ETV Bharat / bharat

"মোদি দিবস" হিসেবে পালিত হোক 23 মে : রামদেব - bjp

23 মে লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে এবং BJP জিতেছে । তাই সেই দিনটাকে "মোদি দিবস" বা "লোককল্যাণ দিবস" হিসেবে পালন করা উচিত । বলছেন রামদেব ।

রামদেব
author img

By

Published : May 28, 2019, 1:52 AM IST

হরিদ্বার , ২৮ মে : 23 মে ফল ঘোষণা হয়েছে লোকসভা নির্বাচনের। আর সেই দিনটিকে "মোদি দিবস" হিসেবে পালন করা উচিত বলে মন্তব্য করলেন যোগগুরু রামদেব ।

ফের একবার কোটি কোটি মানুষের বিশ্বাস জয়ের জন্য নরেন্দ্র মোদির প্রশংসা করেন তিনি । বলেন, "একদিকে ছিল মহাগঠবন্ধন এবং অন্যদিকে ছিলেন মোদি একা । শেষ পর্যন্ত তিনি জিতেছেন । কোটি কোটি মানুষ এখন তাঁর হাতে সুরক্ষিত ।"

সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন, "23 মে লোকসভা নির্বাচনের ফল বেরিয়েছে এবং BJP জিতেছে । তাই সেই দিনটাকে "মোদি দিবস" বা "লোককল্যাণ দিবস" হিসেবে পালন করা উচিত । "

এবারের নির্বাচনে BJP একাই 303-টি আসন পেয়েছে । আর ফের সরকার গড়তে চলেছে BJP নেতৃত্বাধীন NDA ।

হরিদ্বার , ২৮ মে : 23 মে ফল ঘোষণা হয়েছে লোকসভা নির্বাচনের। আর সেই দিনটিকে "মোদি দিবস" হিসেবে পালন করা উচিত বলে মন্তব্য করলেন যোগগুরু রামদেব ।

ফের একবার কোটি কোটি মানুষের বিশ্বাস জয়ের জন্য নরেন্দ্র মোদির প্রশংসা করেন তিনি । বলেন, "একদিকে ছিল মহাগঠবন্ধন এবং অন্যদিকে ছিলেন মোদি একা । শেষ পর্যন্ত তিনি জিতেছেন । কোটি কোটি মানুষ এখন তাঁর হাতে সুরক্ষিত ।"

সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন, "23 মে লোকসভা নির্বাচনের ফল বেরিয়েছে এবং BJP জিতেছে । তাই সেই দিনটাকে "মোদি দিবস" বা "লোককল্যাণ দিবস" হিসেবে পালন করা উচিত । "

এবারের নির্বাচনে BJP একাই 303-টি আসন পেয়েছে । আর ফের সরকার গড়তে চলেছে BJP নেতৃত্বাধীন NDA ।

Raipur (Chhattisgarh), May 28 (ANI): While addressing Congress workers on Pandit Jawaharlal Nehru's death anniversary in Chhattisgarh's capital city Raipur, Chief Minister Bhupesh Baghel said, "Vinayak Damodar Savarkar had first thought of the two-nation theory. His theory was taken forward by Muhammad Ali Jinnah". He further added, "Aaj Nehru ji ke Bharat ko badalne ki koshish ki ja rahi hai. Lagta hai jo neev Nehru ji ne Bharat nirmaan ke liye dala tha usmein se kuch khisak gaya hai".
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.