লখনউ, 3জুন : বৌদিকে গুলি করে খুনের অভিযোগ উঠল উত্তরপ্রদেশের এক যুবকের বিরুদ্ধে । বৌদির সঙ্গে তর্কাতর্কির কারণেই গুলি করে খুন করে রাহুল (24)। এরপর নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে বলে পুলিশের তরফে জানানো হয়েছে । বিসউলি এলাকায় রাহুলের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ ।
মৃত ওই মহিলার স্বামী ঘটনায় খুবই ভেঙে পড়েছেন । তিনি জানান, কয়েকদিন আগেই তাঁর ভাই রাহুল গ্রামে ফেরে । এরপর থেকে প্রায়ই বৌদির সঙ্গে নানা বিষয়ে ঝগড়া করত সে । অনেক সময় অনেক তুচ্ছ কারণেও ঝগড়া করত সে ।
অন্যান্যদিনের মতো বৌদির সঙ্গে বচসা বাধে রাহুলের । কথায় কথা বাড়ে । এরপরই বন্দুক বের করে বৌদিকে গুলি করে সে । ঘটনাস্থানেই লুটিয়ে পড়েন তিনি । এরপর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে রাহুল বলে আজ পুলিশের তরফে জানানো হয়েছে ।
রুরাল ASP সুরেন্দ্র প্রতাপ বলেন, “প্রাথমিক তদন্তের পর মনে হচ্ছে পারিবারিক বচসার কারণেই এই খুন । তবে আরও অন্য কোনও কারণ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে । ”
মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ । কিন্তু কী কারণে রাহুল এই খুন করল তা এখনও পরিষ্কার নয় । পারিবারিক বচসা না কি অন্য কারণও রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে । রাহুলের কাছে বন্দুক কোথা থেকে এল সেই বিষয়েও প্রশ্ন উঠেছে ।