দিল্লি, 16 ডিসেম্বর : দেশের পরবর্তী সেনাপ্রধান হচ্ছেন লেফ্টেনন্ট জেনেরাল মনোজ মুকুন্দ নারাভানে । 31 ডিসেম্বর বর্তমান সেনাপ্রধান বিপিন রাওয়াত অবসর নেওয়ার পর দেশের 28তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেবেন মনোজ মুকুন্দ নারাভানে ।
ইস্টার্ন কমান্ডের প্রধান হিসেবে মনোজ মুকুন্দ নারাভানে ভারত-চিন সীমান্তে দায়িত্বে ছিলেন । বর্তমানে তিনি ভারতীয় সেনাবাহিনীর উপ-প্রধান । ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি ও ভারতীয় মিলিটারি অ্যাকাডেমির এই প্রাক্তনী 1980 সালে শিখ লাইট ইনফ্যানট্রি রেজ়িমেন্টে কর্মজীবন শুরু করেন । 40 বছরের কেরিয়ারে তিনি দেশের উত্তর-পূর্ব সীমান্ত এবং জম্মু ও কাশ্মীরের দায়িত্ব সামলেছেন । ছিলেন অসম রাইফেলসের মেজর জেনেরালও ।
2016 সালের 31 ডিসেম্বর জেনেরাল দলবীর সিং সোহাগের পর সেনাপ্রধানের দায়িত্ব নেন বিপিন রাওয়াত । তাঁর এই পদে মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের 31 ডিসেম্বর ।