ETV Bharat / bharat

পুলওয়ামার পর কারতারপুর নিয়ে প্রথম ভারত-পাকিস্তান বৈঠক

কারতারপুরে দিনে কমপক্ষে পাঁচহাজার তীর্থযাত্রীকে ভিসামুক্ত প্রবেশাধিকার দিতে হবে। পাকিস্তানের কাছে এই আবেদন জানাল ভারত।

ভারত-পাক বৈঠক
author img

By

Published : Mar 15, 2019, 5:35 AM IST

দিল্লি, ১৫ মার্চ : কারতারপুরে দিনে কমপক্ষে পাঁচহাজার তীর্থযাত্রীকে ভিসামুক্ত প্রবেশাধিকার দিতে হবে। পাকিস্তানের কাছে এই আবেদন জানাল ভারত। পুলওয়ামার ঘটনার পর এই প্রথম দুই দেশ কারতারপুর নিয়ে আলোচনা করল। গতকাল পঞ্জাবের আটারিতে ভারত ও পাকিস্তানের মধ্যে এই বৈঠক হয়। বৈঠক শেষে দুই তরফেই জানানো হয়, আলোচনা ফলপ্রসূ হয়েছে। গঠনমূলক আলোচনা হয়েছে। যত দ্রুত সম্ভব কারতারপুর সাহেব করিডোর খুলে দেওয়ার ব্যবস্থা করা হবে। বৈঠক শেষে যৌথ বিবৃতিতে বলা হয়, "প্রস্তাবিত চুক্তির বিভিন্ন দিক সম্পর্কে গঠনমূলক আলোচনা হয়েছে। কারতারপুর সাহেব করিডোর নিয়ে আলোচনা সদর্থক।

MEA কর্মকর্তা এস. সি. এল দাস সংবাদসংস্থা ANI-কে জানান, প্রতিদিন কমপক্ষে ৫ হাজার জন তীর্থযাত্রীকে কারতাপুরে যাওয়ার ব্যবস্থা করে দেওয়ার কথা বলা হয়েছে।

গুরুপুরব ও বৈশাখীর বিশেষ দিনগুলিতে ভক্তদের ভিড়ের কথা মাথায় এল.সি.এস দাস আরও বলেন, "গুরুপুরব ও বৈশাখীর বিশেষ দিনে ১০ হাজারেরও বেশি মানুষ কারতারপুরে যান। সেদিকে খেয়াল রেখে পাকিস্তানের কাছে আবেদন জানানো হয়েছে।" MEA আধিকারিক দীপক মিত্তল জানান, কারতারপুর করিডোরের আলোচনার মাধ্যমে পাকিস্তানের সঙ্গে আলোচনা করতে কেন্দ্রীয় সরকার তৎপর হয়েছে এমনটা নয়। তীর্থযাত্রীদের কথা মাথায় রেখে এই বৈঠক।

দিল্লি, ১৫ মার্চ : কারতারপুরে দিনে কমপক্ষে পাঁচহাজার তীর্থযাত্রীকে ভিসামুক্ত প্রবেশাধিকার দিতে হবে। পাকিস্তানের কাছে এই আবেদন জানাল ভারত। পুলওয়ামার ঘটনার পর এই প্রথম দুই দেশ কারতারপুর নিয়ে আলোচনা করল। গতকাল পঞ্জাবের আটারিতে ভারত ও পাকিস্তানের মধ্যে এই বৈঠক হয়। বৈঠক শেষে দুই তরফেই জানানো হয়, আলোচনা ফলপ্রসূ হয়েছে। গঠনমূলক আলোচনা হয়েছে। যত দ্রুত সম্ভব কারতারপুর সাহেব করিডোর খুলে দেওয়ার ব্যবস্থা করা হবে। বৈঠক শেষে যৌথ বিবৃতিতে বলা হয়, "প্রস্তাবিত চুক্তির বিভিন্ন দিক সম্পর্কে গঠনমূলক আলোচনা হয়েছে। কারতারপুর সাহেব করিডোর নিয়ে আলোচনা সদর্থক।

MEA কর্মকর্তা এস. সি. এল দাস সংবাদসংস্থা ANI-কে জানান, প্রতিদিন কমপক্ষে ৫ হাজার জন তীর্থযাত্রীকে কারতাপুরে যাওয়ার ব্যবস্থা করে দেওয়ার কথা বলা হয়েছে।

গুরুপুরব ও বৈশাখীর বিশেষ দিনগুলিতে ভক্তদের ভিড়ের কথা মাথায় এল.সি.এস দাস আরও বলেন, "গুরুপুরব ও বৈশাখীর বিশেষ দিনে ১০ হাজারেরও বেশি মানুষ কারতারপুরে যান। সেদিকে খেয়াল রেখে পাকিস্তানের কাছে আবেদন জানানো হয়েছে।" MEA আধিকারিক দীপক মিত্তল জানান, কারতারপুর করিডোরের আলোচনার মাধ্যমে পাকিস্তানের সঙ্গে আলোচনা করতে কেন্দ্রীয় সরকার তৎপর হয়েছে এমনটা নয়। তীর্থযাত্রীদের কথা মাথায় রেখে এই বৈঠক।

Geneva (Switzerland), Mar 14 (ANI): A political activist from Gilgit -Baltistan has blamed Pakistan for misusing Schedule IV of anti-terrorism act in the region wherein political activists are being targeted. At an event organised here by Friends of Gilgit-Baltistan, Chairman of Gilgit Baltistan Thinkers Forum, Col (Retd) Wajahat Hasan Mirza said, "Most important thing, unfortunately, is to end Schedule IV which mainly targets the progressive and political cadre of the area. Its enforcement in a disputed territory like Gilgit Baltistan is totally illegal". "The enforcement of schedule IV is the reason why the public is afraid of raising its voice which thereby, restricts them from attending any political gathering. They have to seek prior permission from the Police to even move places. The atrocity is such, that their bank accounts are seized and their property is confiscated as well," he added. "So, one can understand how difficult it is for the people residing in the region to raise their voice for political and economic rights," he explained. Asserting that Gilgit Baltistan is facing an issue related to its political status, Wajahat said, "Now, that it has been ruled by the Supreme Court of Pakistan, Gilgit Baltistan is a disputed territory along with Pak-occupied-Kashmir, therefore people are now demanding the political status enjoyed by PoK".

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.