পুনে, 10 জুন : দীর্ঘক্ষণ ধরে TV দেখার জন্য মা বকা দিয়ছিল । সেই কারণে আত্মহত্যা করল 14 বছরের এক কিশোর । ঘটনাটি মহারাষ্ট্রের পুনের বিব্যেওয়াদির। পুলিশ জানিয়েছে, মা ও বোনের সঙ্গে থাকত ওই কিশোর।
পুলিশ সূত্রে খবর, গতকাল দুপুরে বাড়িতে TV দেখছিল ওই কিশোর । অনেকক্ষণ TV দেখার জন্য মা তাকে বকা দেয় এবং TV বন্ধ করে দেয়। এরপর রাগের মাথায় ওই কিশোর উপরের ঘরে চলে যায় । বেশ কিছুক্ষণ উপর থেকে কোনও সাড়াশব্দ না পেয়ে বোন উপরে গিয়ে দেখে তার দাদা গলায় দড়ি দিয়ে ঝুলছে।
সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিশোরকে । তবে চিকিৎসকরা ওই কিশোরকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা দায়ের করেছে বিব্যেওয়াদি থানার পুলিশ।