ETV Bharat / bharat

উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রীর হেল্পলাইন অফিসের 9 কর্মী কোরোনা আক্রান্ত -  SSP অজয় সাহনি

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর হেল্পলাইন অফিসে নয়জন কর্মী কোরোনা আক্রান্ত হয়েছেন । ওই অফিসে প্রায় 700জন কর্মী কাজ করেন ।

up
up
author img

By

Published : Jun 11, 2020, 2:10 PM IST

লখনউ, 11জুন : উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর হেল্পলাইল অফিসে নয়জন কর্মী কোরোনা আক্রান্ত হলেন । তাঁদের সোয়াব নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল । গতরাতে রিপোর্ট আসে । গোমতি নগরের এই অফিসে প্রায় 700 জন কর্মী কাজ করেন ।

উত্তরপ্রদেশ সরকারের মুখপাত্র জানিয়েছেন, যাঁরা হেল্পলাইন অফিসে কাজ করেন, মুখ্যমন্ত্রীর দপ্তর এবং সচিবালয়ের সঙ্গে কোনও যোগাযোগ তাঁদের হয়নি ।

মুখপাত্র বলেন, “এই হেল্পলাইন অফিস অন্য কল সেন্টারগুলির মতোই কাজ করে । যাঁরা কোরোনা আক্রান্ত হয়েছেন তাঁদের চিকিৎসা চলছে ।”

স্বাস্থ্যদপ্তরের তরফে জানানো হয়েছে, ওই নয়জন কর্মীর সংস্পর্শে কারা এসেছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে । অন্য কর্মীদেরও পরীক্ষা করা হবে ।

অন্যদিকে, মিরুটে এক 56 বছর বয়সী পুলিশকর্মীর কোরোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় । যে পুলিশ স্টেশনে তিনি কাজ করতেন, সেই পুলিশ স্টেশন সিল করা হয়েছে । এবং অন্যান্য পাঁচ পুলিশকর্মীকে কোয়ারানটিন করা হয়েছে বলে SSP অজয় সাহনি জানান ।

লখনউ, 11জুন : উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর হেল্পলাইল অফিসে নয়জন কর্মী কোরোনা আক্রান্ত হলেন । তাঁদের সোয়াব নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল । গতরাতে রিপোর্ট আসে । গোমতি নগরের এই অফিসে প্রায় 700 জন কর্মী কাজ করেন ।

উত্তরপ্রদেশ সরকারের মুখপাত্র জানিয়েছেন, যাঁরা হেল্পলাইন অফিসে কাজ করেন, মুখ্যমন্ত্রীর দপ্তর এবং সচিবালয়ের সঙ্গে কোনও যোগাযোগ তাঁদের হয়নি ।

মুখপাত্র বলেন, “এই হেল্পলাইন অফিস অন্য কল সেন্টারগুলির মতোই কাজ করে । যাঁরা কোরোনা আক্রান্ত হয়েছেন তাঁদের চিকিৎসা চলছে ।”

স্বাস্থ্যদপ্তরের তরফে জানানো হয়েছে, ওই নয়জন কর্মীর সংস্পর্শে কারা এসেছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে । অন্য কর্মীদেরও পরীক্ষা করা হবে ।

অন্যদিকে, মিরুটে এক 56 বছর বয়সী পুলিশকর্মীর কোরোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় । যে পুলিশ স্টেশনে তিনি কাজ করতেন, সেই পুলিশ স্টেশন সিল করা হয়েছে । এবং অন্যান্য পাঁচ পুলিশকর্মীকে কোয়ারানটিন করা হয়েছে বলে SSP অজয় সাহনি জানান ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.