ওয়াশিংটন, 21 ফেব্রুয়ারি :
1 কোটি লোক অংশ নেবে পথ প্রদর্শনীতে । ভারত সফরের আগে এমনটাই দাবি করলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ কয়েকদিন আগেই তিনি বলেছিলেন তাঁকে বিমানবন্দর থেকে স্টেডিয়াম অবধি স্বাগত জানাতে হাজির থাকবেন 7 মিলিয়ন অর্থ্যাৎ 70 লাখ মানুষ ৷ আজ এক ধাপ আরও এগিয়ে তিনি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন 1 কোটি মানুষ উপস্থিত থাকবেন ৷ মজার বিষয় হল আহমেদাবাদের মোট জনসংখ্যা 70 থেকে 80 লাখ !
অপেক্ষা আর 3দিনের, তারপরই দুদিনের সস্ত্রীক ভারত সফরে আসছেন ট্রাম্প, অনুষ্ঠানের নাম ‘‘নমস্তে ট্রাম্প’’ ৷ আজ কলোরাডো স্প্রিংয়ে পুনঃনির্বাচনের র্যালিতে ট্রাম্প বলেন, ‘‘ভারতের তরফ থেকে জানানো হয়েছে 60 লাখ থেকে 1 কোটি মানুষ উপস্থিত থাকবে 22 কিমির ওই পথ প্রদর্শনীতে, যা শেষ হবে বিশ্বের অন্যতম বৃহত্তম স্টেডিয়াম ও বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে ৷’’
তিনি আরও যোগ করে বলেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমায় বলেছেন 1 কোটি মানুষ উপস্থিত থাকবে আমায় স্বাগত জানাতে ৷ এখানে আমাদের অসুবিধা হল প্রচারের জায়গাটি আবদ্ধ হওয়ায় বহু মানুষ প্রচারে অংশ নিতে আসলেও হাজার হাজার মানুষ প্রবেশই করতে পারে না ৷ যদি ভারতে 1 কোটি মানুষ আমায় স্বাগত জানাতে আসে, তাহলে আমি কখনই এখানে প্রচারে আগত মানুষের সংখ্যার সঙ্গে সন্তুষ্ট হতে পারব না ৷’’
যদিও আহমেদাবাদ মিউনিসিপ্যাল কমিশনার বৃহস্পতিবার জানান, 1 লাখ মানুষ উপস্থিত থাকবে অ্যামেরিকার রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে ৷ এই মর্মে একটি টুইটও করা হয় যেখানে বলা হয়েছে ইতিমধ্যে 1 লাখ মানুষ অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন ৷ আহমেদাবাদের কাছে এটি একটি সুবর্ণ সুযোগ ভারতীয় সংস্কৃতিকে বিশ্বের কাছে তুলে ধরার ৷
-
#MaruAmdavad says #NamasteTrump#IndiaRoadShow is getting bigger & bigger 🇮🇳🇮🇳🇮🇳
— Vijay Nehra (@vnehra) February 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
More than 1 lakh participants already confirmed for the 22 km roadshow
Great opportunity for #Ahmedabad to present Indian Culture to the World
Keep following @AmdavadAMC for more details https://t.co/xcJJbwgUE7
">#MaruAmdavad says #NamasteTrump#IndiaRoadShow is getting bigger & bigger 🇮🇳🇮🇳🇮🇳
— Vijay Nehra (@vnehra) February 16, 2020
More than 1 lakh participants already confirmed for the 22 km roadshow
Great opportunity for #Ahmedabad to present Indian Culture to the World
Keep following @AmdavadAMC for more details https://t.co/xcJJbwgUE7#MaruAmdavad says #NamasteTrump#IndiaRoadShow is getting bigger & bigger 🇮🇳🇮🇳🇮🇳
— Vijay Nehra (@vnehra) February 16, 2020
More than 1 lakh participants already confirmed for the 22 km roadshow
Great opportunity for #Ahmedabad to present Indian Culture to the World
Keep following @AmdavadAMC for more details https://t.co/xcJJbwgUE7
এই সপ্তাহের শুরুতে ট্রাম্পের মুখে শোনা গিয়েছিল অন্য সুর ৷ একটি সাংবাদিক বৈঠকে তিনি বলেছিলেন, ‘‘ ভারত আমাদের সঙ্গে তেমন ভালো আচরণ না করলেও আমি নরেন্দ্র মোদিকে খুব পছন্দ করি ৷ তিনি আমাকে বলেছেন বিমানবন্দর থেকে অনুষ্ঠানের মঞ্চ অবধি 70 লাখ মানুষ উপস্থিত থাকবে আমায় স্বাগত জানানোর জন্য ৷’’
লাস ভেগাসে ‘হোপ ফর প্রিজ়নারস’ নামক বন্দিদের স্নাতক সমাবর্তনের অনুষ্ঠান বক্তব্য পেশ করার করার সময় ট্রাম্প বলেন, ‘‘আমি পরের সপ্তাহে ভারত সফরে যাচ্ছি ৷ তাদের জনসংখ্যা 1.5 বিলিয়ন ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনপ্রিয়তার নিরিখে ফেসবুকে দ্বিতীয় স্থানে রয়েছেন ৷ ভাবুন শুধু ! আর এক নম্বরে কে আছে জানেন? ট্রাম্প ৷ বিশ্বাস করতে পারছেন? আমি এখনই জানতে পারলাম ৷ ভারতে যাচ্ছি আমরা এবং দুর্দান্ত কোনও চুক্তিও করতে পারি সেখানে ৷ ’’
আবার মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘‘ভারতে গিয়ে কোনও বাণিজ্য চুক্তি হতে পারে ৷ তবে বড় চুক্তি ভবিষ্যতের জন্য বাঁচিয়ে রাখছি ৷’’