দিল্লি, ১৫ মার্চ : কারতারপুরে দিনে কমপক্ষে পাঁচহাজার তীর্থযাত্রীকে ভিসামুক্ত প্রবেশাধিকার দিতে হবে। পাকিস্তানের কাছে এই আবেদন জানাল ভারত। পুলওয়ামার ঘটনার পর এই প্রথম দুই দেশ কারতারপুর নিয়ে আলোচনা করল। গতকাল পঞ্জাবের আটারিতে ভারত ও পাকিস্তানের মধ্যে এই বৈঠক হয়। বৈঠক শেষে দুই তরফেই জানানো হয়, আলোচনা ফলপ্রসূ হয়েছে। গঠনমূলক আলোচনা হয়েছে। যত দ্রুত সম্ভব কারতারপুর সাহেব করিডোর খুলে দেওয়ার ব্যবস্থা করা হবে। বৈঠক শেষে যৌথ বিবৃতিতে বলা হয়, "প্রস্তাবিত চুক্তির বিভিন্ন দিক সম্পর্কে গঠনমূলক আলোচনা হয়েছে। কারতারপুর সাহেব করিডোর নিয়ে আলোচনা সদর্থক।
MEA কর্মকর্তা এস. সি. এল দাস সংবাদসংস্থা ANI-কে জানান, প্রতিদিন কমপক্ষে ৫ হাজার জন তীর্থযাত্রীকে কারতাপুরে যাওয়ার ব্যবস্থা করে দেওয়ার কথা বলা হয়েছে।
গুরুপুরব ও বৈশাখীর বিশেষ দিনগুলিতে ভক্তদের ভিড়ের কথা মাথায় এল.সি.এস দাস আরও বলেন, "গুরুপুরব ও বৈশাখীর বিশেষ দিনে ১০ হাজারেরও বেশি মানুষ কারতারপুরে যান। সেদিকে খেয়াল রেখে পাকিস্তানের কাছে আবেদন জানানো হয়েছে।" MEA আধিকারিক দীপক মিত্তল জানান, কারতারপুর করিডোরের আলোচনার মাধ্যমে পাকিস্তানের সঙ্গে আলোচনা করতে কেন্দ্রীয় সরকার তৎপর হয়েছে এমনটা নয়। তীর্থযাত্রীদের কথা মাথায় রেখে এই বৈঠক।