ETV Bharat / bharat

বাজ পড়ে ঝাড়খণ্ডে মৃত 12, গুরুতর জখম 11

author img

By

Published : Jul 10, 2020, 1:47 PM IST

বিগত কয়েকদিন ধরেই উত্তর ভারতের বিভিন্ন এলাকায় প্রবল ঝড়বৃষ্টির সঙ্গে বজ্রপাতের জেরে প্রচুর হতাহতের খবর পাওয়া যাচ্ছে । এ'বছর বর্ষা প্রবেশের আগে থেকেই ভারী বৃষ্টি শুরু হয়েছে বিহারে ।

lightening
lightening

রাঁচি, 10 জুলাই : প্রবল ঝড়বৃষ্টির সঙ্গে নাগাড়ে বজ্রপাত । গত 24 ঘণ্টায় ঝাড়খণ্ডের একাধিক এলাকায় বাজ পড়ে কমপক্ষে 12 জনের মৃত্যু হয়েছে । গুরুতর জখম 11 ।

গিরিডির বারনি ও আরারা এলাকায় এক মহিলা সহ তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে । ললিতা দেবী নামে মহিলাসহ ভোজদহের কর্ণপুরা পঞ্চায়েত এলাকায় এক কিশোরীর মৃত্যু হয়েছে । বজ্রপাতে গুরুতর জখম কর্ণপুরা এলাকার এক কৃষক ও বারনির বাসিন্দা বাজনাথ ভার্মা নামে এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন । লোহারদাগাতেও বাজ পড়ে এক মহিলাসহ দু'জনের মৃত্যু হয়েছে । গুরুতর আহত অবস্থায় পাঁচটি শিশুকে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে । কুসুমঘাটির গোড্ডায় গবাদি পশু চরাতে গিয়ে তুমুল ঝড়বৃষ্টির জেরে দুই মহিলার মৃত্যু হয়েছে ।

প্রসঙ্গত, এর আগে 26 জুন পালামৌ জেলায় বাজ পড়ে 4 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল, আহত হয়েছিলেন 6 জন । বিগত কয়েকদিন ধরেই উত্তর ভারতের বিভিন্ন এলাকায় প্রবল ঝড়বৃষ্টির সঙ্গে বজ্রপাতের জেরে প্রচুর হতাহতের খবর আসছে । দিনকয়েক আগে বিহারের একাধিক এলাকায় বাজ পড়ে 83 জন এবং উত্তরপ্রদেশে 24 জনের মৃত্যু হয় । বাজ পড়ে মৃত্যুর ঘটনায় বিহারে 83 জনের মধ্যে শুধু গোপালগঞ্জ জেলাতাই 13 জনের মৃত্যু হয়েছে ।

রাঁচি, 10 জুলাই : প্রবল ঝড়বৃষ্টির সঙ্গে নাগাড়ে বজ্রপাত । গত 24 ঘণ্টায় ঝাড়খণ্ডের একাধিক এলাকায় বাজ পড়ে কমপক্ষে 12 জনের মৃত্যু হয়েছে । গুরুতর জখম 11 ।

গিরিডির বারনি ও আরারা এলাকায় এক মহিলা সহ তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে । ললিতা দেবী নামে মহিলাসহ ভোজদহের কর্ণপুরা পঞ্চায়েত এলাকায় এক কিশোরীর মৃত্যু হয়েছে । বজ্রপাতে গুরুতর জখম কর্ণপুরা এলাকার এক কৃষক ও বারনির বাসিন্দা বাজনাথ ভার্মা নামে এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন । লোহারদাগাতেও বাজ পড়ে এক মহিলাসহ দু'জনের মৃত্যু হয়েছে । গুরুতর আহত অবস্থায় পাঁচটি শিশুকে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে । কুসুমঘাটির গোড্ডায় গবাদি পশু চরাতে গিয়ে তুমুল ঝড়বৃষ্টির জেরে দুই মহিলার মৃত্যু হয়েছে ।

প্রসঙ্গত, এর আগে 26 জুন পালামৌ জেলায় বাজ পড়ে 4 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল, আহত হয়েছিলেন 6 জন । বিগত কয়েকদিন ধরেই উত্তর ভারতের বিভিন্ন এলাকায় প্রবল ঝড়বৃষ্টির সঙ্গে বজ্রপাতের জেরে প্রচুর হতাহতের খবর আসছে । দিনকয়েক আগে বিহারের একাধিক এলাকায় বাজ পড়ে 83 জন এবং উত্তরপ্রদেশে 24 জনের মৃত্যু হয় । বাজ পড়ে মৃত্যুর ঘটনায় বিহারে 83 জনের মধ্যে শুধু গোপালগঞ্জ জেলাতাই 13 জনের মৃত্যু হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.