ETV Bharat / bharat

সম্মান ও নিরাপত্তা পেলে ভিটেয় ফিরব, বিদেশি প্রতিনিধিদের জানালেন কাশ্মীরি পণ্ডিতরা - foreign delegates in kashmir

কাশ্মীরি পণ্ডিতরা সংবাদমাধ্যমকে বলেন, "ওনারা (বিদেশি প্রতিনিধিরা) পুনর্বাসন নিয়ে আমাদের মতামত জানতে চেয়েছিলেন । আমরা বলেছি, উপযুক্ত সম্মান ও নিরাপত্তা পেলে আমরা কাশ্মীরে নিজেদের ভিটেয় ফিরতে রাজি ।"

kashmiri pandits
কাশ্মীরি পণ্ডিতদের সঙ্গে বিদেশি প্রতিনিধিরা
author img

By

Published : Jan 11, 2020, 5:47 AM IST

Updated : Jan 11, 2020, 5:57 AM IST

শ্রীনগর, 11 জানুয়ারি : বিদেশি প্রতিনিধিদের সঙ্গে নিজেদের পুনর্বাসন নিয়ে আলোচনা করলেন কাশ্মীরি পণ্ডিতরা । 370 ধারা প্রত্যাহারের পর জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার দুইদিনের সফরে সেখানে গিয়েছে 15 সদস্যের বিদেশি প্রতিনিধিদের দল । তাদের সঙ্গে শুক্রবার পুনর্বাসন নিয়ে আলোচনা হল কাশ্মীরি পণ্ডিতদের প্রতিনিধিদের ।

বিদেশি প্রতিনিধিদের সঙ্গে আলোচনা পর কাশ্মীরি পণ্ডিতরা সংবাদমাধ্যমকে বলেন, "ওনারা (বিদেশি প্রতিনিধিরা) পুনর্বাসন নিয়ে আমাদের মতামত জানতে চেয়েছিলেন । আমরা বলেছি, উপযুক্ত সম্মান ও নিরাপত্তা পেলে আমরা কাশ্মীরে নিজেদের ভিটেয় ফিরতে রাজি ।" উল্লেখ্য, গত শতাব্দীর নয়ের দশকে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন শুরু হওয়ার পর 1 লাখেরও বেশি (কারও কারও মতে সংখ্যাটা প্রায় 2 লাখ) কাশ্মীরি পণ্ডিতকে উপত্যকা থেকে বিতাড়িত হতে হয়েছে । কাশ্মীরে নিজেদের বাড়ি-ঘর ছেড়ে তাঁরা উদ্বাস্তু শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন ।

370 ধারা প্রত্যাহারের পর এই নিয়ে দ্বিতীয় বার বিদেশি প্রতিনিধিদের কোনও দল জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে এল । এর আগে গত বছর 5 অগাস্ট ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধিরা কাশ্মীরে এসেছিলেন ।

শ্রীনগর, 11 জানুয়ারি : বিদেশি প্রতিনিধিদের সঙ্গে নিজেদের পুনর্বাসন নিয়ে আলোচনা করলেন কাশ্মীরি পণ্ডিতরা । 370 ধারা প্রত্যাহারের পর জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার দুইদিনের সফরে সেখানে গিয়েছে 15 সদস্যের বিদেশি প্রতিনিধিদের দল । তাদের সঙ্গে শুক্রবার পুনর্বাসন নিয়ে আলোচনা হল কাশ্মীরি পণ্ডিতদের প্রতিনিধিদের ।

বিদেশি প্রতিনিধিদের সঙ্গে আলোচনা পর কাশ্মীরি পণ্ডিতরা সংবাদমাধ্যমকে বলেন, "ওনারা (বিদেশি প্রতিনিধিরা) পুনর্বাসন নিয়ে আমাদের মতামত জানতে চেয়েছিলেন । আমরা বলেছি, উপযুক্ত সম্মান ও নিরাপত্তা পেলে আমরা কাশ্মীরে নিজেদের ভিটেয় ফিরতে রাজি ।" উল্লেখ্য, গত শতাব্দীর নয়ের দশকে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন শুরু হওয়ার পর 1 লাখেরও বেশি (কারও কারও মতে সংখ্যাটা প্রায় 2 লাখ) কাশ্মীরি পণ্ডিতকে উপত্যকা থেকে বিতাড়িত হতে হয়েছে । কাশ্মীরে নিজেদের বাড়ি-ঘর ছেড়ে তাঁরা উদ্বাস্তু শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন ।

370 ধারা প্রত্যাহারের পর এই নিয়ে দ্বিতীয় বার বিদেশি প্রতিনিধিদের কোনও দল জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে এল । এর আগে গত বছর 5 অগাস্ট ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধিরা কাশ্মীরে এসেছিলেন ।

Pune (Maharashtra), Jan 11 (ANI): Sri Lanka skipper Lasith Malinga said that his team's young players are talented but they need mental preparation as it is very important for a T20 game. "All the young players, they are talented but they did not know how to handle the situation at the moment and we did not get any partnership in between. They can bat and bowl but mental preparation and thinking pattern is very important for a T20 game," Malinga said in the post-match press conference here. Sri Lanka suffered a 78-run defeat at the hands of India in the third T20I.
Last Updated : Jan 11, 2020, 5:57 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.