দিল্লি, 30 জুন : ফের ভারতের অ্যাটর্নি জেনেরাল পদে নিযুক্ত হলেন আইনজীবী K K ভেনুগোপাল ৷ আজই তাঁর তিন বছরের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ৷ কিন্তু, আরও 1 বছরের জন্য তাঁকে ওই পদে পুর্নবহাল করা হয়েছে ৷
গতকাল কেন্দ্রীয় সরকারের তরফে একটি বিবৃতি জারি করা হয় ৷ বিবৃতিতে জানানো হয়, K K ভেনুগোপালকে 1 জুলাই, 2020 থেকে এক বছরের জন্য পুনরায় অ্যাটর্নি জেনেরাল পদে নিয়োগ করলেন ভারতের রাষ্ট্রপতি। এছাড়া আইনজীবী তুষার মেহেতাকেও আগামী 3 বছর ও আগামী কোনও নির্দেশ না আসা পর্যন্ত সলিসিটর জেনেরাল পদে পুনবর্হাল রাখা হয়েছে ৷
অন্যদিকে, বর্ষীয়ান আইনজীবী চেতন শর্মাকে দিল্লি হাইকোর্টের অতিরিক্ত সলিসিটর জেনেরাল (ASG) পদে নিয়োগ করা হয়েছে ৷ পাশাপাশি, সুপ্রিম কোর্টের 5 জন অতিরিক্ত সলিসিটর জেনেরালকেও (ASG) আগামী 3 বছরের জন্য পুনর্নিয়োগ করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটি ৷
এছাড়াও কয়েকটি রাজ্যের হাইকোর্টে আরও 4 জন অতিরিক্ত সলিসিটর জেনেরাল (ASG) নিয়োগ করা হয়েছে ৷ কলকাতা হাইকোর্টে নিযুক্ত হয়েছেন আইনজীবী ইয়েজ়দেজ়ার্ড জেহাঙ্গির দস্তুর ৷ মাদ্রাস হাইকোর্টে নিযুক্ত হয়েছেন আইনজীবী R শঙ্করানারায়ণন ৷ পটনা হাইকোর্টে নিযুক্ত হয়েছেন আইনজীবী ডঃ কৃষ্ণা নন্দন সিং ৷ গুজরাত হাইকোর্টে নিযুক্ত হয়েছেন আইনজীবী দেভাঙ্গ গিরিশ ব্যস ৷