কোচি, 26 সেপ্টেম্বর : বিদেশি ব্যাঙ্কের ঋণ শোধ করার পরও ওই ব্যাঙ্ক থেকে হুমকি ফোন আসার অভিযোগ এনে কেরালা হাইকোর্টে মামলা দায়ের করেন 44 বছর বয়সের এক মহিলা । তিনি এও জানান থানায় অভিযোগ করেও কোনও লাভ হয়নি । হাইকোর্ট আবেদনের ভিত্তিতে পুলিশকে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে ।
বিচারপতি রাজা বিজয়রাঘবনের সিঙ্গল বেঞ্চ ইরিঞ্জালাকুদার সার্কল ইন্সপেক্টর এবং সাব ইন্সপেক্টরকে নির্দেশ দেয়, কারুভান্নুরের ওই মহিলার লিখিত অভিযোগের যেন যথাযথ ব্যবস্থা নেওয়া হয় । ওই মহিলা কোর্টে আবেদন করে জানান, রিয়াদে একটি হাসপাতালে কাজ করার সময় আল রাজিব্যাঙ্কের রিয়াদ শাখায় 72 হাজার 200 সৌদি রিয়ালস(প্রায় 14 লাখ টাকা ) ঋণ নিয়েছিলেন । 2015-এর মে মাসে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় কেরালায় ফিরে আসার আগে ঋণ শোধও করে দেন ।
তারপরও সোহেল আহমেদ নামে এক ব্যক্তি ওই ব্যাঙ্কের কর্মী হিসেবে পরিচয় দিয়ে 14 মে ফোন করে হুমকি দেয় যে, তাঁর কিছু বকেয়া টাকা বাকি আছে এবং তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে । আবেদনকারী জানান এধরনের কল বহুবার এসেছে । থানায় অভিযোগ করেও কোনও লাভ হয়নি বলে অভিযোগ করেন আবেদনকারী ।
আবেদনকারীর আইনজীবী যুক্তি দেন, 2019 সালে সুশীলা ও ডিরেক্টর জেনেরাল অফ পুলিশ মামলায় আদালত পুলিশকে নির্দেশ দিয়েছিল এধরনের অপরাধে ব্যবস্থা নিতে । ওই নির্দেশে বলা হয়েছিল, বিদেশি ব্যাঙ্কের এজেন্টদের হুমকি ও জোরপূর্বক আচরণের অনুমতি না দেওয়া হয় । বেঞ্চ যুক্তি শোনার পরে জানায়, 2019 সালের রায়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে কোনও ভারতীয় নাগরিকের কাছ থেকে অর্থ আদায়ের যে কোনও প্রচেষ্টা কেবল ভারতীয় আইনের আওতায় পড়ে ।