ETV Bharat / bharat

কর্নাটকের 'বিদ্রোহী' বিধায়কদের মামলার রায় আজ - jds

কর্নাটকদের 'বিদ্রোহী' বিধায়কদের বিষয়ে আজ রায় দেবে সুপ্রিম কোর্ট ।

কর্নাটকের 'বিদ্রোহী' বিধায়কদের মামলার রায় আজ
author img

By

Published : Jul 17, 2019, 6:29 AM IST

Updated : Jul 17, 2019, 6:41 AM IST

দিল্লি, 17 জুলাই : আজ কর্নাটকের 'বিদ্রোহী' বিধায়কদের মামলার রায় দেবে সুপ্রিম কোর্ট । গতকাল এ বিষয়ে রায় শোনানোর কথা ছিল । কিন্তু, গতকাল চূড়ান্ত সিদ্ধান্ত স্থগিত রাখা হয় ।

গতকাল আদালতে তাদের পদত্যাগপত্র গৃহীত হওয়ার বিষয়ে সওয়াল করেন কর্নাটকের বিক্ষুব্ধ বিধায়কদের আইনজীবী মুকুল রোহতগি ৷ তবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, বিধায়কদের ইস্তফা গৃহীত হবে কি না, তা আদালত স্পিকারকে বলে দিতে পারে না । তবুও এই বিষয়ে শীর্ষ আদালতের আজকের রায়ের দিকে তাকিয়ে থাকবে রাজনৈতিক মহল ৷ বিধায়করা যদি বিধানসভায় না যেতে চান, তাহলে স্পিকার তাঁদের জোর করতে পারেন না বলেও জানানো হয় ।

বিতর্ক শুরু হয়েছিল বেশ কিছু দিন আগেই । পদত্যাগ করেছিলেন কংগ্রেস ও (JDS) জোটের বেশ কয়েকজন বিধায়ক। কর্নাটক বিধানসভার অধ্যক্ষ সেই পদত্যাগপত্র গ্রহণ না করায় শুরু হয় বিতর্ক । বিষয়টি গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত ।

এরপর সুপ্রিম কোর্টের নির্দেশ মতো 11 তারিখ কংগ্রেস-JD(S)-এর বিক্ষুব্ধ বিধায়কদের ইস্তফাপত্র জমা নেন অধ্যক্ষ । অবশ্য বিধায়কদের ইস্তফা নিয়ে সিদ্ধান্তের জন্য সুপ্রিম কোর্টের কাছে আরও সময় চান কর্নাটক বিধানসভার অধ্যক্ষ রমেশ কুমার ।

পদত্যাগ করেছিলেন JDS-কংগ্রেস জোটের 16 জন বিধায়ক এবং 2 নির্দল বিধায়ক । ওই বিধায়কদের পদত্যাগপত্র গৃহীত হলে জোটের বিধায়ক সংখ্যা নেমে আসবে 100-তে । এর জেরে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে BJP ।

এদিকে, আগামীকাল সকাল 11টা থেকে রাজ্যের ক্ষমতাসীন কংগ্রেস এবং JDS জোট সরকারকে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে।

দিল্লি, 17 জুলাই : আজ কর্নাটকের 'বিদ্রোহী' বিধায়কদের মামলার রায় দেবে সুপ্রিম কোর্ট । গতকাল এ বিষয়ে রায় শোনানোর কথা ছিল । কিন্তু, গতকাল চূড়ান্ত সিদ্ধান্ত স্থগিত রাখা হয় ।

গতকাল আদালতে তাদের পদত্যাগপত্র গৃহীত হওয়ার বিষয়ে সওয়াল করেন কর্নাটকের বিক্ষুব্ধ বিধায়কদের আইনজীবী মুকুল রোহতগি ৷ তবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, বিধায়কদের ইস্তফা গৃহীত হবে কি না, তা আদালত স্পিকারকে বলে দিতে পারে না । তবুও এই বিষয়ে শীর্ষ আদালতের আজকের রায়ের দিকে তাকিয়ে থাকবে রাজনৈতিক মহল ৷ বিধায়করা যদি বিধানসভায় না যেতে চান, তাহলে স্পিকার তাঁদের জোর করতে পারেন না বলেও জানানো হয় ।

বিতর্ক শুরু হয়েছিল বেশ কিছু দিন আগেই । পদত্যাগ করেছিলেন কংগ্রেস ও (JDS) জোটের বেশ কয়েকজন বিধায়ক। কর্নাটক বিধানসভার অধ্যক্ষ সেই পদত্যাগপত্র গ্রহণ না করায় শুরু হয় বিতর্ক । বিষয়টি গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত ।

এরপর সুপ্রিম কোর্টের নির্দেশ মতো 11 তারিখ কংগ্রেস-JD(S)-এর বিক্ষুব্ধ বিধায়কদের ইস্তফাপত্র জমা নেন অধ্যক্ষ । অবশ্য বিধায়কদের ইস্তফা নিয়ে সিদ্ধান্তের জন্য সুপ্রিম কোর্টের কাছে আরও সময় চান কর্নাটক বিধানসভার অধ্যক্ষ রমেশ কুমার ।

পদত্যাগ করেছিলেন JDS-কংগ্রেস জোটের 16 জন বিধায়ক এবং 2 নির্দল বিধায়ক । ওই বিধায়কদের পদত্যাগপত্র গৃহীত হলে জোটের বিধায়ক সংখ্যা নেমে আসবে 100-তে । এর জেরে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে BJP ।

এদিকে, আগামীকাল সকাল 11টা থেকে রাজ্যের ক্ষমতাসীন কংগ্রেস এবং JDS জোট সরকারকে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে।

Anantnag (Jammu - Kashmir), Jul 17 (ANI): Kashmiri Pandits and Muslims welcomed 'Chhari Mubarak' at Mattan Martand Mandir in Anantnag district. 'Chhari Mubarak' is the saffron robed holy mace of Lord Shiva. The event was a perfect example of brotherhood between the two communities. All the devotees prayed for peace and prosperity of the state and country. It sends a message of social acceptance and solidarity among the locals.
Last Updated : Jul 17, 2019, 6:41 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.