ETV Bharat / bharat

আজ কি ভাগ্য নির্ধারণ কুমারস্বামী সরকারের? - Rebel Lawmakers

শুক্রবার মুলতুবি হয়েছিল কর্নাটক বিধানসভা ৷ আজ ফের অধিবেশন রয়েছে ৷ সেখানে ভাগ্য নির্ধারণ হতে পারে কুমারস্বামী সরকারের ৷

কুমারস্বামী
author img

By

Published : Jul 22, 2019, 8:38 AM IST

বেঙ্গালুরু, 22 জুলাই : যত সময় গড়াচ্ছে, তত চরমে উঠছে কর্নাটকের নাটক ৷ ইতিমধ্যে দু'বার বিধানসভা অধিবেশন হলেও আস্থাভোট হয়নি ৷ কিন্তু, পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে কংগ্রেস ও জনতা দল (সেকুলার)-র জোট সরকারের জন্য ৷ শুক্রবার বিধানসভার অধিবেশন মুলতুবি হয়ে যাওয়ার পর আজ অধিবেশন বসবে ৷ দীর্ঘ টালবাহানার পর আস্থা ভোট আজ হতে পারে কন্নড়ভূমিতে ৷

কংগ্রেস ও জনতা দল (সেকুলার)-র জোট সরকারকে নিয়ে গত কয়েকদিন ধরে কর্নাটকে টালমাটাল চলছে । আস্থাভোটকে কেন্দ্র করে বৃহস্পতিবার তা চরমে পৌঁছায় । রাজ্যপাল বাজুভাই বালা চিঠি লিখে জানান, সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ফেলেছে মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীর সরকার । রাত 12টার মধ্যে আস্থাভোট পর্ব শেষ করার পরামর্শও দিয়েছিলেন রাজ্যপাল । কিন্তু, তুমুল হট্টগোলের মধ্যে শুক্রবার বেলা 11টা পর্যন্ত অধিবেশন মুলতুবি হয়ে যায় । পরে রাজ্যপাল নির্দেশ দেন, কুমারস্বামীকে শুক্রবার বেলা দেড়টার মধ্যে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে ।

এই সংক্রান্ত আরও খবর : আস্থা ভোটে বিধায়কদের জোর করা যাবে না , কর্নাটক নিয়ে মন্তব্য সুপ্রিম কোর্টের

কিন্তু, সেদিনও রাজ্যপালের বেঁধে দেওয়া সময়ের মধ্যে আস্থাভোট হয়নি ৷ দুপুর 3 টে পর্যন্ত মুলতুবি হয়ে যাওয়ায় আবারও পিছিয়ে যায় ভোট প্রক্রিয়া ৷ এবার সন্ধ্যা 6 টা পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়ে কুমারস্বামীকে চিঠি দেন রাজ্যপাল ৷ কিন্তু, তার আগেই মুলতুবি হয়ে যায় অধিবেশন ৷ সেদিনই কংগ্রেসের পাশাপাশি কুমারস্বামী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ৷ কুমারস্বামীর বক্তব্য, রাজ্যপাল কি বিধানসভার স্পিকারকে সময়সীমা বেঁধে দিতে পারেন? অন্যদিকে, কংগ্রেসের বক্তব্য, দলীয় বিধায়কদের উপর হুইপ জারির অধিকার কেন থাকবে না ? BJP-র অভিযোগ, শুধুমাত্র সময় কেনার জন্য টালবাহানা করছেন কুমারস্বামী ৷

এই সংক্রান্ত আরও খবর : আগামীকাল দুপুরে প্রমাণ করতে হবে সংখ্যাগরিষ্ঠতা, কুমারস্বামীকে চিঠি রাজ্যপালের

ইতিমধ্যে বিক্ষুব্ধ বিধায়কদের দলে ফিরে এসে BJP-র স্বরূপ জনগণের সামনে প্রকাশের আর্জি জানান কুমারস্বামী ৷ পাশাপাশি, কুমারস্বামীকে সরিয়ে কংগ্রেসের কাউকে মুখ্যমন্ত্রীর পদে বসানোর প্রস্তাবও দেয় জোট সরকার ৷ কিন্তু, তা খারিজ দেন বিক্ষুব্ধ বিধায়করা ৷ তাঁরা জানান, সংকট না কাটা পর্যন্ত বেঙ্গালুরুতে ফিরবেন না । তাঁদের অপহরণ করে রাখা হয়নি ৷ আর কংগ্রেস নেতা সিদ্দারামাইয়াকে মুখ্যমন্ত্রী করা হলেও তাঁরা আস্থা ভোটে অংশগ্রহণ করবেন না ৷ যা জোট সরকারের ভবিষ্যতের কাছে বড়সড় ধাক্কা ৷ তবে, কুমারস্বামী সরকারের কাছে একটাই স্বস্তি খবর, বহুজন সমাজবাদী পার্টির একমাত্র বিধায়ক এন মহেশকে জোট সরকারের পক্ষে ভোট দেওয়ার নির্দেশ দিয়েছেন মায়াবতী ৷ তবে, তাতেও কর্নাটকে বেকায়দাতেই থাকছে কুমারস্বামী সরকার ৷

এই সংক্রান্ত আরও খবর : কর্নাটকের ভাগ্য ঝুলেই রইল, আস্থা ভোট 22 জুলাই

বেঙ্গালুরু, 22 জুলাই : যত সময় গড়াচ্ছে, তত চরমে উঠছে কর্নাটকের নাটক ৷ ইতিমধ্যে দু'বার বিধানসভা অধিবেশন হলেও আস্থাভোট হয়নি ৷ কিন্তু, পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে কংগ্রেস ও জনতা দল (সেকুলার)-র জোট সরকারের জন্য ৷ শুক্রবার বিধানসভার অধিবেশন মুলতুবি হয়ে যাওয়ার পর আজ অধিবেশন বসবে ৷ দীর্ঘ টালবাহানার পর আস্থা ভোট আজ হতে পারে কন্নড়ভূমিতে ৷

কংগ্রেস ও জনতা দল (সেকুলার)-র জোট সরকারকে নিয়ে গত কয়েকদিন ধরে কর্নাটকে টালমাটাল চলছে । আস্থাভোটকে কেন্দ্র করে বৃহস্পতিবার তা চরমে পৌঁছায় । রাজ্যপাল বাজুভাই বালা চিঠি লিখে জানান, সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ফেলেছে মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীর সরকার । রাত 12টার মধ্যে আস্থাভোট পর্ব শেষ করার পরামর্শও দিয়েছিলেন রাজ্যপাল । কিন্তু, তুমুল হট্টগোলের মধ্যে শুক্রবার বেলা 11টা পর্যন্ত অধিবেশন মুলতুবি হয়ে যায় । পরে রাজ্যপাল নির্দেশ দেন, কুমারস্বামীকে শুক্রবার বেলা দেড়টার মধ্যে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে ।

এই সংক্রান্ত আরও খবর : আস্থা ভোটে বিধায়কদের জোর করা যাবে না , কর্নাটক নিয়ে মন্তব্য সুপ্রিম কোর্টের

কিন্তু, সেদিনও রাজ্যপালের বেঁধে দেওয়া সময়ের মধ্যে আস্থাভোট হয়নি ৷ দুপুর 3 টে পর্যন্ত মুলতুবি হয়ে যাওয়ায় আবারও পিছিয়ে যায় ভোট প্রক্রিয়া ৷ এবার সন্ধ্যা 6 টা পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়ে কুমারস্বামীকে চিঠি দেন রাজ্যপাল ৷ কিন্তু, তার আগেই মুলতুবি হয়ে যায় অধিবেশন ৷ সেদিনই কংগ্রেসের পাশাপাশি কুমারস্বামী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ৷ কুমারস্বামীর বক্তব্য, রাজ্যপাল কি বিধানসভার স্পিকারকে সময়সীমা বেঁধে দিতে পারেন? অন্যদিকে, কংগ্রেসের বক্তব্য, দলীয় বিধায়কদের উপর হুইপ জারির অধিকার কেন থাকবে না ? BJP-র অভিযোগ, শুধুমাত্র সময় কেনার জন্য টালবাহানা করছেন কুমারস্বামী ৷

এই সংক্রান্ত আরও খবর : আগামীকাল দুপুরে প্রমাণ করতে হবে সংখ্যাগরিষ্ঠতা, কুমারস্বামীকে চিঠি রাজ্যপালের

ইতিমধ্যে বিক্ষুব্ধ বিধায়কদের দলে ফিরে এসে BJP-র স্বরূপ জনগণের সামনে প্রকাশের আর্জি জানান কুমারস্বামী ৷ পাশাপাশি, কুমারস্বামীকে সরিয়ে কংগ্রেসের কাউকে মুখ্যমন্ত্রীর পদে বসানোর প্রস্তাবও দেয় জোট সরকার ৷ কিন্তু, তা খারিজ দেন বিক্ষুব্ধ বিধায়করা ৷ তাঁরা জানান, সংকট না কাটা পর্যন্ত বেঙ্গালুরুতে ফিরবেন না । তাঁদের অপহরণ করে রাখা হয়নি ৷ আর কংগ্রেস নেতা সিদ্দারামাইয়াকে মুখ্যমন্ত্রী করা হলেও তাঁরা আস্থা ভোটে অংশগ্রহণ করবেন না ৷ যা জোট সরকারের ভবিষ্যতের কাছে বড়সড় ধাক্কা ৷ তবে, কুমারস্বামী সরকারের কাছে একটাই স্বস্তি খবর, বহুজন সমাজবাদী পার্টির একমাত্র বিধায়ক এন মহেশকে জোট সরকারের পক্ষে ভোট দেওয়ার নির্দেশ দিয়েছেন মায়াবতী ৷ তবে, তাতেও কর্নাটকে বেকায়দাতেই থাকছে কুমারস্বামী সরকার ৷

এই সংক্রান্ত আরও খবর : কর্নাটকের ভাগ্য ঝুলেই রইল, আস্থা ভোট 22 জুলাই

Baghpat (UP), July 22 (ANI): Devansh Rana, a national level medal winner in shooting was thrashed by some unidentified goons on July 12. The video of that incident went viral on social media. Police registered case and arrested three people. Police are making all-out efforts to quickly nab the fourth one. Speaking to mediapersons Police said,"we have registered a case and arrested three people. Efforts are on to nab the fourth person."
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.