ETV Bharat / bharat

কৃষকদের 70 বছরের অবিচার থেকে মুক্তি দিল মোদি সরকার, দাবি নাড্ডার - কৃষিপণ্য লেনদেন ও বাণিজ্য উন্নয়ন

প্রবল অশান্তি-বিক্ষোভের মধ্যেই রাজ্যসভায়ও পাশ কৃষি বিল । নরেন্দ্র মোদির সরকার কৃষকদের অবিচার থেকে মুক্তি দিয়েছে বলে দাবি করেন নাড্ডা ।

jp nadda
jp nadda
author img

By

Published : Sep 20, 2020, 4:19 PM IST

Updated : Sep 20, 2020, 5:22 PM IST

দিল্লি, 20 সেপ্টেম্বর : প্রবল অশান্তি-বিক্ষোভের মধ্যেই রাজ্যসভায়ও পাশ কৃষি বিল । বিরোধীদের অভিযোগ উড়িয়ে কৃষক স্বার্থেই এই বিল বলে দাবি করছে BJP । তাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বিল পাশের পর বলেন, 70 বছর ধরে অবিচারের শিকার দেশের কৃষকরা । মোদি সরকার তাঁদের সেই অবিচার থেকে মুক্তি দিল ।

রাজ্যসভায় আজ 'কৃষিপণ্য লেনদেন ও বাণিজ্য উন্নয়ন' এবং 'কৃষিপণ্যের দাম নিশ্চিত করতে কৃষকদের সুরক্ষা ও ক্ষমতায়ন চুক্তি' সংক্রান্ত বিল পেশ হয় । কৃষি বিল পেশ করতেই উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যসভা । বিলের তীব্র বিরোধিতা করেন বিরোধীরা । শেষ পর্যন্ত ধ্বনিভোটে কৃষি বিল পাশ হয়ে যায় ।

বিলের পেশ হওয়ার পরপরই বিরোধিতা করেন বিরোধিরা । কেন্দ্রীয় সরকারের এই বিল কৃষকের স্বার্থ বিরোধী বলে দাবি করেছিলেন । আজ সেইসব অভিযোগ উড়িয়ে দেন নাড্ডা । উলটে বিরোধীদেরই কৃষক বিরোধী বলে তোপ দাগেন তিনি ।

প্রতিবাদ-বিক্ষোভ উড়িয়ে রাজ্যসভায় পাশ কৃষি বিল

জেপি নাড্ডা বলেন, "বিরোধী দলগুলি কৃষক বিরোধী । এই কৃষি বিলের অংশ হওয়ার পরিবর্তে তারা কৃষক মুক্তিতে বাধা দিচ্ছে । BJP তাদের কাজের নিন্দা করে ।"

কী বললেন জেপি নাড্ডা ?

নরেন্দ্র মোদির সরকার কৃষকদের অবিচার থেকে মুক্তি দিয়েছে বলে দাবি করেন নাড্ডা । বলেন, দেশের কৃষকরা 70 বছর ধরে অবিচারের শিকার । আজ সেই অবিচার থেকে মুক্তি দিল মোদি সরকার ।

"RSTV সেন্সর করা হচ্ছে" কৃষি বিল ইশুতে ওয়েলে নেমে প্রতিবাদ ডেরেকের

দিল্লি, 20 সেপ্টেম্বর : প্রবল অশান্তি-বিক্ষোভের মধ্যেই রাজ্যসভায়ও পাশ কৃষি বিল । বিরোধীদের অভিযোগ উড়িয়ে কৃষক স্বার্থেই এই বিল বলে দাবি করছে BJP । তাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বিল পাশের পর বলেন, 70 বছর ধরে অবিচারের শিকার দেশের কৃষকরা । মোদি সরকার তাঁদের সেই অবিচার থেকে মুক্তি দিল ।

রাজ্যসভায় আজ 'কৃষিপণ্য লেনদেন ও বাণিজ্য উন্নয়ন' এবং 'কৃষিপণ্যের দাম নিশ্চিত করতে কৃষকদের সুরক্ষা ও ক্ষমতায়ন চুক্তি' সংক্রান্ত বিল পেশ হয় । কৃষি বিল পেশ করতেই উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যসভা । বিলের তীব্র বিরোধিতা করেন বিরোধীরা । শেষ পর্যন্ত ধ্বনিভোটে কৃষি বিল পাশ হয়ে যায় ।

বিলের পেশ হওয়ার পরপরই বিরোধিতা করেন বিরোধিরা । কেন্দ্রীয় সরকারের এই বিল কৃষকের স্বার্থ বিরোধী বলে দাবি করেছিলেন । আজ সেইসব অভিযোগ উড়িয়ে দেন নাড্ডা । উলটে বিরোধীদেরই কৃষক বিরোধী বলে তোপ দাগেন তিনি ।

প্রতিবাদ-বিক্ষোভ উড়িয়ে রাজ্যসভায় পাশ কৃষি বিল

জেপি নাড্ডা বলেন, "বিরোধী দলগুলি কৃষক বিরোধী । এই কৃষি বিলের অংশ হওয়ার পরিবর্তে তারা কৃষক মুক্তিতে বাধা দিচ্ছে । BJP তাদের কাজের নিন্দা করে ।"

কী বললেন জেপি নাড্ডা ?

নরেন্দ্র মোদির সরকার কৃষকদের অবিচার থেকে মুক্তি দিয়েছে বলে দাবি করেন নাড্ডা । বলেন, দেশের কৃষকরা 70 বছর ধরে অবিচারের শিকার । আজ সেই অবিচার থেকে মুক্তি দিল মোদি সরকার ।

"RSTV সেন্সর করা হচ্ছে" কৃষি বিল ইশুতে ওয়েলে নেমে প্রতিবাদ ডেরেকের

Last Updated : Sep 20, 2020, 5:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.