তিরুবন্তপুরম, 4 ফেব্রুয়ারি : তিনজনের আক্রান্ত হওয়ার জের ৷ কোরোনা ভাইরাসকে রাজ্য বিপর্যয় বলে ঘোষণা করল কেরালা সরকার ৷ এই ঘোষণার পর কেরালার স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা বলেন, "সাধারণ মানুষের মধ্য়ে আতঙ্ক ছড়িয়ে দেওয়ার জন্য় নয়, বরং তাদের সাবধান করতে ও সতর্ক রাখতে এই ঘোষণা করা হয়েছে ৷"
বিশ্বজুড়ে ক্রমশ বাড়ছে কোরোনা ভাইরাসের আতঙ্ক ৷ এই ভাইরাসে আক্রান্ত হয়ে চিনে 350 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে ৷ কেরালায় যে তিনজন আক্রান্ত হয়েছেন তাঁরাও চিনে ছিলেন ৷ সে'দেশের ইউহান শহরে পড়াশোনা করতেন ৷
এখনও পর্যন্ত কেরালার 140 জন বাসিন্দার নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে ৷ তাঁদের মধ্যে তিনজনের শরীরে কোরোনা ভাইরাস থাকার প্রমাণ পাওয়া গেছে ৷ 46 জনের নমুনার ফলাফল নেগেটিভ ও বাকিদের নমুনার ফলাফল এখনও সামনে আসেনি ৷ প্রায় 80 জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে ৷
কেরালা স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, কোরোনায় আক্রান্ত তৃতীয়জনকে হাসপাতালে সবার থেকে আলাদা রাখা হয়েছে ৷ তাঁর শারীরিক অবস্থা এখন ভালো ৷ চিন্তার কোনও কারণ নেই ৷
প্রসঙ্গত কেরালার যে তিনজন আক্রান্ত হয়েছেন তাঁরা একই রাজ্যের বাসিন্দা হলেও পৃথক পৃথক এলাকার ৷ প্রথম যাঁর আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায় তাঁর বাড়ি উত্তর কেরালার কাসারাগড জেলায় ৷ আক্রান্ত দ্বিতীয়জনের বাড়ি রাজ্যের দক্ষিণ প্রান্তের একটি এলাকায় ৷ গোটা রাজ্য়জুড়ে সতর্কতা জারি হয়েছে ৷ আতঙ্কে রয়েছে সেরাজ্য়ের মানুষ ৷