বেঙ্গালুরু, 16 জুলাই : কর্নাটক নিয়ে ধীরে চলার পথে সুপ্রিম কোর্ট । আজ ‘বিদ্রোহী’ বিধায়কদের নিয়ে রায় শোনানোর কথা থাকলেও তা পিছিয়ে দিল শীর্ষ আদালত । জানিয়ে দিল, এ বিষয় আগামী কাল তাদের সিদ্ধান্ত জানাবে সুপ্রিম কোর্ট । কাল সকাল 10.30 মিনিটে রায় ঘোষণা হবে ।
বিতর্ক শুরু হয়েছিল বেশ কিছু দিন আগেই । কংগ্রেস ও JDS জোট সরকারের উপর আস্থা হারিয়ে পদত্যাগ করেছিলেন বিধায়করা । কর্নাটক বিধানসভার অধ্যক্ষ সেই পদত্যাগ গ্রহণ না করায় শুরু হয় বিতর্ক । বিষয়টি গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত । আজ এ বিষয় রায় শোনানোর কথা ছিল শীর্ষ আদালতের । সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, বিধায়কদের ইস্তফা গৃহীত হবে কি না, তা আদালত স্পিকারকে বলে দিতে পারে না । যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও জানায়নি আদালত । অন্য দিকে সুপ্রিম কোর্টে ‘বিক্ষুব্ধ’ বিধায়কদের পক্ষে আইনজীবী মুকুল রোহতগি বলেন, বিধায়করা যদি বিধানসভায় না যেতে চান, তাহলে স্পিকার তাঁদের জোর করতে পারেন না । JDS-কংগ্রেস জোটের বিধায়করা এবং 2 নির্দল বিধায়ক পদত্যাগ করেছেন সরকার থেকে । ওই বিধায়কদের পদত্যাগপত্র গৃহীত হলে জোটের 118 সদস্য সংখ্যা 100 তে নেমে আসবে ।
এ দিকে, বৃহস্পতিবার, সকাল 11টা থেকে রাজ্যের ক্ষমতাসীন কংগ্রেস এবং JDS জোট সরকারকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ দিতে হবে। স্বাভাবিক ভাবেই আগামী দু'দিন বিশেষ নজর থাকবে কর্নাটকের দিকে ।