- গেস্টহাউজ় থেকে রাহুল-প্রিয়াঙ্কাকে মুক্তি দিল উত্তরপ্রদেশ পুলিশ । দিল্লি ফিরছেন ।
পুলিশের ধাক্কা, হাথরসের পথে আটক রাহুল-প্রিয়াঙ্কা
17:11 October 01
রাহুল-প্রিয়াঙ্কার গাড়ি আটকানোর পরেই হাথরসের পথে হাঁটতে শুরু করেন তাঁরা । যমুনা এক্সপ্রেসওয়েতে তাঁদের আটকানো হয় । পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন রাহুল । ধস্তাধস্তি শুরু হয় । একসময় মাটিতে পড়ে যান রাহুল । ওঠার পর ফের এক প্রস্থ ধস্তাধস্তি হয় । শেষে রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করে উত্তরপ্রদেশ পুলিশ । তাঁদের গেস্টহাউজ়ে নিয়ে যাওয়া হয়েছে ।
16:54 October 01
- রাহুল-প্রিয়াঙ্কাকে যমুনা এক্সপ্রেসওয়ের পাশে জেপি গেস্টহাউজ়ে নিয়ে যাওয়া হয়েছে ।
16:54 October 01
- কয়েকজন কংগ্রেস কর্মী রাস্তা অবরোধ করে বসে পড়েন ।
- তাঁদের বক্তব্য, যতক্ষণ না রাহুলকে ছাড়া হচ্ছে, তাঁরা অবরোধ তুলছেন না ।
16:54 October 01
- গাড়ির ভিতরে রাহুলকে দেখা যায় ।
- পিছনের আসনে ছিলেন প্রিয়াঙ্কা এবং রণদীপ সুরজেওয়ালা ।
16:54 October 01
- রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করে সাদা রঙের মাহিন্দ্রা বোলেরো গাড়িতে তোলে পুলিশ ।
- যমুনা এক্সপ্রেসওয়ে ধরে দ্রুতগতিতে উধাও হয়ে যায় উত্তরপ্রদেশ পুলিশ । গাড়ির গায়ে লেখা, বিটা ২ ।
16:02 October 01
- নয়ডার ADCP রণবিজয় সিং জানিয়েছেন, এপিডেমিক অ্যাক্ট লঙ্ঘন করা হয়েছে । আমরা তাঁদের নয়ডায় যেতে দিতে পারি না ।
- এইদিকে রাহুলের দাবি, "আমি পুলিশকে জানিয়েছিলাম । আমি একাই হাথরস যেতে চাই । আপনি আমায় জানান আমায় কোন ধারায় আপনি গ্রেপ্তার করছেন ? পুলিশ বলল, 188 ধারা লঙ্ঘন করার জন্য আপনাকে গ্রেপ্তার করা হয়েছে ।"
16:02 October 01
- হাথরসে আজ সকাল থেকেই জারি ছিল 144 ধারা ।
16:02 October 01
- যদিও রাহুলে অভিযোগ তাঁকে ধাক্কা দিয়েছে পুলিশ ।
- তাঁর উপর লাঠিচার্জও করা হয়েছে ।
- তিনি বলেন, "পুলিশ আমায় ধাক্কা দিয়েছে । আমার উপর লাঠিচার্জ করেছে । আমায় মাটিতে ফেলে দিয়েছে । আমি প্রশ্ন করতে চাই শুধু কি নরেন্দ্র মোদিই এই দেশে হাঁটতে পারেন ? একজন সাধারণ মানুষ হাঁটতে পারেন না?"
16:01 October 01
- শেষে রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করে উত্তরপ্রদেশ পুলিশ ।
15:40 October 01
- পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন রাহুল ।
- ধস্তাধস্তি শুরু হয় ।
- একসময় মাটিতে পড়ে যান রাহুল ।
- ওঠার পর ফের এক প্রস্থ ধস্তাধস্তি হয় ।
15:38 October 01
- রাহুল-প্রিয়াঙ্কার গাড়ি আটকানোর পরেই হাথরসের পথে হাঁটতে শুরু করেন তাঁরা ।
- যমুনা এক্সপ্রেসওয়েতে তাঁদের আটকানো হয় ।
17:11 October 01
রাহুল-প্রিয়াঙ্কার গাড়ি আটকানোর পরেই হাথরসের পথে হাঁটতে শুরু করেন তাঁরা । যমুনা এক্সপ্রেসওয়েতে তাঁদের আটকানো হয় । পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন রাহুল । ধস্তাধস্তি শুরু হয় । একসময় মাটিতে পড়ে যান রাহুল । ওঠার পর ফের এক প্রস্থ ধস্তাধস্তি হয় । শেষে রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করে উত্তরপ্রদেশ পুলিশ । তাঁদের গেস্টহাউজ়ে নিয়ে যাওয়া হয়েছে ।
- গেস্টহাউজ় থেকে রাহুল-প্রিয়াঙ্কাকে মুক্তি দিল উত্তরপ্রদেশ পুলিশ । দিল্লি ফিরছেন ।
16:54 October 01
- রাহুল-প্রিয়াঙ্কাকে যমুনা এক্সপ্রেসওয়ের পাশে জেপি গেস্টহাউজ়ে নিয়ে যাওয়া হয়েছে ।
16:54 October 01
- কয়েকজন কংগ্রেস কর্মী রাস্তা অবরোধ করে বসে পড়েন ।
- তাঁদের বক্তব্য, যতক্ষণ না রাহুলকে ছাড়া হচ্ছে, তাঁরা অবরোধ তুলছেন না ।
16:54 October 01
- গাড়ির ভিতরে রাহুলকে দেখা যায় ।
- পিছনের আসনে ছিলেন প্রিয়াঙ্কা এবং রণদীপ সুরজেওয়ালা ।
16:54 October 01
- রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করে সাদা রঙের মাহিন্দ্রা বোলেরো গাড়িতে তোলে পুলিশ ।
- যমুনা এক্সপ্রেসওয়ে ধরে দ্রুতগতিতে উধাও হয়ে যায় উত্তরপ্রদেশ পুলিশ । গাড়ির গায়ে লেখা, বিটা ২ ।
16:02 October 01
- নয়ডার ADCP রণবিজয় সিং জানিয়েছেন, এপিডেমিক অ্যাক্ট লঙ্ঘন করা হয়েছে । আমরা তাঁদের নয়ডায় যেতে দিতে পারি না ।
- এইদিকে রাহুলের দাবি, "আমি পুলিশকে জানিয়েছিলাম । আমি একাই হাথরস যেতে চাই । আপনি আমায় জানান আমায় কোন ধারায় আপনি গ্রেপ্তার করছেন ? পুলিশ বলল, 188 ধারা লঙ্ঘন করার জন্য আপনাকে গ্রেপ্তার করা হয়েছে ।"
16:02 October 01
- হাথরসে আজ সকাল থেকেই জারি ছিল 144 ধারা ।
16:02 October 01
- যদিও রাহুলে অভিযোগ তাঁকে ধাক্কা দিয়েছে পুলিশ ।
- তাঁর উপর লাঠিচার্জও করা হয়েছে ।
- তিনি বলেন, "পুলিশ আমায় ধাক্কা দিয়েছে । আমার উপর লাঠিচার্জ করেছে । আমায় মাটিতে ফেলে দিয়েছে । আমি প্রশ্ন করতে চাই শুধু কি নরেন্দ্র মোদিই এই দেশে হাঁটতে পারেন ? একজন সাধারণ মানুষ হাঁটতে পারেন না?"
16:01 October 01
- শেষে রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করে উত্তরপ্রদেশ পুলিশ ।
15:40 October 01
- পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন রাহুল ।
- ধস্তাধস্তি শুরু হয় ।
- একসময় মাটিতে পড়ে যান রাহুল ।
- ওঠার পর ফের এক প্রস্থ ধস্তাধস্তি হয় ।
15:38 October 01
- রাহুল-প্রিয়াঙ্কার গাড়ি আটকানোর পরেই হাথরসের পথে হাঁটতে শুরু করেন তাঁরা ।
- যমুনা এক্সপ্রেসওয়েতে তাঁদের আটকানো হয় ।