ETV Bharat / bharat

নির্ভয়া মামলায় সাজাপ্রাপ্তরা দেশের ধৈর্য নিয়ে খেলছে, দিল্লি হাইকোর্টে বলল কেন্দ্র - নির্দেশ দিল না দিল্লি হাইকোর্ট

নির্ভয়া মামলায় আজ বিশেষ শুনানি হলেও কোনও নির্দেশ দিল না দিল্লি হাইকোর্ট । চার সাজাপ্রাপ্তের ফাঁসির উপর স্থগিতাদেশের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে পিটিশন দায়ের করেছিল কেন্দ্রীয় সরকার ও তিহার জেল কর্তৃপক্ষ ।

nirbhaya
নির্ভয়া মামলায়
author img

By

Published : Feb 2, 2020, 11:01 PM IST

দিল্লি , 2 ফেব্রুয়ারি : নির্ভয়া গণধর্ষণ ও হত্যা মামলায় চার সাজাপ্রাপ্তের ফাঁসিতে স্থগিতাদেশের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে পিটিশন দায়ের করেছিল কেন্দ্রীয় সরকার ও তিহার জেল কর্তৃপক্ষ । দু'পক্ষের বক্তব্য শুনে আজ কোনও নির্দেশ দেয়নি উচ্চ আদালত ।

বিচারপতি সুরেশ কুমার কাইতের সিঙ্গল বেঞ্চে এই মামলার শুনানি হয়। শুনানিতে সাজাপ্রাপ্তদের আইনজীবী এপি সিং সওয়াল করে বলেন , "শুধু এই মামলায় মৃত্যুদণ্ড কার্যকর করতে এত তাড়াহুড়ো করা হচ্ছে কেন ? সুপ্রিম কোর্ট তো কবে, কখন ফাঁসি দেওয়া হবে তাঁর কোনও নির্দেশ দেয়নি । " তিনি আরও বলেন, সাজাপ্রাপ্তরা গ্রাম থেকে এসেছে , দলিত পরিবারের সন্তান । মুকেশ আর রাম সিং দু'জনেই রাজস্থানের প্রত্যন্ত প্রান্ত থেকে এসেছে । এতে তো এদের কোনও দোষ নেই ।"

মুকেশ সিংয়ের হয়ে মামলা লড়ছেন প্রবীণ আইনজীবী রেবেকা জন । তিনি সওয়াল করেন , "পাতিয়ালা হাউজ় কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যাওয়ায় কেন্দ্রীয় সরকার আগেই আইনের অবমাননা করেছে। নির্ভয়া মামলায় দিল্লি হাইকোর্ট আগেই স্পষ্টভাবে বলেছিল, কোনও নিম্ন আদালতের নির্দেশ শুধু শীর্য আদালতেই চ্যালেঞ্জ করা যাবে।

কেন্দ্রীয় সরকারের পক্ষে সলিসিটর জেনেরাল তুষার মেহতা আদালতে বলেন, "ইচ্ছাকৃতভাবে মৃত্যুদণ্ডকে বিলম্বিত করার কৌশল নিয়েছে সাজাপ্রাপ্তরা । এই চারজনই দেশের ধৈর্য নিয়ে খেলা করছে । এদের ফাঁসির দিন দ্রুত ঘোষণা করা উচিত ।

1 ফেব্রুয়ারি নির্ভয়া মামলায় চার সাজাপ্রাপ্তর ফাঁসি হওয়ার কথা ছিল । কিন্তু তাদের মধ্যে বিনয় শর্মা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করায় নির্ধারিত দিনের আগে চারজনেরই ফাঁসি স্থগিত রাখার নির্দেশ দেয় পাতিয়ালা হাউজ় কোর্ট । সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই দিল্লি হাইকোর্টে পিটিশন দাখিল করে কেন্দ্রীয় সরকার ও তিহার জেল কর্তৃপক্ষ ।

দিল্লি , 2 ফেব্রুয়ারি : নির্ভয়া গণধর্ষণ ও হত্যা মামলায় চার সাজাপ্রাপ্তের ফাঁসিতে স্থগিতাদেশের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে পিটিশন দায়ের করেছিল কেন্দ্রীয় সরকার ও তিহার জেল কর্তৃপক্ষ । দু'পক্ষের বক্তব্য শুনে আজ কোনও নির্দেশ দেয়নি উচ্চ আদালত ।

বিচারপতি সুরেশ কুমার কাইতের সিঙ্গল বেঞ্চে এই মামলার শুনানি হয়। শুনানিতে সাজাপ্রাপ্তদের আইনজীবী এপি সিং সওয়াল করে বলেন , "শুধু এই মামলায় মৃত্যুদণ্ড কার্যকর করতে এত তাড়াহুড়ো করা হচ্ছে কেন ? সুপ্রিম কোর্ট তো কবে, কখন ফাঁসি দেওয়া হবে তাঁর কোনও নির্দেশ দেয়নি । " তিনি আরও বলেন, সাজাপ্রাপ্তরা গ্রাম থেকে এসেছে , দলিত পরিবারের সন্তান । মুকেশ আর রাম সিং দু'জনেই রাজস্থানের প্রত্যন্ত প্রান্ত থেকে এসেছে । এতে তো এদের কোনও দোষ নেই ।"

মুকেশ সিংয়ের হয়ে মামলা লড়ছেন প্রবীণ আইনজীবী রেবেকা জন । তিনি সওয়াল করেন , "পাতিয়ালা হাউজ় কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যাওয়ায় কেন্দ্রীয় সরকার আগেই আইনের অবমাননা করেছে। নির্ভয়া মামলায় দিল্লি হাইকোর্ট আগেই স্পষ্টভাবে বলেছিল, কোনও নিম্ন আদালতের নির্দেশ শুধু শীর্য আদালতেই চ্যালেঞ্জ করা যাবে।

কেন্দ্রীয় সরকারের পক্ষে সলিসিটর জেনেরাল তুষার মেহতা আদালতে বলেন, "ইচ্ছাকৃতভাবে মৃত্যুদণ্ডকে বিলম্বিত করার কৌশল নিয়েছে সাজাপ্রাপ্তরা । এই চারজনই দেশের ধৈর্য নিয়ে খেলা করছে । এদের ফাঁসির দিন দ্রুত ঘোষণা করা উচিত ।

1 ফেব্রুয়ারি নির্ভয়া মামলায় চার সাজাপ্রাপ্তর ফাঁসি হওয়ার কথা ছিল । কিন্তু তাদের মধ্যে বিনয় শর্মা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করায় নির্ধারিত দিনের আগে চারজনেরই ফাঁসি স্থগিত রাখার নির্দেশ দেয় পাতিয়ালা হাউজ় কোর্ট । সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই দিল্লি হাইকোর্টে পিটিশন দাখিল করে কেন্দ্রীয় সরকার ও তিহার জেল কর্তৃপক্ষ ।

New Delhi, Feb 02 (ANI): Around 300 Indians, who arrived in an Air India special flight from Wuhan in China at Delhi Airport on February morning, have been taken to Indo-Tibetan Border Police (ITBP) camp for medical observation. They have been shifted to the paramilitary force's Chhawla camp in New Delhi. Both ITBP and Army have created n-coronavirus quarantine facilities for the passengers coming from Chinese city of Wuhan. The coronavirus outbreak has killed more than 250 people and infected over 9,000 in China. On the other side, two people from Kerala have tested positive for the virus in India.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.