ETV Bharat / bharat

জাস্টিস ফর দিশা : জেরায় ফাঁস হায়দরাবাদ পশু চিকিৎসককে ধর্ষণের ছক - Hyderabad rape and murder case

সন্ধ্যা 6টা নাগাদ তারা ওই যুবতিকে প্রথম লক্ষ্য করেছিল ৷ যুবতি লরির পাশে তার স্কুটারটি রেখে নিকটবর্তী একটি ডাক্তারখানায় ঢুকছিল ৷ প্রথমে নবীন ওই যুবতির স্কুটারের টায়ার পাঞ্চার করে দেয় ৷ এরপর রাত প্রায় 9টা নাগাদ তারা লরিটি এগিয়ে নিয়ে পাঁচ কিলোমিটার দূরে থোণ্ডাপাল্লি জংশনের কাছে অপেক্ষা করতে থাকে ৷ রাত 9টা 18 নাগাদ যুবতি ডাক্তারখানা থেকে বেরিয়ে লক্ষ্য করে স্কুটারের একটি টায়ার পাঞ্চার ৷

justice for disha
জাস্টিস ফর দিশা
author img

By

Published : Dec 1, 2019, 11:29 PM IST

হায়দারাবাদ, 1 ডিসেম্বর : হায়দরাবাদে পশু চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ ৷ তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও এদিনের এই জঘন্য অপরাধের জন্য ফাস্ট ট্র্যাক কোর্টে মামলা চালু করার কথা বলেন ৷ পাশাপাশি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার কথাও বলেন ৷ এদিকে আজ সাইবারাবাদ থানার কমিশনার ভি সি সজ্জনার সুপারিশ করেছেন ধর্ষিতা ওই যুবতির নামের পরিবর্তে 'জাস্টিস ফর দিশা' উল্লেখ করার জন্য ৷ ধর্ষিতার পরিবারের তরফেও এই সুপারিশ মেনে নেওয়া হয়েছে বলে কমিশনার সূত্রে জানানো হয়েছে ৷

ঘটনায় অভিযুক্ত সন্দেহে ইতিমধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ ধৃত ওই চার যুবকের নাম মহম্মদ আরিফ, জল্লু শিবা, জল্লু নবীন এবং চিন্তকুন্ত চেন্নকেশাভুলু ৷ মহম্মদ আরিফকে (25) এই জঘন্য অপরাধের মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছে পুলিশ ৷ ধৃতদের বয়ান থেকে উঠে এসেছে এই জঘন্য ঘটনা পরম্পরা ৷

কীভাবে ছক কষেছিল নারকীয় এই ঘটনার?

পুলিশি জেরায় অভিযুক্তরা জানিয়েছে কীভাবে তারা এই জঘন্য অপরাধের ছক কষেছিল ৷ 27 নভেম্বর বিকেল প্রায় সাড়ে পাঁচটা নাগাদ বেশ কিছু মদের বোতল কিনেছিল ৷ অভিযুক্তরা শামসাবাদ টোল প্লাজ়ার কাছে লরির কেবিনে বসে মদ খাচ্ছিল ৷ কিছু সময় পরে সন্ধ্যা 6টা নাগাদ তারা ওই যুবতিকে প্রথম লক্ষ্য করেছিল ৷ যুবতি লরির পাশে তার স্কুটারটি রেখে নিকটবর্তী একটি ডাক্তারখানায় প্রবেশ করে ৷

  • Telangana Chief Minister's Office: CM has instructed officials that the accused of the woman veterinary doctor's ghastly murder should be inquired on a fast track, & culprits should be given stringent punishment. CM also decided to set up a fast track court to deal with the case. pic.twitter.com/sYBL02EJrt

    — ANI (@ANI) December 1, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ঠিক এই সময়েই নারকীয় ধর্ষণের ঘটনার ছক কষে অভিযুক্তরা ৷ প্রথমেই নবীন ওই যুবতির স্কুটারের টায়ার পাঞ্চার করে দেয় ৷ এরপর রাত প্রায় 9টা নাগাদ তারা লরিটি এগিয়ে নিয়ে পাঁচ কিলোমিটার দূরে থোণ্ডাপল্লি জংশনের কাছে অপেক্ষা করছিল ৷ রাত 9টা 18 নাগাদ যুবতি ডাক্তারখানা থেকে বেরিয়ে দেখেন স্কুটারের একটি টায়ার পাঞ্চার ৷

সাড়ে 9টা নাগাদ শিবা ওই যুবতিকে সাহায্যের অছিলায় এগিয়ে আসে ৷ যুবতির যাতে কোনও সন্দেহ না হয় সেই কারণে নিকটবর্তী কোনও গাড়ি মেরামতের দোকানের খোঁজে কিছুক্ষণের জন্য এলাকা থেকে আড়ালে চলে যায় শিবা ৷ কিছু সময় পরে ফিরে এসে সে জানায় গাড়ি মেরামতের সমস্ত দোকান বন্ধ ৷

আরও বলুন : স্কুটির চাকার হাওয়া ছেড়ে সাহায্যের বাহানা, ধর্ষণের পর যুবতির গায়ে পেট্রল

এরপর তারা চড়াও হয় ওই যুবতির উপর ৷ টেনেহিঁচড়ে লরির পাশে একটি সুনসান জায়গায় নিয়ে যায় ৷ নবীন দিশার (নাম পরিবর্তিত) মোবাইল কেড়ে বন্ধ করে দেয় ৷ যুবতিকে জোর করে মদ খাইয়ে দেয় অভিযুক্ত ওই চারজন ৷ এরপরই নৃশংসভাবে তাঁকে গণধর্ষণ করা হয় ৷ অচেতন হয়ে পড়েন তিনি ৷

আরও বলুন : হায়দরাবাদে পশু চিকিৎসক ধর্ষণে অভিযুক্তদের 14 দিনের বিচারবিভাগীয় হেপাজত

জ্ঞান ফিরলে আর্তনাদ শুরু করেন নির্যাতিতা ৷ এরপরই ধর্ষিতা চিকিৎসককে খুন করার পরিকল্পনা করে আরিফ, শিবা, নবীন, এবং চিন্তকুন্ত ৷ আরিফ নির্যাতিতার নাক মুখ বন্ধ করে শ্বাসরোধ করে হত্যা করে তাকে ৷ তথ্য লোপাট করার জন্য নবীন ধর্ষিতার মোবাইল, ঘড়ি আর পাওয়ার ব্যাঙ্ক হাতিয়ে নেয় ৷ এলাকা থেকে সরানো হয় ধর্ষিতার স্কুটারও ৷ তারপর মৃত ওই যুবতির দেহ লরিতে ফেলে চম্পট দেয় তারা ৷

পরে শিবা বেশ কয়েক বোতল পেট্রোল কিনে আনে ৷ চেতনপল্লিতে 44 নম্বর জাতীয় সড়কের ছোটো একটি সেতুর নীচে ধর্ষিতার দেহে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয় অভিযুক্তরা ৷ পুলিশি জেরায় উঠে এসেছে এমনই হাড়হিম করা তথ্য ৷

হায়দারাবাদ, 1 ডিসেম্বর : হায়দরাবাদে পশু চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ ৷ তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও এদিনের এই জঘন্য অপরাধের জন্য ফাস্ট ট্র্যাক কোর্টে মামলা চালু করার কথা বলেন ৷ পাশাপাশি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার কথাও বলেন ৷ এদিকে আজ সাইবারাবাদ থানার কমিশনার ভি সি সজ্জনার সুপারিশ করেছেন ধর্ষিতা ওই যুবতির নামের পরিবর্তে 'জাস্টিস ফর দিশা' উল্লেখ করার জন্য ৷ ধর্ষিতার পরিবারের তরফেও এই সুপারিশ মেনে নেওয়া হয়েছে বলে কমিশনার সূত্রে জানানো হয়েছে ৷

ঘটনায় অভিযুক্ত সন্দেহে ইতিমধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ ধৃত ওই চার যুবকের নাম মহম্মদ আরিফ, জল্লু শিবা, জল্লু নবীন এবং চিন্তকুন্ত চেন্নকেশাভুলু ৷ মহম্মদ আরিফকে (25) এই জঘন্য অপরাধের মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছে পুলিশ ৷ ধৃতদের বয়ান থেকে উঠে এসেছে এই জঘন্য ঘটনা পরম্পরা ৷

কীভাবে ছক কষেছিল নারকীয় এই ঘটনার?

পুলিশি জেরায় অভিযুক্তরা জানিয়েছে কীভাবে তারা এই জঘন্য অপরাধের ছক কষেছিল ৷ 27 নভেম্বর বিকেল প্রায় সাড়ে পাঁচটা নাগাদ বেশ কিছু মদের বোতল কিনেছিল ৷ অভিযুক্তরা শামসাবাদ টোল প্লাজ়ার কাছে লরির কেবিনে বসে মদ খাচ্ছিল ৷ কিছু সময় পরে সন্ধ্যা 6টা নাগাদ তারা ওই যুবতিকে প্রথম লক্ষ্য করেছিল ৷ যুবতি লরির পাশে তার স্কুটারটি রেখে নিকটবর্তী একটি ডাক্তারখানায় প্রবেশ করে ৷

  • Telangana Chief Minister's Office: CM has instructed officials that the accused of the woman veterinary doctor's ghastly murder should be inquired on a fast track, & culprits should be given stringent punishment. CM also decided to set up a fast track court to deal with the case. pic.twitter.com/sYBL02EJrt

    — ANI (@ANI) December 1, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ঠিক এই সময়েই নারকীয় ধর্ষণের ঘটনার ছক কষে অভিযুক্তরা ৷ প্রথমেই নবীন ওই যুবতির স্কুটারের টায়ার পাঞ্চার করে দেয় ৷ এরপর রাত প্রায় 9টা নাগাদ তারা লরিটি এগিয়ে নিয়ে পাঁচ কিলোমিটার দূরে থোণ্ডাপল্লি জংশনের কাছে অপেক্ষা করছিল ৷ রাত 9টা 18 নাগাদ যুবতি ডাক্তারখানা থেকে বেরিয়ে দেখেন স্কুটারের একটি টায়ার পাঞ্চার ৷

সাড়ে 9টা নাগাদ শিবা ওই যুবতিকে সাহায্যের অছিলায় এগিয়ে আসে ৷ যুবতির যাতে কোনও সন্দেহ না হয় সেই কারণে নিকটবর্তী কোনও গাড়ি মেরামতের দোকানের খোঁজে কিছুক্ষণের জন্য এলাকা থেকে আড়ালে চলে যায় শিবা ৷ কিছু সময় পরে ফিরে এসে সে জানায় গাড়ি মেরামতের সমস্ত দোকান বন্ধ ৷

আরও বলুন : স্কুটির চাকার হাওয়া ছেড়ে সাহায্যের বাহানা, ধর্ষণের পর যুবতির গায়ে পেট্রল

এরপর তারা চড়াও হয় ওই যুবতির উপর ৷ টেনেহিঁচড়ে লরির পাশে একটি সুনসান জায়গায় নিয়ে যায় ৷ নবীন দিশার (নাম পরিবর্তিত) মোবাইল কেড়ে বন্ধ করে দেয় ৷ যুবতিকে জোর করে মদ খাইয়ে দেয় অভিযুক্ত ওই চারজন ৷ এরপরই নৃশংসভাবে তাঁকে গণধর্ষণ করা হয় ৷ অচেতন হয়ে পড়েন তিনি ৷

আরও বলুন : হায়দরাবাদে পশু চিকিৎসক ধর্ষণে অভিযুক্তদের 14 দিনের বিচারবিভাগীয় হেপাজত

জ্ঞান ফিরলে আর্তনাদ শুরু করেন নির্যাতিতা ৷ এরপরই ধর্ষিতা চিকিৎসককে খুন করার পরিকল্পনা করে আরিফ, শিবা, নবীন, এবং চিন্তকুন্ত ৷ আরিফ নির্যাতিতার নাক মুখ বন্ধ করে শ্বাসরোধ করে হত্যা করে তাকে ৷ তথ্য লোপাট করার জন্য নবীন ধর্ষিতার মোবাইল, ঘড়ি আর পাওয়ার ব্যাঙ্ক হাতিয়ে নেয় ৷ এলাকা থেকে সরানো হয় ধর্ষিতার স্কুটারও ৷ তারপর মৃত ওই যুবতির দেহ লরিতে ফেলে চম্পট দেয় তারা ৷

পরে শিবা বেশ কয়েক বোতল পেট্রোল কিনে আনে ৷ চেতনপল্লিতে 44 নম্বর জাতীয় সড়কের ছোটো একটি সেতুর নীচে ধর্ষিতার দেহে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয় অভিযুক্তরা ৷ পুলিশি জেরায় উঠে এসেছে এমনই হাড়হিম করা তথ্য ৷

Kathmandu (Nepal), Dec 01 (ANI): 13th edition of South Asian Games will be inaugurated by Nepal President Bidhya Devi Bhandari today. 10-day-long sporting event is expected to be inaugurated at 5 pm. Welcome gates for inaugural ceremony have been set in various locations around Kathmandu. Preparations for event are yet to be completed as infrastructural work at Dasaratha Rangasala Stadium was finished recently. Cleaning of premises is underway, whereas the stage is yet to be set-up for the VVIP's inauguration. Nepal will finally flag off the tournament, which was delayed three times due to leftover infrastructural work. 3000 players from 7 countries will compete for 324 gold medals and silver medals.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.