ETV Bharat / bharat

কোরোনা আক্রান্ত হয়ে লুধিয়ানার অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনারের মৃত্যু - অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনারের মৃত্যু

কোরোনায় আক্রান্ত হওয়ার আগে একটি বাজারে ডিউটি করেছিলেন অনিল বাবু ৷ সেখান থেকেই সংক্রমিত হয়েছেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে ৷ জানা গেছে, ওই আধিকারিকের সংস্পর্শে আসা তাঁর স্ত্রী ও এক সাব ইনসপেক্টরও কোরোনায় আক্রান্ত হয়েছেন ৷ তাঁরা এখন চিকিৎসাধীন ৷

image
অনিল কোহলি
author img

By

Published : Apr 18, 2020, 5:41 PM IST

লুধিয়ানা, 18 এপ্রিল : কোরোনা আক্রান্ত হয়ে লুধিয়ানার অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনারের মৃত্যু হল ৷ এই নিয়ে লুধিয়ানা জেলায় চারজন কোরোনা আক্রান্তের মৃত্যু হল ৷ মৃতের নাম অনিল কোহলি ৷

চলতি মাসের 13 তারিখ ওই পুলিশ আধিকারিকের শরীরে কোভিড -19 ভাইরাসের সন্ধান পাওয়া যায় ৷ তার আগে থেকেই অসুস্থ ছিলেন তিনি ৷ সেজন্য তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল ৷ 11 তারিখ থেকে তিনি ভেন্টিলেটরে ছিলেন ৷ হাসপাতালের তরফে জানানো হয়েছে, শরীরের একাধিক অঙ্গ-প্রতঙ্গ কাজ করা বন্ধ করে দিয়েছিল ৷

পুলিশের তরফে জানানো হয়েছে, কোরোনায় আক্রান্ত হওয়ার আগে একটি বাজারে ডিউটি করেছিলেন ৷ সেখান থেকেই সংক্রমিত হয়েছেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে ৷ জানা গেছে, ওই আধিকারিকের সংস্পর্শে আসা তাঁর স্ত্রী ও এক সাব ইনসপেক্টরও কোরোনায় আক্রান্ত হয়েছেন ৷ তাঁরা এখন চিকিৎসাধীন ৷ যদিও মৃত ওই আধিকারিকের ছেলের শরীরে ভাইরাসের সংক্রমণ দেখা যায়নি ৷

  • Sad to share that we had lost Gurmail Singh Kanungo yesterday & ACP Anil Kohli in Ludhiana to #Covid19 today. In this moment of crisis, losing our Corona Warriors is a big loss for the State. I join their families in this time of grief. Rest assured Punjab will stand by them.

    — Capt.Amarinder Singh (@capt_amarinder) April 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পুলিশ আধিকারিকের মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং ৷ টুইটবার্তায় তিনি লেখেন, "পুলিশ আধিকারিকের মৃত্যু রাজ্যের জন্য বড় ক্ষতি ৷ আমরা তাঁর পরিবারের পাশে আছি ৷"

লুধিয়ানা, 18 এপ্রিল : কোরোনা আক্রান্ত হয়ে লুধিয়ানার অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনারের মৃত্যু হল ৷ এই নিয়ে লুধিয়ানা জেলায় চারজন কোরোনা আক্রান্তের মৃত্যু হল ৷ মৃতের নাম অনিল কোহলি ৷

চলতি মাসের 13 তারিখ ওই পুলিশ আধিকারিকের শরীরে কোভিড -19 ভাইরাসের সন্ধান পাওয়া যায় ৷ তার আগে থেকেই অসুস্থ ছিলেন তিনি ৷ সেজন্য তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল ৷ 11 তারিখ থেকে তিনি ভেন্টিলেটরে ছিলেন ৷ হাসপাতালের তরফে জানানো হয়েছে, শরীরের একাধিক অঙ্গ-প্রতঙ্গ কাজ করা বন্ধ করে দিয়েছিল ৷

পুলিশের তরফে জানানো হয়েছে, কোরোনায় আক্রান্ত হওয়ার আগে একটি বাজারে ডিউটি করেছিলেন ৷ সেখান থেকেই সংক্রমিত হয়েছেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে ৷ জানা গেছে, ওই আধিকারিকের সংস্পর্শে আসা তাঁর স্ত্রী ও এক সাব ইনসপেক্টরও কোরোনায় আক্রান্ত হয়েছেন ৷ তাঁরা এখন চিকিৎসাধীন ৷ যদিও মৃত ওই আধিকারিকের ছেলের শরীরে ভাইরাসের সংক্রমণ দেখা যায়নি ৷

  • Sad to share that we had lost Gurmail Singh Kanungo yesterday & ACP Anil Kohli in Ludhiana to #Covid19 today. In this moment of crisis, losing our Corona Warriors is a big loss for the State. I join their families in this time of grief. Rest assured Punjab will stand by them.

    — Capt.Amarinder Singh (@capt_amarinder) April 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পুলিশ আধিকারিকের মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং ৷ টুইটবার্তায় তিনি লেখেন, "পুলিশ আধিকারিকের মৃত্যু রাজ্যের জন্য বড় ক্ষতি ৷ আমরা তাঁর পরিবারের পাশে আছি ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.