ETV Bharat / bharat

জয়পুরে মহিলাকে গণধর্ষণ - জয়পুর

এরপরেই ওই মহিলা থানায় অভিযোগ দাঁতের করেন । অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ । খতিয়ে দেখা হচ্ছে CCTV ফুটেজ ।

Jaipur
Jaipur
author img

By

Published : Oct 2, 2020, 4:22 PM IST

জয়পুর, 2 অক্টোবর : এক গৃহবধূকে গণধর্ষণ এর অভিযোগ উঠল 3 জনের বিরুদ্ধে । জয়পুরের ভিশ্বকর্মা এলাকার ঘটনা । জানা গিয়েছে, এদিন এক হোটেলের ঘরে ওই মহিলাকে ধর্ষণ করে 3জন । মহিলার অভিযোগ ওই তিন জন সম্পর্কে তাঁর আত্মীয় হয় ।

পুলিশ সূত্রে খবর, ওই মহিলার বাড়ি সর্দার শহরে । অভিযুক্ত ওই তিন যুবকের মধ্যে এক জনের থেকে 1 হাজার টাকা ধার চান ওই মহিলা । টাকা নেওয়ার জন্য মহিলাকে ওই হোটেলে ডেকে পাঠায় সে । মহিলার দাবি, হোটেলের ঘরে ঢুকতেই ওই যুবক সহ তিনজন তাঁকে ধর্ষণ করে । এমনকি ওই মহিলাকে হুমকি দেওয়া হয় বলে দাবি করেন তিনি ।

এরপরেই ওই মহিলা থানায় অভিযোগ দাঁতের করেন । অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ । ওই হোটেলের কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । খতিয়ে দেখা হচ্ছে CCTV ফুটেজ ।

জয়পুর, 2 অক্টোবর : এক গৃহবধূকে গণধর্ষণ এর অভিযোগ উঠল 3 জনের বিরুদ্ধে । জয়পুরের ভিশ্বকর্মা এলাকার ঘটনা । জানা গিয়েছে, এদিন এক হোটেলের ঘরে ওই মহিলাকে ধর্ষণ করে 3জন । মহিলার অভিযোগ ওই তিন জন সম্পর্কে তাঁর আত্মীয় হয় ।

পুলিশ সূত্রে খবর, ওই মহিলার বাড়ি সর্দার শহরে । অভিযুক্ত ওই তিন যুবকের মধ্যে এক জনের থেকে 1 হাজার টাকা ধার চান ওই মহিলা । টাকা নেওয়ার জন্য মহিলাকে ওই হোটেলে ডেকে পাঠায় সে । মহিলার দাবি, হোটেলের ঘরে ঢুকতেই ওই যুবক সহ তিনজন তাঁকে ধর্ষণ করে । এমনকি ওই মহিলাকে হুমকি দেওয়া হয় বলে দাবি করেন তিনি ।

এরপরেই ওই মহিলা থানায় অভিযোগ দাঁতের করেন । অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ । ওই হোটেলের কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । খতিয়ে দেখা হচ্ছে CCTV ফুটেজ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.