি চারজনকে একসঙ্গে ফাঁসি দেওয়ার নির্দেশও দেয় আদালত ৷ হাইকোর্টের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কেন্দ্র ও দিল্লি সরকারের তরফে সুপ্রিম কোর্টে আবেদন করা হয় ।

nirbhaya
নির্ভয়া
author img

By

Published : Feb 6, 2020, 12:21 AM IST

Updated : Feb 6, 2020, 12:43 AM IST

দিল্লি, 5 ফেব্রুয়ারি : দিল্লি হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল কেন্দ্র ও দিল্লি সরকার । নির্ভয়ার চার অপরাধীকে আলাদাভাবে ফাঁসি দেওয়ার জন্য দিল্লি হাইকোর্টে আবেদন জানিয়েছিল তারা । সেই আবেদন খারিজ করে দিল্লি হাইকোর্ট । সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছে কেন্দ্রীয় ও দিল্লি সরকার ।

আজ নির্ভয়াকাণ্ডে দোষীদের সাতদিন সময় বেঁধে দেয় দিল্লি হাইকোর্ট ৷ আদালতের নির্দেশ, এই সময়ের মধ্যে যা যা আইনত আবেদন করার করে নিতে হবে ৷ এই সাতদিনের পর আর সময় দেওয়া যাবে না । এরপর দোষীদের আইনগত কোনও পদক্ষেপ করার অধিকারও থাকবে না ৷ পাশাপাশি আদালত জানিয়েছে, সাতদিনের মধ্যে দোষীদের ফাঁসি দেওয়া প্রক্রিয়া শুরু হবে এবং চারজনকে একসঙ্গে ফাঁসি দিতে হবে ।

চারজনকে একসঙ্গে ফাঁসি দেওয়ার বিষয়টি দিল্লি হাইকোর্টের নিশ্চিত করার কয়েক ঘণ্টা পরই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা হয়। মামলা করে কেন্দ্রীয় ও দিল্লি সরকার ৷

প্রসঙ্গত গত 31 জানুয়ারি নির্ভয়াকাণ্ডে দোষীদের ফাঁসিতে অনির্দিষ্টকালের জন্য স্থগিতাদেশ দেয় দিল্লি পাতিয়ালা হাউজ় কোর্ট ৷ এই রায়কে চ্যালেঞ্জ জানিয়েছিল কেন্দ্রীয় সরকার ও তিহার জেল কর্তৃপক্ষ ৷

দিল্লি, 5 ফেব্রুয়ারি : দিল্লি হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল কেন্দ্র ও দিল্লি সরকার । নির্ভয়ার চার অপরাধীকে আলাদাভাবে ফাঁসি দেওয়ার জন্য দিল্লি হাইকোর্টে আবেদন জানিয়েছিল তারা । সেই আবেদন খারিজ করে দিল্লি হাইকোর্ট । সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছে কেন্দ্রীয় ও দিল্লি সরকার ।

আজ নির্ভয়াকাণ্ডে দোষীদের সাতদিন সময় বেঁধে দেয় দিল্লি হাইকোর্ট ৷ আদালতের নির্দেশ, এই সময়ের মধ্যে যা যা আইনত আবেদন করার করে নিতে হবে ৷ এই সাতদিনের পর আর সময় দেওয়া যাবে না । এরপর দোষীদের আইনগত কোনও পদক্ষেপ করার অধিকারও থাকবে না ৷ পাশাপাশি আদালত জানিয়েছে, সাতদিনের মধ্যে দোষীদের ফাঁসি দেওয়া প্রক্রিয়া শুরু হবে এবং চারজনকে একসঙ্গে ফাঁসি দিতে হবে ।

চারজনকে একসঙ্গে ফাঁসি দেওয়ার বিষয়টি দিল্লি হাইকোর্টের নিশ্চিত করার কয়েক ঘণ্টা পরই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা হয়। মামলা করে কেন্দ্রীয় ও দিল্লি সরকার ৷

প্রসঙ্গত গত 31 জানুয়ারি নির্ভয়াকাণ্ডে দোষীদের ফাঁসিতে অনির্দিষ্টকালের জন্য স্থগিতাদেশ দেয় দিল্লি পাতিয়ালা হাউজ় কোর্ট ৷ এই রায়কে চ্যালেঞ্জ জানিয়েছিল কেন্দ্রীয় সরকার ও তিহার জেল কর্তৃপক্ষ ৷

New Delhi, Feb 05 (ANI): Political analyst Gunja Kapoor was extricated by police after protestors at Delhi's Shaheen Bagh alleged that she was wearing a 'burqa' and filming them. Gunja Kapoor is followed by Prime Minister Narendra Modi on Twitter. It has been 52 days since the local women sat on protest against the new citizenship law at Shaheen Bagh.

Last Updated : Feb 6, 2020, 12:43 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.