ETV Bharat / bharat

দেশের পরবর্তী সেনাপ্রধান হচ্ছেন মনোজ মুকুন্দ নারাভানে - 28তম সেনাপ্রধান

ইস্টার্ন কমান্ডের প্রধান হিসেবে মনোজ মুকুন্দ নারাভানে ভারত-চিন সীমান্তে দায়িত্বে ছিলেন । বর্তমানে তিনি ভারতীয় সেনাবাহিনীর উপ-প্রধান । ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি ও ভারতীয় মিলিটারি অ্যাকাডেমির এই প্রাক্তনী 1980 সালে শিখ লাইট ইনফ্যানট্রি রেজ়িমেন্টে কর্মজীবন শুরু করেন ।

Manoj Mukund Naravane
ছবি সৌজন্যে : ANI
author img

By

Published : Dec 16, 2019, 11:26 PM IST

দিল্লি, 16 ডিসেম্বর : দেশের পরবর্তী সেনাপ্রধান হচ্ছেন লেফ্টেনন্ট জেনেরাল মনোজ মুকুন্দ নারাভানে । 31 ডিসেম্বর বর্তমান সেনাপ্রধান বিপিন রাওয়াত অবসর নেওয়ার পর দেশের 28তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেবেন মনোজ মুকুন্দ নারাভানে ।

ইস্টার্ন কমান্ডের প্রধান হিসেবে মনোজ মুকুন্দ নারাভানে ভারত-চিন সীমান্তে দায়িত্বে ছিলেন । বর্তমানে তিনি ভারতীয় সেনাবাহিনীর উপ-প্রধান । ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি ও ভারতীয় মিলিটারি অ্যাকাডেমির এই প্রাক্তনী 1980 সালে শিখ লাইট ইনফ্যানট্রি রেজ়িমেন্টে কর্মজীবন শুরু করেন । 40 বছরের কেরিয়ারে তিনি দেশের উত্তর-পূর্ব সীমান্ত এবং জম্মু ও কাশ্মীরের দায়িত্ব সামলেছেন । ছিলেন অসম রাইফেলসের মেজর জেনেরালও ।

2016 সালের 31 ডিসেম্বর জেনেরাল দলবীর সিং সোহাগের পর সেনাপ্রধানের দায়িত্ব নেন বিপিন রাওয়াত । তাঁর এই পদে মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের 31 ডিসেম্বর ।

দিল্লি, 16 ডিসেম্বর : দেশের পরবর্তী সেনাপ্রধান হচ্ছেন লেফ্টেনন্ট জেনেরাল মনোজ মুকুন্দ নারাভানে । 31 ডিসেম্বর বর্তমান সেনাপ্রধান বিপিন রাওয়াত অবসর নেওয়ার পর দেশের 28তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেবেন মনোজ মুকুন্দ নারাভানে ।

ইস্টার্ন কমান্ডের প্রধান হিসেবে মনোজ মুকুন্দ নারাভানে ভারত-চিন সীমান্তে দায়িত্বে ছিলেন । বর্তমানে তিনি ভারতীয় সেনাবাহিনীর উপ-প্রধান । ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি ও ভারতীয় মিলিটারি অ্যাকাডেমির এই প্রাক্তনী 1980 সালে শিখ লাইট ইনফ্যানট্রি রেজ়িমেন্টে কর্মজীবন শুরু করেন । 40 বছরের কেরিয়ারে তিনি দেশের উত্তর-পূর্ব সীমান্ত এবং জম্মু ও কাশ্মীরের দায়িত্ব সামলেছেন । ছিলেন অসম রাইফেলসের মেজর জেনেরালও ।

2016 সালের 31 ডিসেম্বর জেনেরাল দলবীর সিং সোহাগের পর সেনাপ্রধানের দায়িত্ব নেন বিপিন রাওয়াত । তাঁর এই পদে মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের 31 ডিসেম্বর ।

New Delhi, Dec 16 (ANI): Congress leader Priyanka Gandhi condemned Delhi Police-Jamia students clash and said, "Government has attacked the constitution and students, they attacked students after entering the university. We will fight for the Constitution, we will fight against this government." Delhi Police-Jamia Students clashed as they were protesting against Citizenship (Amendment) Act on Dec 15.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.