ETV Bharat / bharat

রাজ্যে সবুজ ফেরাতে একযোগে কাজের আহ্বান মুখ্যমন্ত্রীর - cyclone

আজ বিশ্ব পরিবেশ দিবস ৷ দেশ ও রাজ্যে সবুজায়ন ফেরাতে সকলকে একসাথে কাজ করার বার্তা দিলেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী ৷

mamata-banerjee-on-world-environment-day
সবুজায়ন ফেরাতে সকলকে একযোগে কাজ করতে হবে ; মুখ্যমন্ত্রী
author img

By

Published : Jun 5, 2020, 11:45 AM IST

দিল্লি ও কলকাতা, 5 জুন : পরিবেশ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর টুইটবার্তা, "সবাইকে বিশ্ব পরিবেশ দিবসের শুভেচ্ছা ৷ সেভ গ্রিন সেভ লাইফ ৷ আমফান ঘূর্ণিঝড়ের জেরে দক্ষিণবঙ্গ ও কলকাতায় ব্যাপক ক্ষতি হয়েছে ৷ প্রায় 10 হাজার গাছ উপড়ে গেছে ৷ পশ্চিমবঙ্গে আবার সবুজায়ন ফেরাতে আমাদের একত্রে কাজ করতে হবে ৷"

  • Best wishes to all on #WorldEnvironmentDay. Save green, save life. After the cyclone, incalculable ecological damage has occurred in #Kolkata & south #Bengal. Tens of thousands of trees have been uprooted. We must all work together to restore the greenery in our State

    — Mamata Banerjee (@MamataOfficial) June 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

টুইটারে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রীও ৷ বলেন, উদ্ভিদ ও প্রাণীকুলের বিকাশ নিশ্চিত করতে হবে ৷ জনসাধারণের কাছে পৃথিবীর সমৃদ্ধ জীববৈচিত্র্য রক্ষার প্রতিশ্রুতি নেওয়ার আহ্বান জানান তিনি । তাঁর টুইটবার্তা, "বিশ্ব পরিবেশ দিবসে আমরা আমাদের গ্রহের সমৃদ্ধ জীববৈচিত্র্য সংরক্ষণ করার প্রতিশ্রুতি নিই । আসুন আমরা যাদের সাথে পৃথিবী ভাগ করে নিয়েছি সেই উদ্ভিদ ও প্রাণীগুলির সুরক্ষা নিশ্চিত করি । যাতে আমাদের আসন্ন প্রজন্মের জন্য আমরা আরও উন্নততর গ্রহ রেখে যেতে পারি ৷" এছাড়াও প্রধানমন্ত্রী টুইটারে ‘মন কী বাত’ অনুষ্ঠানের ভিডিয়োর কিছুটা অংশ শেয়ার করেন ৷ সেখানে তিনি বৃষ্টির জল সংরক্ষণ ও প্রকৃতির সমৃদ্ধ বৈচিত্র্য রক্ষার কথা উল্লেখ করেন ।

  • On #WorldEnvironmentDay, we reiterate our pledge to preserve our planet’s rich biodiversity. Let us collectively do whatever possible to ensure the flora and fauna with whom we share the Earth thrive. May we leave an even better planet for the coming generations. pic.twitter.com/nPBMthR1kr

    — Narendra Modi (@narendramodi) June 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ লেখেন, বিশ্ব পরিবেশ দিবসের শুভেচ্ছা ৷ আমাদের প্রাচীন জ্ঞান আমাদের জীববৈচিত্র্য রক্ষা ও পরিবেশ সংরক্ষণ করতে শিখিয়েছিলেন । পৃথিবীকে সবুজায়ন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ ।

  • विश्व पर्यावरण दिवस पर शुभकामनाएं!

    यह दिन पूरी प्रकृति में परस्पर जुड़ाव की याद दिलाता है। भारत में जैव विविधता व पर्यावरण के संरक्षण की परंपरा रही है।

    हम अन्य देशों के साथ मिलकर काम करने के लिए प्रतिबद्ध हैं ताकि भावी पीढ़ियों को बेहतर व हरित पृथ्वी की विरासत सौंप सकें।

    — President of India (@rashtrapatibhvn) June 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দিল্লি ও কলকাতা, 5 জুন : পরিবেশ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর টুইটবার্তা, "সবাইকে বিশ্ব পরিবেশ দিবসের শুভেচ্ছা ৷ সেভ গ্রিন সেভ লাইফ ৷ আমফান ঘূর্ণিঝড়ের জেরে দক্ষিণবঙ্গ ও কলকাতায় ব্যাপক ক্ষতি হয়েছে ৷ প্রায় 10 হাজার গাছ উপড়ে গেছে ৷ পশ্চিমবঙ্গে আবার সবুজায়ন ফেরাতে আমাদের একত্রে কাজ করতে হবে ৷"

  • Best wishes to all on #WorldEnvironmentDay. Save green, save life. After the cyclone, incalculable ecological damage has occurred in #Kolkata & south #Bengal. Tens of thousands of trees have been uprooted. We must all work together to restore the greenery in our State

    — Mamata Banerjee (@MamataOfficial) June 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

টুইটারে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রীও ৷ বলেন, উদ্ভিদ ও প্রাণীকুলের বিকাশ নিশ্চিত করতে হবে ৷ জনসাধারণের কাছে পৃথিবীর সমৃদ্ধ জীববৈচিত্র্য রক্ষার প্রতিশ্রুতি নেওয়ার আহ্বান জানান তিনি । তাঁর টুইটবার্তা, "বিশ্ব পরিবেশ দিবসে আমরা আমাদের গ্রহের সমৃদ্ধ জীববৈচিত্র্য সংরক্ষণ করার প্রতিশ্রুতি নিই । আসুন আমরা যাদের সাথে পৃথিবী ভাগ করে নিয়েছি সেই উদ্ভিদ ও প্রাণীগুলির সুরক্ষা নিশ্চিত করি । যাতে আমাদের আসন্ন প্রজন্মের জন্য আমরা আরও উন্নততর গ্রহ রেখে যেতে পারি ৷" এছাড়াও প্রধানমন্ত্রী টুইটারে ‘মন কী বাত’ অনুষ্ঠানের ভিডিয়োর কিছুটা অংশ শেয়ার করেন ৷ সেখানে তিনি বৃষ্টির জল সংরক্ষণ ও প্রকৃতির সমৃদ্ধ বৈচিত্র্য রক্ষার কথা উল্লেখ করেন ।

  • On #WorldEnvironmentDay, we reiterate our pledge to preserve our planet’s rich biodiversity. Let us collectively do whatever possible to ensure the flora and fauna with whom we share the Earth thrive. May we leave an even better planet for the coming generations. pic.twitter.com/nPBMthR1kr

    — Narendra Modi (@narendramodi) June 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ লেখেন, বিশ্ব পরিবেশ দিবসের শুভেচ্ছা ৷ আমাদের প্রাচীন জ্ঞান আমাদের জীববৈচিত্র্য রক্ষা ও পরিবেশ সংরক্ষণ করতে শিখিয়েছিলেন । পৃথিবীকে সবুজায়ন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ ।

  • विश्व पर्यावरण दिवस पर शुभकामनाएं!

    यह दिन पूरी प्रकृति में परस्पर जुड़ाव की याद दिलाता है। भारत में जैव विविधता व पर्यावरण के संरक्षण की परंपरा रही है।

    हम अन्य देशों के साथ मिलकर काम करने के लिए प्रतिबद्ध हैं ताकि भावी पीढ़ियों को बेहतर व हरित पृथ्वी की विरासत सौंप सकें।

    — President of India (@rashtrapatibhvn) June 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.