ETV Bharat / bharat

পুলওয়ামা হামলায় মাসুদ আজ়হার-সহ 19 জনের নামে চার্জশিট NIA-র

গত বছর ফেব্রুয়ারি মাসে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গিরা CRPF -এর একটি কমভয়ে হামলা চালায় ৷ জঙ্গি হামলায় প্রাণ যায় 40 জন সদস্যের ৷

author img

By

Published : Aug 25, 2020, 7:42 PM IST

nia submitted charge sheet regarding pulwama attack today in jammu .ptc plz update it in already published story
পুলওয়ামা হামলায় মাসুদ আজ়হার-সহ 19 জনের নামে চার্জশিট NIA-র

জম্মু , 25 অগাস্ট : জম্মুতে পুলওয়ামা জঙ্গি হামলার সঙ্গে জড়িত থাকায় জইশ-ই-মহম্মদ জঙ্গি গোষ্ঠীর প্রধান মাসুদ আজ়হার-সহ মোট 19 জনের নামে চার্জশিট ফাইল করল জাতীয় তদন্তকারী সংস্থা ( NIA ) ৷ পুলওয়ামায় জঙ্গি হামলায় 40 জন CRPF জওয়ান শহিদ হন ৷

NIA সূত্রে খবর, তাদের তরফে মোট 13,500 পৃষ্ঠার একটি চার্জশিট তৈরি করা হয়েছে ৷ সেখানে বেশ কয়েকজন পাকিস্তানের নাগরিক থেকে শুরু করে পুলওয়ামা হামলার সঙ্গে জড়িত জঙ্গিদের নাম রয়েছে ৷ ওই চার্জশিটে নাম রয়েছে মোট 19 জনের ৷ তাদের মধ্যে মৃত 6 জন ৷ মৃতদের নাম - পাকিস্তানের বাসিন্দা ক্বারি ইয়াসির, মুহম্মদ উমর ফারুক (28 ), মহম্মদ কামরান আলি (25), পুলওয়ামার অবন্তিপোরার বাসিন্দা মুদাস্সির আহমেদ খান (28), অনন্তনাগের বিজবেহেরার বাসিন্দা সাজ্জাদ আহমেদ ভাট (19) এবং কাশ্মীরের পুলওয়ামা কাকাপোড়ার বাসিন্দা আদিল আহমেদ দার (21)।

nia submitted charge sheet regarding pulwama attack
মোট 19 জনের নামে চার্জশিট দিল NIA

এছাড়াও জীবিতদের মধ্যে নাম রয়েছে পাকিস্তানের বাসিন্দা মাসুদ আজ়হার আলভি (52), মহম্মদ ইসমাইল (25) , রউফ আজগর আলভি (47), আম্মার আলভি (46), পুলওয়ামার কাকাপোড়ার শাকির বসির (28), ইনশা জান (22), পির তারিক আহমেদ শাহ (53), মহম্মদ আব্বাস রাঠের (31) ও সমীর আহমেদ দার (22)-এর ৷ এছাড়াও রয়েছে শ্রীনগরের বাসিন্দা ওয়েইজ় উল ইসলাম (20), পুলওয়ামার লালহারের হাজবলের বাসিন্দা বিলাল আহমেদ কুচ্ছে (28), বুধগামের ছারার ই শরিফের বাসিন্দা মহম্মদ ইকবাল রাঠের (25) এবং পুলওয়ামার রাজপুরার আসাক আহমেদ নেঙ্গারুর (33) নাম ৷

উল্লেখ্য, 5 জুলাই NIA - এর তরফে জানানো হয়, বিলাল আহমেদ কুচ্ছে নামের ওই জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে ৷ বিলালের জঙ্গি সংগঠনের নাম ছিল "এ টেরর অ্যাসোসিয়েট ৷'' বিলাল জম্মু ও কাশ্মীরের কাকাপোড়ার হাজিবলের বাসিন্দা ৷ সে একটি করাতকল চালাত ৷ পাশাপাশি, জইশ গোষ্ঠীর হয়ে জিনিসপত্র আদানপ্রদান করত ৷

জম্মু , 25 অগাস্ট : জম্মুতে পুলওয়ামা জঙ্গি হামলার সঙ্গে জড়িত থাকায় জইশ-ই-মহম্মদ জঙ্গি গোষ্ঠীর প্রধান মাসুদ আজ়হার-সহ মোট 19 জনের নামে চার্জশিট ফাইল করল জাতীয় তদন্তকারী সংস্থা ( NIA ) ৷ পুলওয়ামায় জঙ্গি হামলায় 40 জন CRPF জওয়ান শহিদ হন ৷

NIA সূত্রে খবর, তাদের তরফে মোট 13,500 পৃষ্ঠার একটি চার্জশিট তৈরি করা হয়েছে ৷ সেখানে বেশ কয়েকজন পাকিস্তানের নাগরিক থেকে শুরু করে পুলওয়ামা হামলার সঙ্গে জড়িত জঙ্গিদের নাম রয়েছে ৷ ওই চার্জশিটে নাম রয়েছে মোট 19 জনের ৷ তাদের মধ্যে মৃত 6 জন ৷ মৃতদের নাম - পাকিস্তানের বাসিন্দা ক্বারি ইয়াসির, মুহম্মদ উমর ফারুক (28 ), মহম্মদ কামরান আলি (25), পুলওয়ামার অবন্তিপোরার বাসিন্দা মুদাস্সির আহমেদ খান (28), অনন্তনাগের বিজবেহেরার বাসিন্দা সাজ্জাদ আহমেদ ভাট (19) এবং কাশ্মীরের পুলওয়ামা কাকাপোড়ার বাসিন্দা আদিল আহমেদ দার (21)।

nia submitted charge sheet regarding pulwama attack
মোট 19 জনের নামে চার্জশিট দিল NIA

এছাড়াও জীবিতদের মধ্যে নাম রয়েছে পাকিস্তানের বাসিন্দা মাসুদ আজ়হার আলভি (52), মহম্মদ ইসমাইল (25) , রউফ আজগর আলভি (47), আম্মার আলভি (46), পুলওয়ামার কাকাপোড়ার শাকির বসির (28), ইনশা জান (22), পির তারিক আহমেদ শাহ (53), মহম্মদ আব্বাস রাঠের (31) ও সমীর আহমেদ দার (22)-এর ৷ এছাড়াও রয়েছে শ্রীনগরের বাসিন্দা ওয়েইজ় উল ইসলাম (20), পুলওয়ামার লালহারের হাজবলের বাসিন্দা বিলাল আহমেদ কুচ্ছে (28), বুধগামের ছারার ই শরিফের বাসিন্দা মহম্মদ ইকবাল রাঠের (25) এবং পুলওয়ামার রাজপুরার আসাক আহমেদ নেঙ্গারুর (33) নাম ৷

উল্লেখ্য, 5 জুলাই NIA - এর তরফে জানানো হয়, বিলাল আহমেদ কুচ্ছে নামের ওই জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে ৷ বিলালের জঙ্গি সংগঠনের নাম ছিল "এ টেরর অ্যাসোসিয়েট ৷'' বিলাল জম্মু ও কাশ্মীরের কাকাপোড়ার হাজিবলের বাসিন্দা ৷ সে একটি করাতকল চালাত ৷ পাশাপাশি, জইশ গোষ্ঠীর হয়ে জিনিসপত্র আদানপ্রদান করত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.