ETV Bharat / bharat

দেশে মোট কোরোনা আক্রান্তর 30 শতাংশের নিজ়ামউদ্দিন যোগ রয়েছে : স্বাস্থ্য মন্ত্রক - tablighi jamat

নিজ়ামউদ্দিন এলাকার ঘটনাকে কেন্দ্র করে কোরোনা সংক্রমণের জেরে দেশের মোট 23টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল ক্ষতিগ্রস্ত ।

ছবি
ছবি
author img

By

Published : Apr 18, 2020, 7:02 PM IST

দিল্লি, 18 এপ্রিল : দিল্লির নিজ়ামউদ্দিন এলাকায় তাবলিঘি জামাতের ধর্মীয় সম্মেলনে যোগ দেওয়ার ঘটনায় দেশে অনেকটাই বেড়েছে কোরোনা সংক্রমণ । একাধিক রাজ্যের বহু মানুষ নিজ়ামউদ্দিনে যোগ দিয়ে কোরোনায় আক্রান্ত হন । মৃত্যুও হয় বেশ কয়েকজনের । এবার উঠে এল নতুন তথ্য । আজ সাংবাদিক বৈঠকে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়, দেশে 14,378 আক্রান্তের মধ্যে 4,291 জনের নিজ়ামউদ্দিন যোগ রয়েছে । এদের মধ্য়ে অনেকে ওই তাবলিঘি জামাতের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন । অনেকে আবার অনুষ্ঠানে যোগ দেওয়া মানুষজনের সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছেন ।

সাংবাদিক বৈঠকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল বলেন, "দেশে 14,378 আক্রান্তের মধ্যে 4,291 জনের নিজ়ামউদ্দিন যোগ রয়েছে । দেশের মোট আক্রান্তের 29.8 শতাংশ এই একটি ঘটনা থেকে সংক্রমিত হয়েছেন । নিজ়ামউদ্দিনের এই ঘটনার জেরে তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, দিল্লি, তেলাঙ্গানা সহ দেশের মোট 23টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল ক্ষতিগ্রস্ত ।"

লব আগরওয়াল আরও বলেন, " পরিসংখ্যান বলছে নিজ়ামউদ্দিন এলাকার ওই অনুষ্ঠানে যোগ দিয়ে তামিলনাড়ুর 84, দিল্লির 63 , তেলাঙ্গানার 79, উত্তরপ্রদেশের 59 এবং অন্ধ্রপ্রদেশের 61 শতাংশ মানুষ কোরোনায় আক্রান্ত হয়েছেন । পাশাপাশি এর জেরে ক্ষতিগ্রস্ত সেই রাজ্যগুলিই যেখানে কোরোনা আক্রান্তের সংখ্যা এখনও কম । উদাহরণ হিসেবে তিনি বলেন, অরুণাচল প্রদেশে একজনই কোরোনায় আক্রান্ত, আর তারই নিজ়়ামউদ্দিন যোগ রয়েছে । একইভাবে অসমের 35 জন কোরোনা আক্রান্তের মধ্যে 32 জনের নিজ়ামউদ্দিন যোগ রয়েছে (91 শতাংশ) । আন্দামান ও নিকোবরেও 12 জনের মধ্যে 10 জন আক্রান্তের নিজ়ামউদ্দিন যোগ রয়েছে ।"

স্বাস্থ্য মন্ত্রকের তরফে আরও জানানো হয় এ পর্যন্ত দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা 14 হাজার 378 । সুস্থ হয়েছেন এক হাজার 992জন তথা 13.85 শতাংশ । মৃত্যু হয়েছে 480 জনের ।

দিল্লি, 18 এপ্রিল : দিল্লির নিজ়ামউদ্দিন এলাকায় তাবলিঘি জামাতের ধর্মীয় সম্মেলনে যোগ দেওয়ার ঘটনায় দেশে অনেকটাই বেড়েছে কোরোনা সংক্রমণ । একাধিক রাজ্যের বহু মানুষ নিজ়ামউদ্দিনে যোগ দিয়ে কোরোনায় আক্রান্ত হন । মৃত্যুও হয় বেশ কয়েকজনের । এবার উঠে এল নতুন তথ্য । আজ সাংবাদিক বৈঠকে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়, দেশে 14,378 আক্রান্তের মধ্যে 4,291 জনের নিজ়ামউদ্দিন যোগ রয়েছে । এদের মধ্য়ে অনেকে ওই তাবলিঘি জামাতের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন । অনেকে আবার অনুষ্ঠানে যোগ দেওয়া মানুষজনের সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছেন ।

সাংবাদিক বৈঠকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল বলেন, "দেশে 14,378 আক্রান্তের মধ্যে 4,291 জনের নিজ়ামউদ্দিন যোগ রয়েছে । দেশের মোট আক্রান্তের 29.8 শতাংশ এই একটি ঘটনা থেকে সংক্রমিত হয়েছেন । নিজ়ামউদ্দিনের এই ঘটনার জেরে তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, দিল্লি, তেলাঙ্গানা সহ দেশের মোট 23টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল ক্ষতিগ্রস্ত ।"

লব আগরওয়াল আরও বলেন, " পরিসংখ্যান বলছে নিজ়ামউদ্দিন এলাকার ওই অনুষ্ঠানে যোগ দিয়ে তামিলনাড়ুর 84, দিল্লির 63 , তেলাঙ্গানার 79, উত্তরপ্রদেশের 59 এবং অন্ধ্রপ্রদেশের 61 শতাংশ মানুষ কোরোনায় আক্রান্ত হয়েছেন । পাশাপাশি এর জেরে ক্ষতিগ্রস্ত সেই রাজ্যগুলিই যেখানে কোরোনা আক্রান্তের সংখ্যা এখনও কম । উদাহরণ হিসেবে তিনি বলেন, অরুণাচল প্রদেশে একজনই কোরোনায় আক্রান্ত, আর তারই নিজ়়ামউদ্দিন যোগ রয়েছে । একইভাবে অসমের 35 জন কোরোনা আক্রান্তের মধ্যে 32 জনের নিজ়ামউদ্দিন যোগ রয়েছে (91 শতাংশ) । আন্দামান ও নিকোবরেও 12 জনের মধ্যে 10 জন আক্রান্তের নিজ়ামউদ্দিন যোগ রয়েছে ।"

স্বাস্থ্য মন্ত্রকের তরফে আরও জানানো হয় এ পর্যন্ত দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা 14 হাজার 378 । সুস্থ হয়েছেন এক হাজার 992জন তথা 13.85 শতাংশ । মৃত্যু হয়েছে 480 জনের ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.